Periodic Table এর সব element এর নাম ছাত্রদের মুখস্ত।
কিন্তু মাটি পাথর কি দিয়ে তৈরি? পৃথিবীর বুকের অধিকাংশ উপাদান কি?
১
উত্তর হলো : সিলিকন আর এলুমিনিয়াম।
প্লাস মেটেলগুলো অক্সাইড হিসাবে থাকে বলে অক্সিজেন প্রচুর। ভূ পৃষ্ঠের এলিমেন্টের অর্ধক হলো অক্সিজেন।
২
Interestingly বাতাসে নাইট্রজেনের পরিমান সবচেয়ে বেশি, মাটিতে কম। গাছ বড় হবার জন্য নাইট্রোজেন লাগে, কিন্তু গাছ বাতাস থেকে নাইট্রোজেন টানতে পারে না। শুধু মাটি থেকে টানে। এ কারনে বাতাস থেকে নাইট্রজেন ধরে এনে একে সার করে মাটিতে প্রয়োগ করতে হয়।