Post# 1523801095

15-Apr-2018 8:04 pm


অ়ধিকাংশ সময়ে আমরা ছোট এক মাসলায় এত ব্যস্ত হয়ে যাই।
এত কেন্দ্রভূত হয়ে যাই।
এত obsessed হয়ে যাই।
এত কঠোর ভাবে সেটা পালন করি।
যারা করে না তাদের প্রতি এত কঠোর আচরন করি।
এই এক মাসলার উপর মুসলিমদের দলে দলে বিভক্ত করে ফেলি।

যে ইখলাস, তাকওয়া, নম্রতা, কান্না, নেক আমল, সৎ ব্যবহার সব গৌন হয়ে যায়।

পথ সোজা ছিলো। কিন্তু কেন যেন আমি বক্রতাকে পছন্দ করি।
বাকা রাস্তায় চলতে পারাকে নিজের স্পেশালিটি মনে করি। আমার ক্রেডিট।

নিঃসংগতাকে মনে করি নিজের স্রেষ্ঠত্ব।

অথচ সোজা পথটাই শ্রেষ্ঠ ছিল।
যেখানে deep thought করতে হয় না।
High level এ চিন্তা করতে হয় না।

কোটি লোক তাদের কম আর বেশি বুদ্ধি নিয়ে যে পথে চলতে পারে।

15-Apr-2018 8:04 pm

Published
15-Apr-2018