কর্পোরেট চাকরিতে ইন্টারভিউ :
"আপনাকে পরে জানাবো" : কথাটার অর্থ আপনাকে আমরা সিলেক্ট করছি না চাকরির জন্য। মুখের উপর "আপনাকে নিচ্ছি না" বলাটা অভদ্রতা ধরা হয় যেহেতু। এবং অনেকে "না" কথাটা গ্রহন করতে পারে না। তর্ক আরম্ভ করে "কেন নেবেন না?" এই ঝামেলা দূর করার জন্য এই টেকনিক।
আপনাকে নিচ্ছি না কথাটা কর্পোরেট জবে প্রায় কখনোই বলা হয় না। ৫% ক্ষেত্রে কেউ জানালেও ইনডাইরেক্টলি পরে মেইল করে বা চিঠি দিয়ে জানিয়ে দেয়। মুখের উপর না।
এর উপর ভিত্তি করে এই meme.
- Comments:
- ^ কোনটা বলা?