Post# 1522836381

4-Apr-2018 4:06 pm


বাংলাদেশে প্রতি বছর ১০০ জন জলাতংকে মারা যায়। সবগুলো কুকুরের কামড়ে।

বৃটিশ আমল থেকে এই দেশের রাস্তার কুকুর সরকারি ভাবে প্রতি বছর মেরে ফেলা হতো। যুগ যুগ ধরে এটা চলে এসে, এখন এই নিয়ম বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে। তাই দেশে কুকুরের সংখ্যা অনেক বেড়েছে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে এটা আরেকটা আযাব এ জাতির উপর। আমাদের সম্মিলিত গুনাহর কারনে।

লক্ষ্য করবেন :

- সুস্থ কুকুর মানুষকে সাধারনতঃ কামড়ায় না। কুকুরের জলাতংক হলেই সেটা কামড়ায়।
https://www.youtube.com/watch?v=3rUTwDYoPDI

- জলাতংকের লক্ষন দেখা দিলে চিকিৎসা নিয়ে লাভ নেই। এর পর রোগি মারা যাবে ১৪ দিনের মাঝে ধুকে ধুকে।

- কুকুর কামড় দিলে সংগে সংগে এ কারনে টিকা নিতে হয়।

- ভাইরাস রোগির মগজে আক্রমন করবে। গলা জিহ্বা পেরালাইসিস করে দেবে। পানি খেতে পারবে না। যদিও প্রচন্ড পিপাসা। পাগলের মত আতংকিত অস্থির থাকবে মগজে ভাইরাস ধরেছে বলে। এই অবস্থায় তাকে বিছানায় বেধে রাখা হয়। এর পর পুরো শরির পেরালাইসিস হয়ে যাবে, কিন্তু রোগি মারা যাবে না। এর পর কমায় যাবে। এর কিছু দিন পর মৃত্যু।

বাংলাদেশের এক রোগি :
https://www.youtube.com/watch?v=EAUBGRpyq2c

বিদেশের এক রোগির মৃত্যু :
https://www.youtube.com/watch?v=-moG6JDmJdc

4-Apr-2018 4:06 pm

Published
4-Apr-2018