Post# 1524105799

19-Apr-2018 8:43 am


৮০র দশকের প্রথম দিকে এদেশের ইসলামিষ্টরা একুশের প্রভাত ফেরির বিরোধি ছিলো :


ইসলামিষ্ট বলতে তখন বুঝাতো মোল্লা-মৌলভি। তাদের মতে খালি পায়ে হেটে গিয়ে, একটা পবিত্র বেদিতে উঠে ফুল দিয়ে, পাথরের মিনারের সামনে মাথা নিচু করে দাড়িয়ে থাকা ইসলাম বিরোধি।

এর পর ২০০০ এর দিকে ইসলামি রাজনৈতিক দলগুলো এটাকে গ্রহন যোগ্য করে তোলে, আপত্তিকর কিছু নেই বলে এবং ইসলামি নেতারা নিজেরাই এই কাজগুলো করা আরম্ভ করে।

এখন এই যুগে ঐ বিরোধিতার ৫% ও বাকি নেই। কেউ বিন্দু মাত্র আপত্তি জানালে সে প্রায় সর্ব সম্মতিক্রমে দেশ বিরোধি ও ধর্মের অপব্যখ্যাকারী।


২০১০ দশক। এখন মঙ্গল শোভা যাত্রাকে বলা হচ্ছে ইসলাম বিরোধি। যদিও অল্প সংখ্যক হলেও কিছু কিছু মাওলানা মুফতি এগিয়ে আসছেন ফান্ডামেন্টলি নববর্ষ উদযাপনে ইসলাম বিরোধি কিছু নেই প্রমান নিয়ে। একে প্রমোট করার জন্য।


এর পর আরো ৩০ বছর পর মঙ্গল শোভাযাত্রা সমাজে কতটুকু ইসলামিকেলি গ্রহনযোগ্য হয়ে উঠে সেটা দেখার অপেক্ষায়।

19-Apr-2018 8:43 am

Published
19-Apr-2018