Post# 1523256181

9-Apr-2018 12:43 pm


"মনের জিহাদই বড় জিহাদ" এটা এতদিন জানতাম বানোয়াট কথা।

এবার আমাদের চরমোনাইয়ের সগির ভাই কিছুক্ষন আগে একটা হাদিসের বর্ননা দিলেন। সেটার সূত্র ধরে সার্চ দিয়ে পেলাম ইসলাম কিউএ এর এই পেইজ :

https://islamqa.info/ar/202449

الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللهِ

...মুজাহিদ উনি যিনি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেন।

পূর্ন হাদিস : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ: ( أَلَا أُخْبِرُكُمْ بِالْمُؤْمِنِ؟ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ، وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللهِ ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذَّنُوبَ ) .

এটা রাসুলুল্লাহ ﷺ এর হাদিস। আহমেদ, ইবনে হিব্বান, তাবরানি, হাকেম, নাসায়ি, বায়হাক্কি বহু বর্ননায়। রেফারেন্স উপরের লিংকে।


এর ব্যখ্যায় ইবনে তাইমিয়া বলেছেন...

وفي معنى الحديث ، قال شيخ الإسلام رحمه الله :
" ( الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي ذَاتِ اللَّهِ) فَيُؤْمَرُ بِجِهَادِهَا ، كَمَا يُؤْمَرُ بِجِهَادِ مَنْ يَأْمُرُ بِالْمَعَاصِي وَيَدْعُو إلَيْهَا ، وَهُوَ إلَى جِهَادِ نَفْسِهِ أَحْوَجُ ؛ فَإِنَّ هَذَا فَرْضُ عَيْنٍ ، وَذَاكَ فَرْضُ كِفَايَةٍ ، وَالصَّبْرُ فِي هَذَا مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ ؛ فَإِنَّ هَذَا الْجِهَادَ : حَقِيقَةُ ذَلِكَ الْجِهَادِ ؛ فَمَنْ صَبَرَ عَلَيْهِ ، صَبَرَ عَلَى ذَلِكَ الْجِهَادِ . كَمَا قَالَ: ( وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السَّيِّئَاتِ) .

.... নফসের জিহাদ হলো ফরজে আইন। অন্য জিহাদ ফরজে কিফায়া .... <আর কি লিখা আছে আরবীতে পাবেন>


ইবনে কাইয়িম এর ব্যখ্যায় বলেছেন

وقال ابن القيم رحمه الله في "زاد المعاد" (3/ 6):
" كَانَ جِهَادُ النَّفْسِ مُقَدَّمًا عَلَى جِهَادِ الْعَدُوِّ فِي الْخَارِجِ

... নফসের জিহাদ আগে ... বাহিরের জিহাদের উপর...।


অন্য হাদিসের উল্লেখ :
قال بعض الصحابة لمن سأله عن الغزو؟ : " ابدأ بنفسك فاغزها ، وابدأ بنفسك فجاهدها " .

রাসুলুল্লাহ ﷺ বলেছেন একজন সাহাবিকে যিনি যু্দ্ধ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন : "তোমার নফস দিয়ে আরম্ভ করো আর এটা জয় করো। আর নফস দিয়ে আরম্ভ করো আর এর বিরুদ্ধে জিহাদ করো।"

এর উল্লেখ করে ইবনে রজব বলেন জিহাদ দুই প্রকার।


হুম। ব্যক টু স্কোয়ার ওয়ান। ছোটবেলায় যা শুনেছিলাম তার সব ভুল না। এখন দেখছি একটা একটা করে সবই ঠিক। এর পর নতুন কথা যা শেখানো হয়েছে সেগুলো বরং ভুল।

    Comments:
  • ^ এখানে ভিন্ন হাদিসের কথা আলোচনা করা হয়েছে। জাল হাদিস বিভিন্ন বিষয়ে অগনিত আছে যেগুলোর আলোচনা আমি করছি না।
  • FAQ : "ভাই এই আর্টিক্যলটা দেখেন। যেখানে ভিন্ন একটা হাদিসকে জাল প্রমানিত করা হয়েছে। কিন্তু রেলিভেন্ট।"

    উত্তর : ভিন্ন হাদিসের আলোচনা এখানে রেলিভেন্ট না। বিশেষতঃ যখন সেটা জাল।

    "অন্য হাদিসে জিহাদ সম্পর্কে বলা আছে ... "
    Indeed. অস্বিকার করছি না। কিন্তু এই হাদিসে যা বলা আছে সেটা জানতাম না। সে কথা বলেছি স্টেটাসে।

    "আমাদের শায়েখের এই লেকচারটা শুনেন।"
    আগে বলেন লেকচারটা কি এই বিষয়ে প্রাসংগিক?

    "ঠিক প্রাসংগিক না। কিন্তু আপনি জিহাদ সম্পর্কে জানতে পারবেন। বুঝা যাচ্ছে আপনি জিহাদ সম্পর্কে কিছুই জানেন না।"

    অনেক কিছুই আমি জানি না ভাই। নতুন একটা জিনিস আজকে শিখেছি তাই শেয়ার করেছি। :-)

  • ^ বুঝতে পারছি আপনার চিন্তা ঘুরছে "দুটোর মাঝে একটা করতে হবে। এবং সেটাই জিহাদ। দ্বিতীয়টা মিথ্যা।" -- এর চারিদিকে।

    আমি বলেছি "নফসের বিরুদ্ধে জিহাদ বলে কিছুই নেই। সবই মিডিয়ার সৃষ্টি" -- এই উক্তিটা ঠিক না ভুল সে ব্যপারে।

    দুজন দুই আলোকে চিন্তা করছি। আপনি এই কথাগুলো বুঝতে পারবেন কিনা জানি না যদিও।

  • ^ ফেসবুকে এখন হাজার হাজার আলেম। উনাদের মাঝে বসে আমি এর অনুবাদ করলে আমাকে ধরে পিটাবে।

9-Apr-2018 12:43 pm

Published
9-Apr-2018