Quote: "তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা ও অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। এর পর ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহকে নিয়ে জীবনযুদ্ধে নেমেছিলেন একুশ বছরের এই এতিম। কখনও খালার বাসায় থেকে, কখনও টিউশনি করে ও কাজ করে নিজে পড়াশোনা করেছেন এবং দুই ভাইকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন।"
এতটুকুই জানতে চেয়েছিলাম। এর পর আর দুঃখ নেই।
"কদর" লিখা হয়ে গিয়েছে আমাদের জন্মের আগে।
রিজিকের কিছু বাকি থাকতেও কারো মৃত্যু হবে না।
যেটা আমরা জানি না, তা হলো এর পর জান্নাতে থাকবো নাকি জাহান্নামে।