Post# 1524182318

20-Apr-2018 5:58 am


জাকাত :


স্বর্নের ভরি এখন ৫১ হাজার টাকা। কিন্তু আপনার বাসার পুরানো স্বর্ন সম্ভবতঃ "সনাতন", সে ক্ষেত্রে এর দাম হবে অর্ধেক, ২৬ হাজার টাকা।

https://www.priyo.com/articles/find-out-the-new-rates-of-gold-and-silver-201803201035/

এখন বিক্রি করতে গেলে যে দাম পাবেন তার উপর হিসাব।

জাকাতের জন্য ৭.৫ ভরি স্বর্ন থাকতে হবে। সংগে ক্যশ থাকলে হিসাব ভিন্ন। যেগুলো সংক্ষেপে লিখছি বলে এখানে ব্যখ্যা করলাম না।


দেশে "ক্যডমিয়াম রূপার" দাম ১০০০ টাকা ভরি। কিন্তু ক্যডমিয়াম রূপার নামে দেশে যা বিক্রি করে সেটা রূপা না। বরং "ক্যডমিয়াম" নামে অন্য একটা মেটেরিয়াল। যেটা দেখতে রূপার মত। এবং বিদেশে রূপার সাথে ভেজাল হিসাবে এটা মেশানো হয়।

যেমন কিছু দিন আগে পর্যন্ত পিতল বিক্রি হতো স্বর্নের নামে। এবং যে কারনে এখন "সনাতন" স্বর্নের দাম আসল স্বর্নের অর্ধেক। সেগুলোতে স্বর্ন ধরেন ১৫-২০% থাকে। বাকি সব পিতল।

তবে দেশে খাটি রূপার দাম কত? জানা নেই। কারন গত ১ বছর ধরে খুজে আমি ধারনা করছি দেশে এই মুহুর্তে শুধু রূপার কোনো বাজার নেই। বেচা কেনা নেই। যা বিক্রি হচ্ছে সেটা হলো ক্যডমিয়াম। এজন্য একে বলে "ক্যডমিয়াম রূপা"। যেখানে কত পার্সেন্ট রূপা সেটা নিশ্চিৎ না। এবং সম্ভবতঃ রূপা প্রায় নেই। পুরোটা ক্যডমিয়াম।


তবে দিরহামের হিসাব কি করে করবো? দিরহাম হিসাব করতে হয় রূপা দিয়ে। যেমন নিসাব ২০০ দিরহাম। মহরে ফাতেমি ৫০০ দিরহাম।

এক দিরহাম এক ভরির চার ভাগের একভাগ প্রায়।

সমাধান হলো বিদেশে রূপার দাম কত সেটা দেখা। অন্য কারো যদি অন্য ভালো বুদ্ধি থাকে তবে জানাতে পারেন।

    Comments:
  • ^ এর পরও বিক্রি দাম নিতে হবে কারন বিক্রি করতে গেলে যা পাবেন সেটাই পন্যের আসল দাম। কেনার সময় ব্রেন্ড, মজুরি হাবি জাবি অনেক কিছুর দাম ধরে বাড়ায়। যদিও এটা ঘোষনা করে না। ইমপ্লাইড।

    স্বর্নকার আপনার কাছ থেকে ভেজাল স্বর্ন বেশি দামে কিনবে না। কিন্তু আপনার কাছে বিক্রি করার সময় বেশি দাম চাইবে।

    বাসায় পিতল রেখে এর উপর জাকাত দেবার মানে নেই। স্বর্নের দামে পিতল কিনলেও।

  • এখানে সমস্যা হলো রাসুলুল্লাহ ﷺ থেকে এর উপর একটা হাদিস বর্নিত আছে যেটা বহু কিতাবে এসেছে। সেখানে উনি এই ঘটনা বর্ননা করেছেন। কিন্তু সেখানে খিজির আ: ফিরিস্তা এমন কিছু বলেন নি। ঐ হাদিস না হলে এই ব্যক্তির নাম যে খিজির সেটাও আমার জানতাম না।
  • ^ হানাফি মাজহাব অনুযায়ি করলে রূপা দিয়ে নিসাব হিসাব করতে হবে। তাতে এখন ৫০ হাজার টাকার মত হয়।

20-Apr-2018 5:58 am

Published
20-Apr-2018