Post# 1522813802

4-Apr-2018 9:50 am


অসৎ কাজের নিষেধ :

  • একটা লিমিট আছে। এর থেকে ছোট অসৎ কাজ হলে নিষেধ করবো না। যদিও সেটা অসৎ। যেমন "মাকরুহ কাজ কেউ করলে নিষেধ করবো না। শুধু হারাম হলে করবো।"

    - দায়িত্ব দেখার বিষয় আছে। যেটা আমার দায়িত্বের মাঝে পড়ে না সেটা অসৎ কাজ হলেও নিষেধ করবো না। যেমন "পাশের বাড়ির বৌ তার জামাইয়ের সংগে ঝগড়া করে।" -- এখানে আমার কোনো দায়িত্ব নেই।

    - সন্দেহ জনক বিষয়ে। আমি নিশ্চিৎ জানি না কাজটা হারাম কিনা।

    - মাত্রা আছে। নিষেধ করাটা এত শক্তি দিয়ে করলো যে নিষেধকারী জালেম হয়ে গেলো।


    পলিটিক্যল একটিভিস্টরা, যারা ক্ষমতা চায়। তারা আপনাকে অসৎ কাজের নিষেধ এমন করে বুঝাবে যে উপরের সব লিমিট মাত্রা অতিক্রম করবে।

    এর পর বলবে এটা আপনার কর্তব্য। সাহাবা কিরামগন করে গিয়েছেন। এগুলো না করলে আপনি মুসলিম থাকবেন না। "হাশরের মাঠে গিয়ে আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিবেন?" এর পর "খোদার কসম এই না করলে ....." বলে তার ধারনাপ্রসুত কিছু জিনিস কসম খাবে আপনাকে ইমোশেনালি মেনিপুলেট করার জন্য।


    আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি।
    ইয়ংদের সেই এক্সপেরিয়েন্স নেয়া এখনো বাকি আছে।
    তারাও দেখে দেখে শিখবে ইনশাল্লাহ। ঠেকে।

    4-Apr-2018 9:50 am

  • Published
    4-Apr-2018