শুক্রুবার সুরা কাহাফ :
সুরা কাহাফের ৪টা ঘটনার ৩য় ঘটনা হলো হযরত খিজির আঃ এর সাথে মুসা আঃ এর সাক্ষাৎ এর ঘটনা।
এই একটা ঘটনা থেকে বহু জনকে বহু কিছু ডিডাকট করতে দেখেছি।
আগে বলে নিচ্ছি হানাফি মতে খিজির আ: নবী রসুল ছিলেন না।
সালাফি মতে উনি নবী ছিলেন।
আমি হানাফি মত অনুসরন করে নিচেরগুলো লিখছি।
১। নবী না এমন কারো এমন ইলম থাকতে পারে কিনা যেটা আল্লাহ তায়ালা নবিকে দেন নি।
২। "ইলমে লাদুন্নি" বা এই ধরনের যে টার্মগুলো সুফিদের মাঝে প্রচলিত আছে সেগুলো ঠিক কিনা।
৩। সেই ইলম এত স্পষ্ট নিশ্চিৎ এবং সরাসরি আল্লাহ প্রদত্ত হয় কিনা যে সেটার উপর একটা ছেলেকে হত্যা করে ফেলা যায়।
৪। ইলমে গায়েব আল্লাহ তায়ালা নবী ছাড়া অন্য কাউকে দেন কিনা।
৫। এই ধরনের গায়েবের ইলম বহনকারী দুনিয়াতে আরো লোক আছেন কিনা।
বহু প্রশ্ন। উল্টো পাল্টা ব্যখ্যা টেনে বিশ্বাসের দরজা খুব বেশি খুলে দিলে পথভ্রষ্ট হওয়ার আশংকা আছে। আবার সব দরজা বন্ধ করে অস্বিকার করা আরম্ভ করলেও পথভ্রষ্ট হওয়ার আশংকা আছে।
বিভিন্ন দল-মত তাদের নিজস্ব ব্যখ্যা নিয়ে আসছে আসবে। কিন্তু কোনো একটা ব্যখ্যা যত সলিড হোক না কেন, তার বিপরিতে ভিন্ন আরেকটা ব্যাখ্যা থাকতে পারে একই রকম সলিড।
তাই আমার স্ট্রেটেজি হলো : বেশি ব্যখ্যা খুজো না। নিজে কিছু বুঝে নাও। আর দেখতে থাকো।
কিছু প্রশ্ন তুলেছি। যার উত্তর দেই নি। তাই এটাকে ফিতনাময় পোষ্ট বলা যায়। সরলমনারা স্কিপ করে যান।
গভীর চিন্তা করা দ্বিন বুঝার জন্য শর্ত না।