বাসার মেনেজারের ব্যপারে :
এখনো কাউকে সিলেক্ট করি নি। মূল কাজ ছিলো আমানতদারী যেটা ভালো পরিবারের কেউ না হলে করতে পারবে না বলে আমার বিশ্বাস ছিলো। এজন্য ভালো ফেসিলিটিজ অফার করেছিলাম।
কিন্তু ভালো পরিবারের কেউ এই চাকরিটা নিতে রাজি না যদিও অনেকজনকে অফার করেছি। তাই নতুন করে ভাবছি।
এই মুহুর্তে কারো সাথে সাক্ষাত করছি না। তাই এগুলো নিয়ে "দেখা করেন" "কথা বলেন" রিকুয়েষ্ট করবেন না প্লিজ।
তবে কারো পরিচিত কেউ জানা থাকলে ইনবক্স করতে পারেন কিছু ডিটেলস। আমি পড়ে যদি মনে করি উনি আসতে পারেন তবে উনার সাথে কথা বলবো ইনশাল্লাহ।
আমানতদারি বাদ দিলে আমি দেখবো বাসার কত পার্সেন্ট কাজ উনি নিজে করতে পারবেন সেটা।
এক্সপেরিয়েন্স থেকে বলছি :
- ঢাকার বাইরে কাউকে রেফার করে লাভ নেই। না উনার সাথে আমি সময় করে দেখা করতে পারবো। না উনাকে কাজ দিলে উনি এখানে এসে পরিবেশের সাথে ম্যচ করতে পারবেন।
- চাপে বা কষ্টে পড়ে কেউ নিজের অপছন্দের কাজে রাজি হলেও সে কাজটায় আগ্রহ পাবে না। তাই "করতো না কিন্তু প্রচন্ড বিপদে পড়ে করছে", এমনদের আপাততঃ বাদ রাখছি।
- এই মুহুর্তে আমানতদ্বার কাউকে পাওয়া যাবে না ধরে নিয়ে, কে কাজ করতে পারবে এটাতে ফোকাস দিচ্ছি।