[ কিছু বলার নেই। Following the trend. ]
খবর :
১৪ এপ্রিল শনিবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের সব মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।
এদিকে দেশের সব স্কুল-কলেজেও মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গত বছর থেকে বর্ষবরণের আয়োজনে এ শোভাযাত্রা শিক্ষাপ্রতিষ্ঠানেও বাধ্যতামূলক করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রশাসন) মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে মাদরাসাগুলোতে এ নির্দেশ দেওয়া হয়।
মাদরাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।
ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করায় বিষয়টি গুরুত্বসহ উদযাপনের নির্দেশ দেওয়া হলো।
- Comments:
- http://ourislam24.com/2018/04/12/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0/
- https://www.facebook.com/ArefinHizbullah06/posts/1021866677961017