Post# 1523923183

17-Apr-2018 5:59 am


Periodic Table এর সব element এর নাম ছাত্রদের মুখস্ত।

কিন্তু মাটি পাথর কি দিয়ে তৈরি? পৃথিবীর বুকের অধিকাংশ উপাদান কি?


উত্তর হলো : সিলিকন আর এলুমিনিয়াম।

প্লাস মেটেলগুলো অক্সাইড হিসাবে থাকে বলে অক্সিজেন প্রচুর। ভূ পৃষ্ঠের এলিমেন্টের অর্ধক হলো অক্সিজেন।


Interestingly বাতাসে নাইট্রজেনের পরিমান সবচেয়ে বেশি, মাটিতে কম। গাছ বড় হবার জন্য নাইট্রোজেন লাগে, কিন্তু গাছ বাতাস থেকে নাইট্রোজেন টানতে পারে না। শুধু মাটি থেকে টানে। এ কারনে বাতাস থেকে নাইট্রজেন ধরে এনে একে সার করে মাটিতে প্রয়োগ করতে হয়।

17-Apr-2018 5:59 am

Published
17-Apr-2018