Post# 1522918215

5-Apr-2018 2:50 pm


বাসার ম্যনেজার চাকরির ব্যপারে :

ইনশাল্লাহ আজ রাতের মাঝে আপনার কাছে জানতে চাইবো

১। আপনি এখন কি ঢাকা শহরে আছেন?
২। আপনার পরিবার কোন জেলায় থাকেন?
৩। আপনার লেখাপড়া ও কাজ নিয়ে কিছু জানান। দুই লাইনে।

এই তিনটা প্রশ্নই। যাদের সাথে চ্যট হয়েছে তারা উত্তরটা এখনই দিয়ে দিতে পারেন। অথবা আমি চ্যট উইনডোতে জিজ্ঞাসা করে জেনে নেবো।

এর পর বাছাই করা ৬-৭ জনের সংগে আগামি শনি বার ইনশাল্লাহ দেখা করবো। আগামি সপ্তাহের মাঝে ইনশাল্লাহ সিলেকশন।

সবাইকে ধন্যবাদ যোগাযোগের জন্য।

_______
কিছু প্রশ্ন এর উত্তর, যেগুলো ইনবক্সে পাচ্ছি :

"লোক ভাড়া করে কাজ করাতে হবে বলতে কি বুঝিয়েছেন?"

যেমন পানির মটর নষ্ট হলো -- লোক ভাড়া করে ঠিক করালেন।
কোনো ফ্লাট রং করাতে হবে -- লোক ভাড়া করে করালেন।

এর বাইরে handyman work বলে একটা কথা আছে। ছোটখাটো কাজ নিজে নিজে করা। এগুলো শিখে নিতে হবে বা আমি নিজে করে দেখিয়ে দেবো।

যেমন, নষ্ট সুইচ বদলানো। দেয়াল ড্রিল করা।

"রেগুলার টাইম আছে? সারাক্ষন CCTV মনিটর করতে হবে?"

সারাক্ষন না। বরং যখন বাসায় আছেন ততক্ষন। আপনার বেডরুমে লাগানো থাকবে গ্যরেজ আর সিড়ির সিসি ক্যমেরার মনিটর। যখন চোখ পড়বে দেখতে পারবেন।

    Comments:
  • বাকি যোগ্যতাগুলোর উপর নির্ভর করে।
  • জামানত নিচ্ছি না। বরং যাকে নিবো তাকে এডভান্স বেতনের টাকা দিয়ে নেবো ইনশাল্লাহ।
  • আপনােক ইনবক্স করেছি।
  • আপনি ইনবক্সে দেখেন।
  • More probably syphilis, not gonorrhea.

5-Apr-2018 2:50 pm

Published
5-Apr-2018