বেশি কথা বললে এখন ফাদে পড়তে হবে। চারদিকে আবার ঢোল বাজছে। তাই শুধু লাইক শেয়ার দিয়ে একটিব থাকলাম।
এই আর্টিক্যলের কোটেশন -- "পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলাভাষী মানুষের সিংহভাগ যেহেতু মসুলমান সেহেতু এ উৎসব থেকে তাদের দূরে থাকার সুযোগ নেই। বাংলা নববর্ষকে কেন্দ্র করে শরিয়তের বৈধ সীমায় আনন্দ-উৎসব করা দোষের নয়। ..."
তো? এইটা শেয়ার করার কি হলো? এরকম কত আর্টিক্যল আছে!
শেয়ার এর লিখকের জন্য। নামটা দেখলে যারা চিনবেন।
But let me give him some break. উনি হয়তো সরল মনে লিখেছেন। আমাদের মত এত টুইস্টেড চিন্তা ভাবনা না করে।
Anyway. আমি জীবন রাস্তার শেষ প্রান্তে পৌছে গিয়েছি।
সমস্যা ইয়ংদের জন্য যারা এগুলোর মাঝে বড় হবে।
যাদের পথ সামনে পড়ে আছে।
http://www.bd-pratidin.com/editorial/2018/04/13/322075
http://www.bd-pratidin.com/editorial/2018/04/13/322075
- Comments:
- ^ আমার কথা ছিলো তকফিরিদের ফিল্টার মতে যে কাউকে কাফের প্রমান করা অল্প ক্ষনের ব্যপার। উথমান রা: পর্যন্ত কাফের ছিলেন তাদের হিসাবে। সেই আইডলজি এখনো চলছে। এবং উথমান রা: থেকে উত্তম লোক আর সামনে আসবে না।