Facebook Posts - November 2015

1-Nov-2015 9:05 pm


ক্লাসিক :-P
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • মাক্কী, মাদানী, বাগদাদী, নিশাপুরী --- এগুলো খেলে পোকা হবে?

1-Nov-2015 9:05 pm

2-Nov-2015 10:28 am


"আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যাঁরা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যাঁরা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।"

- নিহত প্রকাশকের পিতা

"মার্কেটের ১ম তলায় গদ্যপদ্য প্রকাশনীতে মালিক আছে কিনা জানতে চাইলে চমকে যান হাবিবুর রহমান নামের দোকানের ম্যানেজার। চেহারায় স্পষ্ট হয়ে ওঠে আতঙ্কের ছাপ। অবস্থা দেখে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি কিছুটা আশ্বস্ত হন।"

- নিউজ, আতঙ্কে প্রকাশকরা

"আমরা দেশকে বিভক্ত করে দিয়েছি। আমরা দুই পক্ষেই আমাদের সন্তানদের হারাতে থাকব। আমরা কাঁদতে ভুলে যাব। নিজ নিজ সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাব, আর সন্তানের রক্তে আমাদের শরীর ভিজে যাবে। আমি দেখছি, বিভক্ত ও দ্বিখন্ডিত বাংলাদেশে দুই দিক থেকে দুটো মিছিল গোরস্থানের দিকে যাচ্ছে"

- ফরহাদ মজহার

2-Nov-2015 10:28 am

2-Nov-2015 11:40 am


উপার্জন ও খরচের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত।
হাদীসে এরই শিক্ষাদান করা হয়েছে,
‍"তোমরা দুনিয়া সন্ধানে মধ্যপন্থা অবলম্বন কর। মনে রেখ প্রত্যেকের জন্য তা থেকে যা বরাদ্দ রাখা হয়েছে, সে কেবল তাই পাবে।"
(মুসতাদরাকে হাকেম, হাদীস : ২১৩৩; মুসনাদে বাযযার, হাদীস : ১৬০২)

এবং আরো বলা হয়েছে,
"ঐশ্বর্য অর্থ-সম্পদের প্রাচুর্যে হয় না। মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য।"
(সহীহ বুখারী, হাদীস : ৬৪৪৬, সহীহ মুসলিম, হাদীস : ১০৫১)

আয়ের মত ব্যয়ের ক্ষেত্রে রয়েছে মধ্যপন্থার নির্দেশ। ইরশাদ হয়েছে,
(দয়াময় আল্লাহর বান্দা তারা ...) এবং যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়। (ফুরকান : ৬৭)

আরও ইরশাদ হয়েছে,
"(কৃপণতাবশে) নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখ না এবং (অপব্যয়ী হয়ে) তা সম্পূর্ণ খুলেও রেখ না। যদ্দরুণ তোমাকে নিন্দাযোগ্য ও নিঃস্ব হয়ে বসে পড়তে হবে।" (বনী ইসরাঈল : ২৯)

মোটকথা কার্পণ্যও নয় ও অপব্যয়ও নয়। বরং সুচিন্তিতভাবে যেখানে যা প্রয়োজন তা ব্যয় করাই ইসলামের নির্দেশ। এটাই মধ্যপন্থা। এভাবে চললে উপার্জনে বরকত হয় ও অর্থকষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না।"
(মুসনাদে আহমদ, হাদীস : ৪২৬৯ তবারানী কাবীর, হাদীস ১০১১৮; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস : ৬১৪৯)

(collected)

2-Nov-2015 11:40 am

2-Nov-2015 12:42 pm


চার দিকে আজ কোটেশনের ছড়াছড়ি কোনটা রেখে কোনটা সেভ করবো বুঝতে পারছি না। আওয়ামিলিগের হানিফের অমর উক্তি? অভিজিতের স্ত্রীর উক্তি?

দ্বিতীয় মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিলো শাহবাগ থেকে। আজ তিন বছর। এখনো চলছে।

ব্যড নিউজ ইজ, বিজয়ের পতাকা সবসময় এক দলের হাতে থাকে না। এটা পেন্ডুলামের মত ভালো দল, মন্দ দল দুই দিকেই দুলতে থাকে।

এখন অন্য পক্ষের বিজয়ের একটা খবরের প্রত্যাশায় আছি।

এই পৃথিবীতে ভালো জিনিষ ক্ষনস্থায়ি হয়। পৃথিবীর শেষ হলো ধ্বংশে।

2-Nov-2015 12:42 pm

2-Nov-2015 7:29 pm


Another nuclear fusion reactor, and this one won't be producing power either. It's only for running scientific experiments.

Fusion reactors, in contrast to fission reactors, don't produce any radioactive byproduct. But the technology, though possible in theory, never worked in any man made machine.

I had high hopes in the 80s that humans would be producing fusion power by 2020, but that isn't going to happen. Another failed future prediction.

http://www.businessinsider.my/germany-is-turning-on-its-monster-stellarator-2015-10/#XatTZIGGq5yYDLWh.97

2-Nov-2015 7:29 pm

2-Nov-2015 8:23 pm


বাচ্চাগুলো এসে জিজ্ঞাসা করলো "বাবা, কালকে কি স্কুল হবে?" যদি বলি "না।" তাহলে তারা হাত তুলে নাচতে থাকবে। আগে স্কুলে ফোন করলে বলে দিতো কালকে স্কুল হবে কি হবে না। কিন্তু এখন পলিটিক্যলি সেইফ থাকার জন্য সরাসরি বলে না। বলে "হরতাল হলে স্কুল বন্ধ থাকবে।"।

তাই ইমরান সরকারের দিকে তাকিয়ে ছিলাম জানতে কালকে বাচ্চাদের স্কুল হবে কি হবে না।

হরতাল নিশ্চিৎ হয়ে বললাম, "কালকে বন্ধ।" এবং বাচ্চাগুলো তাদের রুটিন মত হো...ও....ও আরম্ভ করেছে।

হরতাল ডাকার দরকার পড়লো কেন? শাহবাগের কি হলো? সেখানে অন্দোলন ও মিটিং এর কি হয়েছে? সেগুলো জমছে না কেন? রিসেন্টলি কেউ ট্রাই করেছিলো?

মনে পড়লো ট্রাই করেছিলো। মানুষ্যবিহীন ময়দানে ছয়টা মাইক ছয়টা বেনারের আন্ডারে তিন দিন বাজার পর পুলিশ সবগুলো তুলে দিয়েছিলো।

জায়গাটার নাম আর প্রজন্ম চত্বর হতে পারলো না। লোকগুলোর নাম বরং শাহবাগী হয়ে গেলো।

And quiet flows the Don.

2-Nov-2015 8:23 pm

2-Nov-2015 10:03 pm


A bit of photoshop and ended up with this.

2-Nov-2015 10:03 pm

2-Nov-2015 10:39 pm


সৌদি আরবে প্রচন্ড শিলাপাত আর বৃষ্টি। এবার হজ্জের সময়ও কিছু শিলা বৃস্টি হয়েছিলো। কিন্তু এখন যে রকম শিলা বৃস্টি থেকে বন্যা হচ্ছে সেটা খুবই রেয়ার। হয়তো এই প্রথম।

https://www.youtube.com/watch?v=heXYtvaNVDg

2-Nov-2015 10:39 pm

3-Nov-2015 7:07 am


Those were the days. যখন পিচ্চিটা ইন্টারেস্টিং সব কিছু এনে আমাকে দেখাতে পছন্দ করতো। Just to get some appreciation, or simply to see me happy.
    Comments:
  • বান্দা যখন কোন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কাল দাগ পড়ে:
    সহিহ আত্ তিরমিজি
    কুরআন তাফসীর অধ্যায়
    অধ্যায় ৪৭
    হাদিস ৩৩৩৪
    حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ : ( كلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ ) " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
    কুতায়বা (র) আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ বান্দা যখন কোন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কাল দাগ পড়ে। পরে যখন সে গুনাহ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে তখন তার হৃদয় উজ্জ্বল হয়ে যায়। কিন্তু সে যদি পুনরাবৃত্তি করে তবে কাল দাগ বৃদ্ধি পায়। এমনকি তার হৃদয়ের উপর তা প্রবল হয়ে উঠে। এই আবস্থাটিকেই আল্লাহ তা’আলা রা’ন (মরচে পড়া) বলে উল্লেখ করেছেন। (..)
    كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
    কখনও নয়,বরং এদের কৃতকর্মেও দরুন এদের হৃদয়ে জং ধরেছে। (সূরা মুতাফফিফীন ৮৩:১৪)

3-Nov-2015 7:07 am

3-Nov-2015 11:22 am


মিশরে সমস্যা বাড়ছে। ট্রেন্ডটা সেভ করে রাখলাম। মিশর ডাইরেক্ট বা ইনডারেক্ট সৌদি অনুদান নিয়ে চলে। মুরসির সময় অনুদান বন্ধ রাখার কারনে জিনিস পত্রের দাম বেড়ে যায়। জনগন বিরক্ত হয়। এর পর মুরসির পতন হয়।

কিন্তু এখন তেলের দাম পড়ে যাবার কারনে সৌদি অনুদান শুকিয়ে যাচ্ছে। মিশরের দেউলিয়া হবার আশংকা বাড়ছে। এখন তিন মাস আমদানি খরচ চালানোর মত টাকা আছে শুধু।

http://money.cnn.com/2015/11/02/investing/egypt-cash-crunch-oil/

3-Nov-2015 11:22 am

3-Nov-2015 4:39 pm


ঢাকায় সূর্যাস্ত।

3-Nov-2015 4:39 pm

3-Nov-2015 6:51 pm


To,

The one, যে বলে আমি নাকি "সস্তা" লাইকের জন্য ফেসবুক করি।

লাইকের জন্যই যদি আমি ফেসবুক করতাম তবে আমার পোস্টগুলো হতো এরকম :-P

    Comments:
  • শোক আর সংকটের দিনগুলো ইনশাল্লাহ দ্রুত কেটে যাবে। কিন্তু এর পর ভবিষ্যতে এই দিনগুলোই আপনার সুখ সৃতির মত সম্পদ হিসাবে জমা রয়ে যাবে।
  • At first I thought I was looking at a movie poster.

3-Nov-2015 6:51 pm

4-Nov-2015 7:42 am

4-Nov-2015 2:58 pm


The best and most accurate analysis of what's happening in Bangladesh. Written by David Bergman.

There are two groups in action. Though both are in killing spree, they are not related with each other and their motives and targets are quite different.

Every time some of them are caught, I start to believe it's over. They are gone. Untl the tide hits with a greater force the next month.

http://bangladeshpolitico.blogspot.com/2015/11/eleven-things-you-need-to-know-about.html

    Comments:
  • More like: "it was formed 3.2 bllion years ago instead of 3.1". Which is ground breaking for "future scientific discoveries".

4-Nov-2015 2:58 pm

5-Nov-2015 9:19 am


১। NYT: "ভীতি অর নিস্তবদ্ধতা নেমে এসেছে বাংলাদেশে": এখানে এমন কিছু খবর এসেছে যেটা দেশের পত্রিকাগুলো সেন্সর করে দিয়েছে। যেমন মহিলা টকশো উপস্থাপিকাদের হুমকি প্রদান।
http://www.nytimes.com/2015/11/04/world/asia/bangladesh-terrorism-ansar-al-islam.html

২। তারেক রহিমের স্ত্রী বলছে সে কানাডা থেকে এখানে আসতে পারছে না কারন সে হিন্দু, এবং এ দেশে হিন্দু মুসলিম বিয়ে টলারেট করা হয় না।
http://globalnews.ca/news/2316823/montreal-woman-pleads-for-help-after-husband-attacked-in-bangladesh/

5-Nov-2015 9:19 am

5-Nov-2015 10:35 am


আমাদের রিটা খাজের বানী চলে এসেছে।

"IS claims attack on police checkpoint in BD capital."

Local news coverage:
http://www.mzamin.com/details.php?mzamin=MTAwMDEw&s=OA==

https://twitter.com/siteintelgroup/status/662076116509716480

5-Nov-2015 10:35 am

5-Nov-2015 9:54 pm


চাকরির এপ্লিকেশনে "Desired Salary" যদি রিকোয়ার্ড ফিল্ড হয়, তবে এটা ফিলআপ করা হলো একটা বড় চ্যলেঞ্জ।

বেশি লিখলে প্রথমেই বাদ।
কম পরিমানে লিখলে, ঠকে গেলাম।

ব্যটারা আগে থেকে বলে দেয় না কেন যে এই পোস্টে এই স্যলারি?
পছন্দ হলে এপ্লাই করবো, নচেৎ না। :-D

Face palm :-/

5-Nov-2015 9:54 pm

6-Nov-2015 6:50 am


Stunt ad by Emirates Airlines, Dubai. Had it been cast in a film, I would have disbelieved it --- impossible in real word.

But the truth is, it has been shoot in the real world.

Video showing two men with jetpacks flying alongside a huge jetliner.

https://www.youtube.com/watch?v=_VPvKl6ezyc

6-Nov-2015 6:50 am

6-Nov-2015 7:03 am

  • বিএনপি পন্থি কেউ যদি আওয়ামি পরিবারের মেয়ে বিয়ে করে তবে সমস্যা হতে পারে?
  • এটা আমি জানি। নিজের সংসারে ভুক্ত ভোগী।
  • কেন? কি হয়েছে?
  • বৌ আজকে আমাকে র্রাজাকার আখ্যায়িত করে বললো "ফাকিস্তান চইলা যাও।"

    বলে ভদ্রলোক মন খারাপ করে চুপ করে গেলেন :-P

    6-Nov-2015 7:03 am

  • 6-Nov-2015 12:00 pm


    A sample resume format to write yours.

    6-Nov-2015 12:00 pm

    6-Nov-2015 10:37 pm


    আমাদের অপু ভাই লিখেছেন ট্যক্সের টাকা যারা দেন তারা সরকারের পাপের ভাগী। আমাদের পুরানো বন্ধু এম মাহবুবুর রহমান কমেন্ট করেছেন ইমাম আওলাকির মতে এই ট্যক্স দাতারা combatant ক্যটাগরিতে পড়ে।

    মনে হচ্ছে আমি ছাড়া অনলাইনের ইসলামিস্ট আর সবাই কেমন যেন একটা আইডোলজির দিকে সিফট করছেন যেটার ঘোড়া বহুদূর পর্যন্ত দৌড়ে যেতে পারে। আনচার্টেড টেরিটরিতে।

    তবে কি আমি ভুল? জানি না। তবে এতটুকু বুঝতে পারছি এটা একটা "ফিতনা"। তাই আমার জন্য চুপ করে যাওয়া ভালো।

    এখন থেকে এই টপিকের উপর আলোচনা বাদ দেবো? শুধু সাইন্স আর জোকস দেবো কমেন্টে?

    জানি না। তবে ফিতনা: Increasing.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • "No team ever diagnoses itself as mediocre."

      Habib
      President of Facebook Commentators

    • এটা প্রিন্ট করে দেয়ালে টাংগিয়ে রাখার পারমিশন আছে?
    • মাছ ধরার সামর্থ যার আছে, সে "কেউ এখনো আমাকে শিখায় নি, তাই বসে আছি" এমনটা করে না।

      একটা শ্রেনী সত্যি সত্যি চাকরি বা ব্যবসা করার যোগ্যতা রাখে না। তাদের সারা জীবন সাহায্য করে যেতে হয়।

    6-Nov-2015 10:37 pm

    7-Nov-2015 6:37 pm


    Foreign news articles covering Bangladesh.

    NY Times: Bangladesh on the Brink
    http://www.nytimes.com/2015/11/05/opinion/bangladesh-on-the-brink.html
    _________
    The Economist: Fear in the shadows
    http://www.economist.com/news/asia/21678003-series-murders-puts-writers-and-bloggers-edge-fear-shadows
    _____________
    NY Times: Fear and Silence in Bangladesh as Militants Target Intellectuals
    http://www.nytimes.com/2015/11/04/world/asia/bangladesh-terrorism-ansar-al-islam.html

    এখানে এমন কিছু বিষয় উল্লেখ রয়েছে যেগুলো দেশের পত্রিকাগুলো সেন্সর করে দিয়েছে। যেমন মহিলা টকশো উপস্থাপিকাদের হুমকি প্রদান।
    ________
    Montreal woman pleads for help after extremists attack husband in Bangladesh
    http://globalnews.ca/news/2316823/montreal-woman-pleads-for-help-after-husband-attacked-in-bangladesh/

    তারেক রহিমের স্ত্রী বলছে সে কানাডা থেকে এখানে আসতে পারছে না কারন সে হিন্দু, এবং এ দেশে হিন্দু মুসলিম বিয়ে টলারেট করা হয় না।

    7-Nov-2015 6:37 pm

    7-Nov-2015 8:35 pm


    মিশরের এখন তালগোল পাকানো অবস্থা। স্পস্ট প্রমান ছিলো যে রাশিয়ান এয়ারলাইন বোমা বিস্ফোরনে পড়ে গিয়েছে। কিন্তু নিজেদের ইমেজ নস্ট হবে বলে মিশর সরকার এটা অস্বিকার করে ধামাচাপা দিতে চেয়েছে।

    এখন সবকিছু যখন বেরিয়ে এসেছে এখন তারা খড়কুটু ধরে পরিত্রান খুজছে। এদিকে একের পর এক এয়ারলাইন তাদের মিশর ফ্লাইট বাতিল করছে। বিদেশিরা আটকা পড়েছে, টুরিস্টরা কানে ধরছে আর মিশরে আসবে না।

    টুরিজমে বিশাল ধ্বস নামবে এখন। এবং টুরিজম হলো মিশরের জিডিপির ৫%। এম্পয়মেন্টের ১০%।

    7-Nov-2015 8:35 pm

    8-Nov-2015 5:04 am


    ১৯শ সালের প্রথম দিকে বিশ্বযুদ্ধের পর "আবিসিনিয়ার" নাম বদলিয়ে শাসকরা "ইথিউপিয়া" রাখে।

    আর "কন্সটানটিনোপোলের" নাম বদলিয়ে রাখে "ইস্তাম্বুল"।

    পুরানো নামগুলো হাদিস সমুহে পাওয়া যায়। ঐ নামেই এই যায়গাগুলো পরিচিত ছিলো যুগ যুগ ধরে।

    8-Nov-2015 5:04 am

    8-Nov-2015 5:11 am


    এমপিও ভূক্তির জন্য যে গরিব শিক্ষকরা ঢাকার রাজপথে না খেয়ে পড়ে আছে তাদের জন্য আমার কোনো সহানুভুতি নেই।

    তারা পাবলিকের ট্যক্সের টাকার বখরা চাচ্ছে। জনগনের সেবা করতে চাইলে নিজের পকেটের টাকা দিয়ে সেবা করুন।

    8-Nov-2015 5:11 am

    8-Nov-2015 6:41 am


    নাস্তিকদের হত্যার প্রতিবাদে যারা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তারা ঐ নাস্তিকদের পক্ষের শক্তি। আমার দল ভিন্ন।

    নাস্তিক হত্যা জায়েজ নাকি না-জায়েজ সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু তাদের হত্যা নাজায়েজ যদি ধরি, তবুও আমি তাদের হত্যায় দুঃখিত না।

    চাপাতি যার যার হলেও, আনন্দ সবার। এক্ষেত্রে সরকারের সাথে আমি একমত।

    8-Nov-2015 6:41 am

    8-Nov-2015 8:59 pm


    কিছুদিনের জন্য ইন্টারনেট বন্ধ করা হতে পারে। অসম্ভব? আমি বোধ হয় ভুলে গিয়েছি যে ৮/১০ বছর আগে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিয়েছিলো সরকার।

    http://onlinebangla.com.bd/post/13369/কিছুদিন-ইন্টারনেট-বন্ধ-রাখার-ইঙ্গিত-প্রধানমন্ত্রীর

    8-Nov-2015 8:59 pm

    8-Nov-2015 9:36 pm


    "ছেলে কি করে ? ছেলের কয়টা গাড়ি আছে? ছেলের কয়টা বাড়ি আছে? কয়টা ফ্যাক্টরি আছে? কত সম্পত্তি আছে?
    বিয়ে করার জন্য এগুলোই চাহিদা থাকে!
    ছেলে নামাজ পড়ে কি না,তার চরিত্র ভাল কি না, আল্লাহকে ভয় করে কি না,হালাল রোজগার করে কি না, এসব কেউ গুরুত্ব দেয় না!" -- নাজনিন আক্তার হ্যপির স্টেটাস।

    নিজের পিঠে নিজেকে মারতে ইচ্ছে করছে। ফেসবুকের আর সবার মত এই আইডির ফলোয়ার আমি হয়েছিলাম জাস্ট তামাশা দেখার জন্য।

    এখন দেখছি আল্লাহ তায়ালা আমার কাজকেই তামাশা বানিয়ে আমার দিকে ছুড়ে দিলেন।

      Comments:
    • মোহাম্মাদে আরাবী ﷺ ? মানে কি "আরব দেশের মুহাম্মদ" ﷺ ?

      আপনি দেখি আসাবিয়... থুক্কু :-P

    • না টার্মটা ভালো। যারা বলে "আরবদেশের ___ ___ এখানে চলবে না" তাদের মুখের উপর আমিও বলি "আমি বিশ্বাস করি আরব দেশের মরুভুমিতে জন্ম নেয়া এক ব্যক্তিকে যার নাম ছিলো মুহাম্মদ", উনার উপর সালাম।
    • রাজা-বাদশাহ = বর্তমান যুগে "মন্ত্রী-মিনিস্টর"।
    • মন্তাজের বউয়ের কাছ থেকে আমাদের শেখার কিছু অনেক আছে।

    8-Nov-2015 9:36 pm

    9-Nov-2015 10:40 am


    Being the cool kid is nice. But watch your steps :-P
    This post had an attachment, which is now missing

    9-Nov-2015 10:40 am

    9-Nov-2015 11:10 am


    জীবন পথে চলার সম্বল।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    9-Nov-2015 11:10 am

    9-Nov-2015 11:50 am


    আজকে রংপুরে: মটরসাইকেলে করে এসেছে এবং টার্গেট ছিলো বাহাই সম্প্রদায়।
    আমার কনক্লুশন: হামলাকারীরা ঐ দল যাদের নাম নেয়া নিষেধ :-P
      Comments:
    • রংপুরে বাহাই সমপ্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে আজকে সকালে। আমি ধারনা করছি এটা আইএসের কান্ড।

    9-Nov-2015 11:50 am

    9-Nov-2015 5:47 pm


    "I love deadlines. I love the whooshing sound they make as they fly by."

    - Douglas Adams

    9-Nov-2015 5:47 pm

    9-Nov-2015 7:12 pm


    একবার উমার (রা) আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ ‘আমীরুল মু’মিনীন! আমি কুফা থেকে এসেছি। সেখানে আমি দেখে এসেছি, এক ব্যক্তি নিজের স্মৃতি থেকেই মানুষকে কুরআন শিখাচ্ছেন।’ একথা শুনে তিনে এত রাগান্বিত হলেন যে, সচরাচর তাঁকে তেমন রাগ করতে দেখা যায় না। তিনি ঊটের হাওদার অভ্যন্তরে রাগে ফুলতে থাকেন তারপর প্রশ্ন করেন – ‘তোমার ধ্বংস হোক! কে সে লোকটি?’

    - ‘আবদুল্লাহ ইবন মাসউদ (রা)’

    জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয়, ইবন মাসউদের (রা) নাম শুনে তাঁরও সে অবস্থা হলো। তাঁর রাগ পড়ে গেল। তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন।

    তারপর বললেনঃ ‘তোমার ধ্বংস হোক! আল্লাহর কসম, এ কাজের জন্য তাঁর চেয়ে অধিক যোগ্য কোন ব্যক্তি বেঁচে আছে কিনা আমি জানিনা। এ ব্যাপারে তোমাকে আমি একটি ঘটনা বলছি।’

    উমার (রা) বলতে লাগলেন – “একদিন রাতের বেলা রাসূল (সা) আবু বকরের (রা) সাথে কথাবার্তা বলছিলেন। তাঁরা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমিও তাঁদের সাথে ছিলাম। কিছু সময় পর রাসূল (সা) বের হলেন, আমরাও তাঁর সাথে বেরুলাম। বেরিয়েই আমরা দেখতে পেলাম, এক ব্যক্তি মসজিদে নামাযে দাঁড়িয়ে; কিন্তু আমরা তাঁকে চিনতে পারলাম না। রাসূল (সা) দাঁড়িয়ে কিছুক্ষণ তাঁর কুরআন তিলাওয়াত শুনলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেনঃ ‘যে ব্যক্তি বিশুদ্ধভাবে কুরআন পাঠ করে আনন্দ পেতে চায়, যেমন তা অবতীর্ণ হয়েছে, সে যেন ইবন উম্মু আবদের (আবদুল্লাহ ইবন মাসউদ) (রা) পাঠের অনুরূপ কুরআন পাঠ করে।’

    এরপর আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বসে দু’আ শুরু করলেন। রাসূল (সা) আস্তে আস্তে তাঁকে লক্ষ্য করে বলতে লাগলেনঃ ‘চাও, দেওয়া হবে, চাও, দেওয়া হবে।’”

    উমার (রা) বলেন, আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, আমি আগামীকাল প্রত্যুষেই আবদুল্লাহ ইবন মাসউদের (রা) নিকট গিয়ে তাঁর দু’আ সর্ম্পকে রাসূলের (সা) মন্তব্যের সুসংবাদটি তাঁকে দিব। সকাল সকাল আমি তাঁর কাছে গেলাম। গিয়ে দেখি আবু বকর সিদ্দীক (রা) আমার আগেই তাঁর কাছে পৌঁছে গেছেন এবং তাঁকে সুসংবাদটি দিয়ে ফেলেছেন। সত্যিই যখনই কোন সৎকাজে আবু বকরের (রা) সাথে আমি প্রতিযোগিতা করেছি তখন তিনিই প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছেন।

    - আসহাবে রাসূলের জীবনকথা, ১ম খন্ড/মুহাম্মাদ আবদুল মা’বুদ/বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা

    (collected)

    9-Nov-2015 7:12 pm

    9-Nov-2015 8:10 pm


    Problem I faced 5 years ago :-P
      Comments:
    • এক সময় ঐ মসজিদে জুম্মার নামাজ পড়তাম। কিন্তু এখন উনি ওখানে অনেক কম সময় দেন বলে আর যাই না।
    • বাচ্চাদেরকে ভায়োলেন্স শিখাচ্ছে তানভির ভাই :-P

    9-Nov-2015 8:10 pm

    10-Nov-2015 6:29 am


    মগ বলতে বার্মিজদের বুঝাতো। মগের মুল্লুক মানে বার্মা। মগের মুল্লুকে এবছর থেকে গনতন্ত্র চালু হলো।

    বৃটিশ আমলে সম্ভবতঃ ১৮৬০ সালের দিকে বাংলাকে দুইভাগে ভাগ করা হয় ধর্মের উপর। কলকাতা সাইডটা হলো হিন্দুদের পশ্চিম বাংলা। আর রাজশাহী থেকে এই দিকটাতে মুসলিমদের পূর্ব বাংলা।

    মগের মুল্লুকে গণতন্ত্র আসলেও, আমাদের পূর্ব বাংলায় গনতন্ত্র সরিয়ে এখন ফ্যসিবাদ এসেছে।

    অভিযোগ করছি না। আল্লাহ তায়ালা যে প্রশ্নপত্র দিয়ে যে এলাকার মানুষকে যখন পরিক্ষা করতে চান উনি করেন। "প্রশ্ন কেন কঠিন হলো" এই অভিযোগ না করে পরিক্ষার উত্তর লিখার দিকে মনোনিবেশ করা উচিৎ।

      Comments:
    • আমি ধরে নিচ্ছি আমর পরিবার ছাড়া আর কারো কাজের দায়িত্ব আমার উপর নেই।

    10-Nov-2015 6:29 am

    10-Nov-2015 6:32 pm


    কুমিল্লা গিয়েছিলাম। ফেরার সময় দেখি স্থানে স্থানে চেক পোস্ট। গাড়ি থামালো, আমার চেহারা দেখে ছেড়ে দিলো।

    ফিরে এসে খবরে দেখি ঢাকা ক্যন্টনমেন্টের পাশে মিলিটারি পুলিশ ছুরিকাহত।

    শেষ হলো? নাকি আরো ঘটনা আছে সামনে?
    জানি না।

    10-Nov-2015 6:32 pm

    10-Nov-2015 8:29 pm


    ‘কে হবে আমাদের পরবর্তী টার্গেট’ এ শিরোনামে প্রকাশিত ওই তালিকায় নাম রয়েছে আবদুল গাফফার চৌধুরী, ড. জাফর ইকবাল, দাউদ হায়দার, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, তসলিমা নাসরিন, শাহারিয়ার কবির, আবেদ খান, মুনতাসির মামুন, মফিদুল হক, মোহাম্মদ এ আরাফাত, মাহবুবুর রহমান জালাল, রামেন্দু মজুমদার, সৈয়দ আনোয়ার হোসেন, রায়হান রশিদ, সৈয়দ হাসান ইমাম, তুরিন আফরোজ, অমি রহমান পিয়াল,খালেদুর রহমান শাকিল, আরিফ রহমান, ইমরান এইচ সরকার, আরিফ জেবতিক, বাপ্পাদিত্য বসু, আসিফ মহিউদ্দিন, অনন্য আজাদ, কামাল পাশা চৌধুরী, লাকি আক্তার, জনার্দন দত্ত নান্টু, ইব্রাহিম খলিল সবাক, ডা. নাজমুল হাসান, আরিফুজ্জামান পৃথিল, কানিজ আকলিমা সুলতানা, এফ এম শাহিন ও সাম্মি হকের।

    10-Nov-2015 8:29 pm

    11-Nov-2015 2:58 am


    জেআইসি : পাঠাইছে কে?
    পথচারী : বড় ভাই।
    জেআইসি : কেন?
    পথচারী : বলছে যে কোন এক এমপিরে কোপাইতে। কিন্তু এই এমপি যে হেই এমপি না তা বুঝতে পারি নাই স্যার। :-P :-P :-P

    - Kai Kaus

    11-Nov-2015 2:58 am

    11-Nov-2015 6:36 am

  • এই যে যারা আক্রমন করছে তারা কারা?

    - এরা এমন একটা গ্রুপ যারা বিশ্বাস করে নামাজ পড়া যেমন ফরজ। মানে যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, বা একজন সুস্থ অসুস্থ যাই হোক না কেন প্রত্যেককে সবসময় নামাজ পড়ে যেতে হবে, তেমনি প্রত্যেককে সবসময় জিহাদ করে যেতে হবে।

    - কিন্তু তাই বলে মুসলিমদের বিরুদ্ধে?

    - এখানেই "গণতন্ত্র কুফর" এই কথাটার মূল ইসুগুলো চলে আসে বৎস,

    বলে আমি হাসলাম।

    11-Nov-2015 6:36 am

  • 11-Nov-2015 9:29 am


    habibur.com এর বর্তমান ট্রাফিক। এখন গড়ে প্রতি ২০ সেকেন্ড পর পর একটা করে পেজ রিকুয়েস্ট আসে।

    11-Nov-2015 9:29 am

    11-Nov-2015 8:54 pm


    This is an article published in Newsweek in 1995, that predicted that what people says the Internet will do is wrong, and we should come to our senses. The Internet will never replace printed newspapers, people will always buy from a salesperson instead of online and telecommuting workers, and online books are just wild dreams.

    I remember reading this article in 1995, online, when it first came out. Then had been reading it ever since.

    Everything the writer predicted, word by word, which was supposed to NOT happen, is actually what happened, and is what the Internet currently stands as. :-P

    http://www.newsweek.com/clifford-stoll-why-web-wont-be-nirvana-185306

    11-Nov-2015 8:54 pm

    11-Nov-2015 9:11 pm


    "সে কোন বাটিতে দিয়াছিলা এমন চুমুক
    নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীর অবশ,
    অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।"

    যখন ছাত্র ছিলাম তখনকার একটা জনপ্রীয় কবিতা। Hated it at that time.

    এটা আরেকটা।

    "ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
    শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
    তারপর কতো চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো,
    কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা
    পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
    কেউ কথা রাখে নি, কেউ কথা রাখে না।"

    Hated that one too. With a passion. :-P

    রুচি আর পছন্দের কোনো পরিবর্তন হয়েছে এর মাঝে?

    জানি না :-P

    11-Nov-2015 9:11 pm

    11-Nov-2015 9:18 pm


    Won't lie, but for most of these phrases, I got the meaning listed under the third column, instead of what the speaker really meant :-P
      Comments:
    • এই স্টেটাসে শুধু একটা প্রশ্ন আছে। কোনো উত্তর দেয়া নেই।
    • একবার আসরের নামাজে রুকুতে যাওয়া মাত্র একজনের মোবাইলে করুন সূরে "হোম শান্তি মান্তি...." মার্কা একটা হিন্দুদের পুজার গান বেজে উঠেছিলো। এর পর নিয়ত দ্বিতীয়বার চেক করে নিয়েছি যে এই গানের সাথে আমার নামাজের কোনো সম্পর্ক নেই।
    • আমার বাসার লোকেরা মাতৃভান্ডারের মিস্টি খায় না "হিন্দুর দোকানের মিস্টি" মনে করে।
    • ৩০ সেকেন্ডে শিখুন --> "ইয়েস, নো, ভেরি গুড"

    11-Nov-2015 9:18 pm

    13-Nov-2015 6:34 am


    "দাসী তার মনিবকে প্রসব করবে" হাদিসে জিব্রিলে বর্নিত কিয়ামতের একটা আলামত। বর্তমানে দ্রুত জনপ্রীয় হওয়া "সারোগেট মাদার" কালচার সে দিকে যাচ্ছে কিনা চিন্তে করছি।

    টেস্টটিউবে বেবিকে ফার্টিলাইজ করে, ইমপ্লেন্ট করা হয় ভাড়াটে এক মায়ের মাঝে।

    দাসি -> মিলছে।
    সে তার মা না, জাস্ট "প্রসব করছে" -> মিলছে।

    Just a though.

    13-Nov-2015 6:34 am

    13-Nov-2015 1:46 pm


    খুতবা:
    মাসলা মাসায়েল যখন শিখছিলাম তখন শিখেছিলাম জুম্মার দ্বিতীয় আজান হলো "ইদা নুদিয়া লি সালাহ..." --- ঐ আজান যেটার পর ব্যবসা বানিজ্য করা নিষিদ্ধ হয়ে যায়। কারন ওসমান রা: এর আগে পর্যন্ত এই আজানটাই শুধু মাত্র দেযা হতো। প্রথম আজানটা পরে চালু হয়েছিলো।

    খুতবার আগে বাংলা বয়ান করা জায়েজ নাকি না জায়েজ এটা নিয়েও এক সময় তর্ক ছিলো। ৮০র দিকে ঢাকার মসজিদে বাংলা বয়ান অনেক মসজিদে হতো না।

    কিন্তু এখন এমন দাড়িয়েছে যে বাংলা বয়ানটাই অনেকটা জুম্মা খুতবার মত হয়ে গিয়েছে। আরবী খুতবাটা সংক্ষিপ্ত এবং নিয়ম রক্ষার জন্য।

    তাহলে কি আমি বাংলা বয়ানটাকে খুতবা ধরবো যেটা শুনা ওয়াজিব? নাকি দ্বিতীয় আজানের পরের আরবী খুতবা এখনো ওয়াজিব? বাংলাটা অপশনাল?

    এটার উপর নির্ভর করে বাংলা বয়নের সময় সুরা কাহাফ পড়া বা নামাজ পড়া জায়েজ হবে কিনা। এবং জুম্মার প্রথম আজানকেই এই যুগে "ইদা নুদিয়া লিস সলাহ..." ধরা হবে কিনা।

    উত্তরটা জানা নেই। তবে জানতে ইচ্ছে করছে খুব।

      Comments:
    • Allah destroys the race who's activities He no longer accepts.

      That we believe ourselves to be on the correct path is no guarantee that we actually are.

      Acceptance from Allah leads to Victory. Otherwise it's a losing war.

    13-Nov-2015 1:46 pm

    14-Nov-2015 5:01 am


    Another world changing event in Paris and I am afraid the consequences of this one will reach far beyond what we are imagining right now. And not in a good way.

    It's bad news all over the world.

      Comments:
    • লাইফ চেঞ্জিং আর্টিকেল। অনেক বছর আগে পড়েছিলাম। এবং এই আর্টিকেলটা পড়ে আমি এমন অনেক কিছুর ব্যপারে পরিস্কার মত পেয়েছি যেগুলো এর আগে ছিলো অস্পস্ট।

    14-Nov-2015 5:01 am

    14-Nov-2015 9:53 am


    ক্ষুধা থাকলে রুটির সাথে তরকারি লাগে না। গরম রুটি চিবিয়ে খেয়ে ফেলা যায়।

    আরো বেশি ক্ষুধা থাকলে গরম রুটিও লাগে না। ঠান্ডা শক্ত রুটিও চিবানো যায়।

      Comments:
    • এটার অনেকগুলো রিভিশন হয়েছে। কলেবরে বেড়েছে। প্রথমে ছাপানো হয়েছিলো ইসলামিক ফাউন্ডেশন পত্রিকায়। আমি প্রিন্ট করে অনেক কপি অনেকের মাঝে বিতরন করেছি যারা কনফিউশনে ছিলো।
    • প্রথম ভার্শনটা যেটা অনেক সংক্ষিপ্ত, অনলাইনে এখান পড়তে পারবেন।

      http://habibur.com/article/id.4a17b466-45a6-483d-a117-7431b29af6e1/
      http://habibur.com/article/id.4a17b466-45a6-483d-a117-7431b29af6e1/

    14-Nov-2015 9:53 am

    14-Nov-2015 6:41 pm


    আমাদের ফেসবুক সেলিব্রিতি পুলিশ ভয় পাইছে :-P
    উনি কি দেশে এধরনের আক্রমনের আশংকা করছেন?

    14-Nov-2015 6:41 pm

    14-Nov-2015 8:16 pm


    যাকে দান করতে চাচ্ছেন তার হাতে সরাসরি নিজে টাকা দিতে না পারলে দান করবেন না। প্রতারিত হবেন। মাদ্রাসার ছাত্রদের দান করতে চাইলে শিক্ষকের হাতে টাকা দিবেন না। রাস্তায় বা ফেসবুকে "অমুকের জন্য তমুকের জন্য দান করুন/ফ্লেক্সি করুন" এসবে কোনো টাকা দিবেন না। যত সচিত্র ইমোশোনাল সত্য কাহিনী থাকুক না কেন।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • এর কিছু বিভৎস ছবি আছে নেটে। দেখতে নিষেধ করবো।
    • ওয়েস্টার্ন মিডিয়া। একটা লিংক এখানে, কিন্তু এরকম আরো অনেক আছে। সার্চ করলে পাবেন।

      http://www.thedailybeast.com/articles/2015/11/10/the-taliban-turn-on-each-other-but-that-may-not-be-good-news.html
      http://www.thedailybeast.com/articles/2015/11/10/the-taliban-turn-on-each-other-but-that-may-not-be-good-news.html

    14-Nov-2015 8:16 pm

    15-Nov-2015 7:32 am


    After math:

    - পেরিসের শহরতলিতে দিকে দিকে বাসায় অগুন দেয়া হচ্ছে। এই সব জাগায় মুসলিমরা থাকে।

    - ফ্রান্সে একটা বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন নিহত। তাদের বিপদ কাটছে না।

    - রাশিয়া, ইন্ডিয়া, ইতালি, বাংলাদেশ সহ প্রত্যেকটা দেশ মনে করছে এর পরের টার্গেট তারা। আতংকে আছে।

    - সবচেয়ে বড় বিপদে আছে এই মুহুর্তে মুসলিমরা যারা পশ্চিম দেশগুলোতে বসবাস করছে। মুক্তমান আর দাসত্বমনা যাই হোক না কেন। গলায় ক্রুশ না ঝুলানো পর্যন্ত সব এশিয়ানই মুসলিম।

    - ফ্রান্স কিভাবে প্রতিশোধ নেবে এখনো কোনো আইডিয়া নেই। Waiting.

      Comments:

    15-Nov-2015 7:32 am

    15-Nov-2015 2:21 pm


    ছোটবেলার আমি যার ফেন ছিলাম তার টি শার্টের ছবি যেহেতু আজকে সবাই শেয়ার করছে, তাই আমিও করলাম :-P

    15-Nov-2015 2:21 pm

    15-Nov-2015 8:52 pm


    ইতিহাস তার আপন গতিতে চলছে। এগুলো যার যার হাতের কামাই। এবং আল্লহ তায়ালা কারো উপর জুলুম করেন না।

    সে জন্য কিছু সমর্থনও করি না, বিরোধিতাও করি না।

    শুধু দেখে যাই কি হচ্ছে। এবং ধারনা করার চেষ্টা করি এর পর কি হতে পারে।

    অধিকাংশ সময় যা ধারনা করি তা হয় না। কিন্তু তার পরও এসব ঘটনা আমাকে এক্সাইটেড করে। "এরকম হতে পারে, সেটা তো আমি চিন্তে করি নি!" --- এই ভেবে।

    // armchair analyst.

    15-Nov-2015 8:52 pm

    16-Nov-2015 9:40 am


    OK. Got it.
      Comments:
    • I hope he already has a good enough job and don't need one. Otherwise newspapers should hire him as an analyst. :-D
    • But people also need to learn writing on something longer than a FB status.

    16-Nov-2015 9:40 am

    17-Nov-2015 6:40 am


    ইবনে আব্বাস রা: বর্ননা করেছেন যে রাসুলুল্লাহ ﷺ যখন বিপদে পড়তেন তখন এই দোয়াটা পড়তেন:

    لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ
    لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
    لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ
    وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

    - বুখারি ও মুসলিম।

    http://sunnah.com/muslim/48/113

    #HabibDua

    17-Nov-2015 6:40 am

    17-Nov-2015 12:29 pm


    হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন:

    রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম হত্যাকান্ড সম্বন্ধে ফায়সালা হবে।

    সেদিন একজন লোক আরেকজন লোকের হাত ধরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করে বলবে, "হে আল্লাহ! এই লোকটি আমাকে হত্যা করেছে।"

    আল্লাহ তাআলা ঐ লোককে বলবে, "তুমি তাকে কেন হত্যা করেছ?"

    জবাবে সে বলবে, "ইয়া রব! অমুক লোকের সম্মান বৃদ্ধি করার জন্য আমি তাকে হত্যা করেছি।"

    অতঃপর আল্লাহ তাআলা বলবেন, "নিঃসন্দেহে তুমি তোমার আমলকে বরবাদ করে দিয়েছ।"

    তেমনিভাবে অন্য আরেকজন লোক আরেকজনকে পাকড়াও করে বলবে, "হে আল্লাহ! এই লোকটি আমাকে হত্যা করেছে।"

    তাকে দেখে আল্লাহ তাআলা বলবেন, "তুমি তাকে কেন হত্যা করেছ?"

    সে জবাবে বলবে, "হে আল্লাহ! আমি আপনার সম্মান বৃদ্ধি করার জন্য তাকে হত্যা করেছি।"

    জবাবে আল্লাহ তাআলা বলবেন, "আমার সম্মানতো আগে থেকে বৃদ্ধি হয়ে আছে।"
    ________
    আল ফিতান - নুয়াইম বিন হাম্মাদ। হাদিস: ৪৬৪
    সহি জয়িফ তাহকিক করা হয় নি।

      Comments:
    • Cheers (Y)

    17-Nov-2015 12:29 pm

    18-Nov-2015 4:09 am


    করতে হলে এভাবে (Y)
    আল্লহ তায়ালা এই ভাইয়ের জীবনে বরকত দান করুন।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    18-Nov-2015 4:09 am

    18-Nov-2015 2:44 pm


    আজকের খবর: "বাংলাদেশে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ সরকারের"

    আজকে দুপুরে ঘন্টাখানেকের জন্য সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিলো। মনে করেছিলাম ইন্টারনেট সরকার আর দেবে না। আমাদের মত প্রোগ্রামারদের দেশ ছাড়তে হবে। এখন ইন্টারনেট যে ফিরত দিয়েছে তাতেই খুশি। :-P

    গুদবাই ফেসবুক প্রেন্ডস! Cheers (Y)

      Comments:
    • আপনি এখনো ফেসবুকে কিভাবে? সিক্রেট এজেন্ট? :-P

      আমার ফেসবুকের সব আইপি ব্লকড। এসএসএইচ টানেল ইউজ করছি।

    • কিছু দিনের মাঝে বন্ধ হয়ে যাবে। Just wait for it :-P ফেসবুকের হাজার হাজার আইপি সবগুলো বন্ধ করতে একটু সময় নিবে।

    18-Nov-2015 2:44 pm

    18-Nov-2015 6:40 pm


    আতংক:
  • জার্মানিতে আজকে স্টেডিয়ামে খেলা বাতিল।
  • কোপেনহেগেন এয়ারপোর্ট একটু আগে বন্ধ ঘোষনা।
  • দুটো ফ্রেঞ্চ প্লেন ইমারজেন্সি লেন্ড করা।
  • প্লেন থেকে মুসলিম চেহারার কাউকে দেখলেই নামিয়ে দেয়া।
  • আমেরিকা ইউরোপে মসজিদে মসজিদে আগুন।

    জাস্ট আরম্ভ হলো। এটা যখন এক্সট্রিমে যাবে তখন পশ্চিম বিশ্বের সকল "আরবদের" হত্যা করা হবে। যেটা কিনা এক হাদিস বলা হয়েছে।

    তবে অতটুকু যেতে আরো অনেক দেরি আছে।

    Watching.

      Comments:
    • আম পাবলিক এতসব পারবে না। তাই ফেসবুকে আপনারা কয়েকজন থাকবেন। বাকি সব ফাকা হয়ে যাবে। ৭/৮ বছর আগে যখন প্রথম ফেসবুক ব্যন করেছিলো তখনও এরকম হয়েছিলো।
    • তিন চার মাস।
    • হতে পারে পারমানেন্ট ব্যন। আর কখনো খুলবে না। বিশেষ করে যে ঘটনার পরে আজকে ব্যন করেছে, সে ঘটনা যদি সামনে আরো ঘটতে থাকে।

      এবং অবস্থা দৃস্টে মনে হচ্ছে ঘটনা সবে আরম্ভ :-P

    18-Nov-2015 6:40 pm

  • 19-Nov-2015 7:19 pm


    আজকে সারা দিনে Proxy server setup করলাম।

    Desktop এ Use proxy server এ গিয়ে Automatically load Proxy setting from URL: এ গিয়ে এই URL টা বসাতে হবে।

    http://habibur.com/proxy/

    এর পর ফেসবুক ব্রাউজ করতে থাকলে অটমেটিক প্রক্সি দিয়ে যাবে। অন্য সাইটগুলো ডাইরেক্ট লিংক হবে [প্রক্সি বাই পাস করে]

    ডেস্কটপ/ল্যপটপে এটা কাজ করবে। Android এ Auto Proxy এর সাপোর্ট নেই।

    চেক করে দেখেছি কাজ করে। এটা এখন ওপেন প্রক্সি। মানে যে কেউ ইউজ করতে পারবে।

    iOS এ:

    Settings -> WiFI -> যে কানেকশনটা ব্যবহার করছেন সেটা টাচ করতে হবে -> Proxy -> Auto -> URL: এখানে লিখতে হবে "http://habibur.com/proxy/"

    OSX এ:

    Apple -> System Preference -> Network -> WiFI -> Proxies -> Automatic Proxy Configuration চেক করার পর একটা বক্স আসবে -> Proxy configuration file URL: লিখতে হবে "http://habibur.com/proxy/"

    19-Nov-2015 7:19 pm

    19-Nov-2015 8:07 pm


    চার বছর আগে এক দাওয়াতে :-P
      Comments:
    • This message is promoting disunity, to be clear.

    19-Nov-2015 8:07 pm

    20-Nov-2015 4:58 am


    দাবিক ম্যগাজিনের নতুন সংখ্যায় বাংলাদেশ প্রসংগে ৫ পৃষ্ঠার আর্টিক্যল!

    Ding dong.

    http://mzamin.com/details.php?mzamin=MTAyMjgx&s=Mg%3D%3D#.Vk4rMXZCegI.facebook

    20-Nov-2015 4:58 am

    20-Nov-2015 12:31 pm


    From Dabiq Issue 12:

    "Thus, the soldiers of the Khilafah in Bengal pledged their allegiance to the Khalifa Ibrahim, unified their ranks, nominated a regional leader, gathered behind him, dissolved their former factions, performed the necessary military preparations, and hastened to answer the order from the Islamic State leadership, by targeting the..."

    Things seem to have moved a lot behind the scene, which I was totally unaware of. Not sure how much of that is true though.

    Watching.

      Comments:
    • পাকিস্তানের ফ্লাইট বন্ধ করেছে। তার মানে এই না যে পাকিস্তানে যাওয়াও সরকার বেআইনী ঘোষনা করেছে। যদি অন্য ফ্লাইটে যান তবে সমস্যা নেই। :-P

      তেমনি ফেসবুক ব্লক করা মানে এই না যে ফেসবুক বেনড। অন্য ফ্লাইটে যেতে পারেন।

    20-Nov-2015 12:31 pm

    20-Nov-2015 4:50 pm

  • আজকের খবরের মালি দেশটার ৯০% মুসলিম।
  • ফেসবুকের নিউজ ফিডে বাংগালিদের পোস্ট এখন প্রায় খালি হয়ে এসেছে। ব্লকের ইফেক্ট।
  • এবং দাবিক ১২ ডাউনলোড করে এর বাংলাদেশের উপর লিখা আর্টিকেলটা পড়লাম। তাদের বেশ কিছু ভিউয়ের সাথে আমি ডিসএগ্রি করি।

    20-Nov-2015 4:50 pm

  • 20-Nov-2015 5:45 pm


    তুহিন মালিকের দুর্দাদন্ত লিখা।

    "বছর দশেক আগে এক মামলায় একজন মালয়েশিয়া প্রবাসী দীর্ঘ নয় বছর পর ঈদের ছুটিতে মাত্র পনের দিনের জন্য দেশে এসে হত্যা মামলার আসামি হয়ে যায়। কিন্তু ঘটনার আসল মোটিভ ছিল ওই প্রবাসীর নয় বছরের প্রবাস জীবনের রোজগারের টাকাগুলোকে হাতিয়ে নেয়া।
    .... ... ...
    গণগ্রেপ্তারের সবচেয়ে মারাত্মক দিকটি হচ্ছে, একজন নিরীহ মানুষ যখন বিনা অপরাধে জেল জীবনের করুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে আসে তখন রাষ্ট্র ও আইনের প্রতি তার প্রবল অশ্রদ্ধাবোধের জন্ম নেয়।"

    http://mzamin.com/details.php?mzamin=MTAyMzAw&sMQ=%3D#.Vk7_LwdtdS8.facebook

    20-Nov-2015 5:45 pm

    20-Nov-2015 10:22 pm


    Bangladesh government has blocked FB Messenger, Viber and WhatsApp, because "terrorists use these".

    Looks like the terrorists actually use a different app, called "Telegram". :-P

    http://motherboard.vice.com/read/encryption-app-telegram-probably-isnt-as-secure-for-terrorists-as-isis-thinks

      Comments:
    • সেলফি লিখা জামা পড়ে সেলফি (Y)

    20-Nov-2015 10:22 pm

    21-Nov-2015 9:58 am


    "আসিতেছে শুভ দিন" এটা Uncertain। শিগ্রিই শুভ কিছু আমি আশা করছি না।
    তবে "দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ" এতটুকুর সময় হয়তো হয়ে এসেছে।

    These are dark times.

    21-Nov-2015 9:58 am

    21-Nov-2015 12:44 pm


    তোমরা যারা "ব্লগ দিয়ে ইন্টারনেট" কর :-P

    http://www.banglatribune.com/বিকল্প-পথে-ফেসবুক-ব্যবহা

    21-Nov-2015 12:44 pm

    21-Nov-2015 4:43 pm


    Things have taken off to such a height, that it's unlikely to stay there for long. Is this the zenith? Maybe this is the peak of IS. Or may be things are going to take an unexpected twist towards somewhere.

    Don't know what's up. But reality is, thus far, every twist has made the situation worse than before.

    Watching.

    21-Nov-2015 4:43 pm

    21-Nov-2015 6:03 pm


    Report by Indian magazine. With all that's wrong in Bangladesh, this probably isn't high in the list of things to worry about right now.

    http://economictimes.indiatimes.com/news/international/world-news/brought-paris-to-knees-preparing-for-attacks-in-bangladesh-isis/articleshow/49861047.cms

    21-Nov-2015 6:03 pm

    21-Nov-2015 6:12 pm


    "However, I continued to work on the translation of the Holy Koran and this is where my life changed. I began to better understand our exalted book and wanted it from my heart. "

    http://www.worldbulletin.net/america-canada/166490/bulgarian-professor-converts-to-islam

    21-Nov-2015 6:12 pm

    21-Nov-2015 9:05 pm


    Exam:
    When one's whole life is just a single exam, it isn't fair that he passes time complaining how hard the question paper is, instead of actually answering it.

    By the end of it all, the exam scorer can still be merciful, and pass anyone. Even if he fails to answer it all. But that's unlikely to happen when he has written down only complains over the answer sheet, describing how hard the question paper was.

    Who cares what's going on around us all! Not all question on the test paper is easy. It was never supposed to be.

      Comments:
    • My first green screen was this.... :-P

      https://www.facebook.com/habib.dhaka/videos/10150674487778176/?permPage=1

    21-Nov-2015 9:05 pm

    22-Nov-2015 4:21 pm


    This time, it's literally. :-P

    22-Nov-2015 4:21 pm

    22-Nov-2015 4:57 pm


    Windows 7 এর নিচের সেটিংয়ে এভাবে http://habibur.com/proxy/ সেট করে দিলে Facebook, Viber, WhatsApp সবগুলো আসবে বাংলাদেশ থেকে।

    স্পিড স্লো হবে না, কারন ঐ তিনটি সাইট বাদে বাকি সাইটগুলো প্রক্সির ভেতর দিয়ে যাবে না। সরাসরি যাবে।

      Comments:
    • এই কেকটা কিনে আমরা খেয়ে তোমাকে একটা ছবি পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ।

    22-Nov-2015 4:57 pm

    22-Nov-2015 8:36 pm


    Deep hatred leading to murder and death is spreading. Therefore watch where you are living.

    But sometimes there isn't much what one can do to change things. And by the end of the day, every one of us will be standing before our Lord.

    Therefore in case you can't protect your back, just watch the steps you are taking that will lead you to your Lord.

    http://www.independent.co.uk/news/world/europe/moroccan-man-in-france-killed-at-home-in-front-of-wife-by-intruder-shouting-about-islam-9985072.html

      Comments:
    • trying to be a bit more serious, and less sarcastic :-P

    22-Nov-2015 8:36 pm

    23-Nov-2015 12:11 pm


    Special force's operation in Brussels is over. “We can stress that no weapons or explosives were found. Abdeslam Salah was not found during the raids”, as quoted by Reuters.

    Translation: either it was all a false alarm, or they failed to find the nest.

    More likely the former.

      Comments:
    • হাই থটের পোস্টিং দিচ্ছেন। পোলাটা বড় হয়ে গেলো। :-P

    23-Nov-2015 12:11 pm

    23-Nov-2015 8:39 pm


    ফেসবুক খালি হয়ে গিয়েছে। এখন নিউজ ফিডে খুব বেশি কোনো পোস্ট নেই। আমি বলবো ৮০% gone.
      Comments:
    • Alternate method এ আসার উৎসাহ প্রথম দিকে অনেকের থাকে। এর পর তারাও কম কম আসে ঝামেলা বেশি বলে। গতবার যেমন হয়েছিলো।

      আর মন্ত্রীর কথাশুনে ধারনা হচ্ছে ফেসবুক তারা আর খুলে দেবে না। পারমানেন্ট ব্লক।

    23-Nov-2015 8:39 pm

    23-Nov-2015 9:41 pm


    সংক্ষেপে: ছেলেদের বিয়ে দেবার জন্য বয়স হলো ২০ থেকে ২৪। মেয়েদের ১৬ থেকে ২২।
    কোনো ক্ষেত্রেই যেন ২৫ পার না হয়।

    https://www.youtube.com/watch?v=_iGukpNYWwQ

      Comments:
    • ধরে নিয়েছি এই সরকার ফেসবুক আর খুলছে না। ফেসবুক খুলে দেয়া ক্ষমতা শক্ত করার ক্ষেত্রে কোনো কাজ করবে না, তাই কোনো ইনসেন্টিভও নেই। Brace yourself.
    • হেকমতের সাথে এপ্রোচ করতে হবে।
    • মন্ত্রী বলেছে প্রত্যেক নাগরীকের নিরাপত্তা না দিলে খুলবে না + পুলিশ বলছে প্রত্যেকের নিরাপত্তা দেয়া সম্ভব নয় = পারমানেন্ট ব্লক, আমি মনে করছি।
    • তারা দিতে পারছে না লজ্জায়। টেকনিক্যল সমস্যার জন্য না। আর লজ্জাটা কেটে যেতে তাদের সময় লাগবে না। আওয়ামি যেহেতু।
    • তাহলে সময় নস্ট করার কোনো কারন দেখছি না।

    23-Nov-2015 9:41 pm

    24-Nov-2015 4:24 pm


    Turkey has shoot down its first Russian plane!

    tashki! :-P

      Comments:
    • সাকাকে আমরা যতটুকু চিনি, চিঠি লিখলেও হয়তো আওয়ামিলিগকে গালাগালি ভরে রেখেছিলেন। তাই সেটা প্রকাশ করা যাবে না :-P
    • না জঙ্গলে পড়েছে। একজন পাইলট ডেড, অন্যজন গ্রেফতার। বিমানটা তুরস্কের ভেতরে ঢুকেছিলো কিনা এটা নিয়ে তর্ক আছে।

    24-Nov-2015 4:24 pm

    24-Nov-2015 7:10 pm


    Investors are betting their money that downing of the Russian plane will escalate further. Chinese Yen is up and Turkish Lira down. Bonds up, as expected.

    24-Nov-2015 7:10 pm

    24-Nov-2015 9:36 pm


    Things are escalating fast.

    - Both the pilots are dead. They were shot after ejecting and landing on the ground. Throwing UN's rules of engagement out of the window.

    - A Russian search and rescue helicopter which landed to rescue them has been blown up by FSA using a US provided TOW missile.

    - And the plane that crashed, fell in Syria, not in Turkey. Therefore the claim that it crossed into Turkish border is still murky.

    Now the question is: will Russia chicken out? :-P

    24-Nov-2015 9:36 pm

    25-Nov-2015 9:30 pm


    Dark matter v Dark Energy:

    Dark matter is an attracting force. Works in the galactic scale. It binds the stars of the galaxies together to form the galaxy. Otherwise the stars would have scattered away. Approximately one third of matters and energy of the universe is dark matter.

    Dark energy on the other hand is a repulsive force. And works in the universal scale. This is the reason why the universe is expanding in an accelerated speed. Approximately two third of the all the energy in the universe is from dark energy.

    Visible matter and energy out of this [ non-dark :-D ] are more like an exception in this calculation, counting towards only 5% to total.

      Comments:
    • ভারত যদি বাংলাদেশ আক্রমন করে বাংলাদেশ থেকে তাদের দিকে যাওয়া আইএস জঙ্গিদের প্রতিরোধ করতে তাহলে কি হবে সেটা চিন্তে করছি।

    25-Nov-2015 9:30 pm

    25-Nov-2015 10:46 pm


    The 11 Funniest Science Fiction Books

    1. The Hitchhiker's Guide to the Galaxy
    2. How to Live Safely in a Science Fictional Universe
    3. From These Ashes
    4. The Eyre Affair
    5. Slaughterhouse Five
    6. Dirk Gently's Holistic Detective Agency
    7. Redshirts
    8. The Draco Tavern
    9. The Automatic Detective
    10. Red Dwarf: Infinity Welcomes Careful Drivers
    11. To Say Nothing of the Dog

    http://www.bustle.com/articles/125067-the-11-funniest-science-fiction-books

    25-Nov-2015 10:46 pm

    25-Nov-2015 11:14 pm


    Two years back, at this time of the year, the big question was: which next gen console will win? XBox 1 or PlayStation 4? And there was a three episode South Park's story covering this same question. Which was broadcast just before black friday.

    Two years later now we know which one won. It's PS4 :-P

      Comments:
    • No PS4 or XBox1. My kids play Nintendo Wii. :-D
    • দেরি করে ঘুমানোর কুফল। ইলেক্ট্রিসিটি আসার পরে এটা হয়েছে। এর পর টিভি, ডিস এসে অবস্থা আরো খারাপ।
    • more like, "Return of the PC".
    • Me too. Read only the first one. But now we know what other books are like this.

    25-Nov-2015 11:14 pm

    26-Nov-2015 2:56 pm


    "...My husband wore a Timex to the South Pole, but he had to convert to Casio when we got married. I didn't want to be in a mixed marriage."

    ok. just figured out what "mixed marriage" is :-P

    26-Nov-2015 2:56 pm

    26-Nov-2015 8:49 pm


    আমার ওয়াইফ বললো "তুমি যে ফাতরামি পোস্ট দাও সেটার সাথে তোমার ছবি মিলে না। ছবিটা সরাও। মানুষ মিসগাইডেড হবে। মনে করবে হুজুর হয়ে এসব করে --- তাহলে নিশ্চই এই কাজগুলো খারাপ না।"

    কনফিউশনে ফেলে দিলো। ছবিটা মনে হয় সরিয়ে ফেলতে হবে। :-P

    26-Nov-2015 8:49 pm

    26-Nov-2015 10:16 pm


    And time is standing still:

    সবগুলো দেশই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। সবগুলো দেশের অস্ত্র একটা ময়দানকে কেন্দ্র করে ঘুরছে।

    সময় থমকে যাচ্ছে। অনুভুতির ধারগুলো ভোতা হয়ে আসছে। বাতাসের গতি কমে যাচ্ছে।

    এটা ঝড়ের পূর্বলক্ষন, সবাই বুঝছে। কারো কিছু করার নেই।

    26-Nov-2015 10:16 pm

    27-Nov-2015 5:03 am


    আজকে রাস্তায় যতজনকে দেখবে, সবাইকে "থেংকু থেংকু" বলবে। Thanks Giving day যেহেতু। :-P
      Comments:
    • Thank you, too :-P

    27-Nov-2015 5:03 am

    27-Nov-2015 2:14 pm


    রাসুলুল্লাহ ﷺ এর মৃত্যুর পর পরই মুসাইলামা নামে একজন দাবী করে তার উপর এখন ওহী নাজিল আরম্ভ হয়েছে। সে ছিলো মিথ্যাবাদী।

    আল্লাহ তায়ালা হক আর বাতিলের মাঝে পার্থক্য দেখানোর জন্য এটা করেছেন। পাশাপাশি দুটোকে রেখে, যেখানে একটা সত্য অন্যটা মিথ্যা। পার্থক্যটা এর পর স্পস্ট।

    এর পর যুগ যুগ ধরে এই উম্মাহর উপর যখনই কোনো সত্য কিছু আসবে তখনই ঐ সত্যের ভান ধরে একটা মিথ্যা দাড়িয়ে যাবে। মানুষকে কনফিউজড করার জন্য।

    মাহদির পক্ষে যখন আকাশ থেকে ঘোষনা হবে "ইনি মাহদি তাকে অনুসরন কর" তার সংগে সংগে মাটি থেকে এরকম আরেকটা ঘোষনা হবে। "অন্য একজন মাহদি তাকে অনুসরন কর।" প্রথমটা ফিরিস্তার পক্ষ থেকে অন্যটা শয়তানের।

    সেরকম, মসিহ ঈসা আ: আসার কিছু দিন আগে মসিহ দাজ্জাল এসে ঘোষনা দেবে আমিই ঈসা। দাজ্জাল হলো মিথ্যা মসিহ। ঈসা হলেন সত্য। দুজনই পাশা পাশি আসবে।

    এটা মুমিন আর মুনাফিকদের মাঝে পার্থক্য করার জন্য। আন্তরিক আর কপটদের মাঝে একটা দাগ টানার জন্য।

    আল্লাহ তায়ালা আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন। আর আমরা উনার দিকেই ফিরে যাবো।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    27-Nov-2015 2:14 pm

    27-Nov-2015 3:13 pm


    নিউজ ফিডে সবাই যে হারে হোটেল রেস্তোরায় হালিম খাবার ছবি দেয়া আরম্ভ করেছে, বুঝতে পারছি আমাকেও তাই করতে হবে।

    পিছিয়ে থাকলে চলবে না। :-P

    27-Nov-2015 3:13 pm

    27-Nov-2015 4:28 pm


    খবর: "পাকিস্তানে চলে যান" - আমির খানকে উগ্রবাদী ভারতীয় শিব সেনাদের হুমকি।

    বুঝলাম এই উপমহাদেশের মুসলিমদের ফাইনাল গন্তব্য হলো পাকিস্তান। বাংলার মুসলিম হোক বা হিন্দুস্তানের।

    পিআইএর ঢাকা ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিলো। এটা কি আবার চালু হয়েছে? আমার স্ত্রী গতকাল একটা টুপি কিনে এনে বললো "তোমার জন্য পাকিস্তানী টুপি নিয়ে এসেছি।"

    ইন্ডাইরেক্টলি সেও "পাকিস্তান চলে যান" বললো কিনা কে জানে? :-P

    27-Nov-2015 4:28 pm

    27-Nov-2015 6:00 pm


    বর যাত্রা এসে পৌছানোর জন্য কিভাবে অপেক্ষা করতাম:

    ৮০': বারান্দা দিয়ে তাকিয়ে থাকতাম রাস্তা দিয়ে দূরে। প্রতিটা গাড়ি দেখলে মনে হতো এই এলো বুঝি। সত্যি সত্যি এসে পৌছলে উল্লাস।

    ২০০০: মোবাইল ফোনে খবর নিতাম তোমরা কোথায়? উল্লাসটা তখনো ছিলো, কিন্তু একটু ড্যম্প। সারপ্রাইজ ফ্যক্টরটা আর নেই বলে।

    ২০১০: এখন ট্রেকার দিয়ে গাড়ির পজিশন প্রতি মুহুর্তে চেক করি। প্রতিটা জ্যাম, কোথায় কতক্ষন দাড়ালো, এখন কোন রাস্তায়, সবকিছু। সারপ্রাইজ ফ্যক্টর জিরো। :-P

    আজকে এক বর যাত্রার পৌছার জন্য অপেক্ষায় আছি।

    27-Nov-2015 6:00 pm

    27-Nov-2015 6:34 pm


    বর যাত্রা এসে পৌছানোর জন্য কিভাবে অপেক্ষা করতাম:

    ৮০': বারান্দা দিয়ে তাকিয়ে থাকতাম রাস্তা দিয়ে দূরে। প্রতিটা গাড়ি দেখলে মনে হতো এই এলো বুঝি। সত্যি সত্যি এসে পৌছলে উল্লাস।

    ২০০০: মোবাইল ফোনে খবর নিতাম তোমরা কোথায়? উল্লাসটা তখনো ছিলো, কিন্তু একটু ড্যম্প। সারপ্রাইজ ফ্যক্টরটা আর নেই বলে।

    ২০১০: এখন ট্রেকার দিয়ে গাড়ির পজিশন প্রতি মুহুর্তে চেক করি। প্রতিটা জ্যাম, কোথায় কতক্ষন দাড়ালো, এখন কোন রাস্তায়, সবকিছু। সারপ্রাইজ ফ্যক্টর জিরো। :-P

    আজকে এক বর যাত্রার পৌছার জন্য অপেক্ষায় আছি।

    27-Nov-2015 6:34 pm

    27-Nov-2015 6:42 pm


    Recent News:
    "Nutella rejects personalised jar for five-year-old girl named Isis"
    "Villagers from Isis, Australia, refuse name change"
    "Isis Pharma considers name change"

    27-Nov-2015 6:42 pm

    28-Nov-2015 4:27 am


    এর ছিলো কনভার্টেড শিয়া। আমি ধারনা করেছিলাম তারা বংশক্রমে। তা না।

    এই মৃত্যুতে আমার এখন কোনো ক্ষোভ নেই। যদিও ট্যকনিক্যলি কোনো কিছুকেই এখন আর আমি কন্ডেমন করি না। Let it be.

    ____ paste_____
    বাংলাদেশ ইমামীয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. মোজাফ্‌ফর হোসেন জানান, তিনি ইরানের আল মোস্তফা ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স বিভাগে আট বছর পড়াশোনা করেছেন। ইরান বিপ্লবের পরেই এই এলাকায় শিয়া মতাদর্শের দিকে লোকজন ঝুঁকতে থাকে।

    হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আলহাজ আবু জাফর বলেন, ’৮২ সালে ঢাকায় ইরানি দূতাবাসে গিয়ে তাদের কিছু বই নেই। আমি কমিউনিজমে বিশ্বাসী ছিলাম। ওই সব বই নিয়ে পড়ে রুশ ফরাসি বিপ্লবের সঙ্গে ইরানের বিপ্লব মিলানোর চেষ্টা করি। আমিই প্রথম এলাকায় শিয়া মতাদর্শে উদ্বুদ্ধ হই। পরে এলাকায় ইসলামীয়া স্টাডি সার্কেল নামে একটি পাঠাগার গঠন করি। সেখানে নারী-পুরুষদের মধ্যে বই বিতরণ এবং আলোচনা শুরু করি। আস্তে আস্তে লোকজন শিয়া মতাদর্শের দিকে আসতে শুরু করে। মসজিদের মুয়াজ্জিনকে প্রতিমাসে যে এক হাজার টাকা দেয়া হতো সে টাকা প্রদান করতেন ইরানে বসবাসকারী আমার পীর সাহেব আয়াতুল্লা শাহ রফি। এ ছাড়াও আমরা নিজেরা কিছু টাকা দিতাম।

      Comments:
    • চার হাজার টাকা দিয়ে ট্রেকার দোকানে কিনতে পাওয়া যায়।
    • বরে আমার গাড়ি ধার নিয়ে নিয়েছে :-P
    • সবগুলোর স্টাইল একই। যুক্তিটা তাই খাটছে না।

    28-Nov-2015 4:27 am

    28-Nov-2015 6:54 am


    সৌদিতে এর আগে বছরে ৭০ বা ৮০ জনের শিরোচ্ছেদ করা হতো। কিন্তু গতকাল শুক্রবার একদিনে ৫০ জনের শিরোচ্ছেদ করা হলো। সর্বশেষ এরকম গন কতল করা হয়েছিলো ১৯৭৯ তে। মক্কা শরিফ দখলকারী জুহাইমানের দলকে।

    সবকিছুই এখন নরমাল স্কেল বাইরে চলে যাচ্ছে।

    আমার বিশ্বাস সৌদিতে একটা পরিবর্তন আসন্ন। খুব শিগ্রি। ভালো কোনো পরিবর্তন না। হয়তো যুদ্ধ ছড়িয়ে পড়বে।

    Watching.

    28-Nov-2015 6:54 am

    28-Nov-2015 7:19 am


    ক্যলিফোর্নিয়া:

    আমেরিকার স্বাধিনতার সময় এটা ছিলো মেক্সিকোর অংশ।

    ১৮৫০ এর দিকে যুদ্ধ করে আমেরিকা এটা দখল করে। এর পর গন হারে সবাই ক্যলিফোর্নিয়াতে "হিজরত" করা আরম্ভ করে।

    ঐ সময় বলা হতো ক্যলিফোর্নিয়া হলো খৃস্টানদের জন্য আল্লাহ তায়ালার প্রতিশ্রুত এলাকা। "বরকতময়" এবং সামনে খৃস্টানদের জন্য শুভদিন আসছে।

    সত্যি এসেছিলো। আরম্ভ হয়েছিলো ক্যলিফোর্নিয়ার গোল্ড রাশ। স্বর্ন পেয়ে রাতা রাতি বড়লোক হবার জন্য পাগলের মত দৌড়।

    এই গোল্ড রাশ এখনো চলছে। তবে গোল্ডের বদলে সিলিকন। সিলিকন ভ্যলিতে।

    বাংগালিরা আমেরিকানদের যত খারাপ মনে করুক না কেন, আমেরিকানদের অধিকাংশ কিন্তু নাস্তিক না। তবে ক্যলিফোর্নিয়ার অধিকাংশ নাস্তিক। আর আমেরিকার সবচেয়ে বেশি গে হলো ক্যলিফোর্নিয়াতে।

    স্বভাবতই ২০০০ সালের পর থেকে তাদের এই প্রমিজড ল্যন্ডে আল্লাহ তায়ালা আজাব পাঠানো আরম্ভ করেছেন।

    একই সাথে এখানে চলছে বছরের পর বছর ধরে ঐতিহাসিক খরা। জমি ফেটে চুরমার। বিশাল বিশাল লেক শুকিয়ে যাচ্ছে এক রাতে।

    এর সাথে চলছে কিছু এলাকায় হটাৎ বন্যা।

    এর সাথে আগুন। একেবারে মুভির মত। মাইলের পর মাইল ধাউ ধাউ করে। হাজার হাজার বাড়ি পুড়ে গিয়েছে।

    এর পর ভুমিকম্প। এর সাথে ভুমিধ্বস। জমি হটাৎ করে দেবে যাচ্ছে।

    এখন নতুন যোগ হয়েছে জমি হটাৎ করে ঠেলে উপরে উঠে যাওয়া।

    ২০০২ সালে ইরাকে আমেরিকার সন্য প্রথম ঢুকার পর এক ইরাকি তাদের "হোটেল ক্যলিফোর্নিয়া" গানটা শুনিয়ে দিয়েছিলো। খবরে সেটা প্রকাশের পর, নেটে আমেরিকানরা বলা বলি করছিলো আমেরিকানরা মধ্যপ্রাচ্যে ঢুকতে পারবে, কিন্তু "হোটেল ক্যলিফোর্নিয়া" থেকে বেরুতে পারবে না। গানে যেরকম বলা হয়েছে।

    ক্যলিফোর্নিয়া, ডে অফ রেকনিং হয়তো চলে আসছে।

    watching.

    28-Nov-2015 7:19 am

    28-Nov-2015 12:27 pm


    What doesn't kill you, makes you stronger

    ঈমানের উপর ধাক্কা আসে। পরিক্ষা আসে। এগুলোকে বলা হয় ফিতনা। এগুলো আসে আল্লাহর তরফ থেকে বান্দার ঈমানকে পরিক্ষা করার জন্য। কেউ এতে পাশ করে, কেউ ফেল করে।

    রাসুলুল্লাহ ﷺ এর যুগে একজন ওহি লিখক ছিলেন যিনি রাসুলুল্লাহ ﷺ উপর ওহি আসা অবস্থায় সেগুলো লিখতে থাকতেন। এক পর্যায়ে ওহি আসা অবস্থায় উনি বললেন: পরের আয়াত হতে হবে এরকম। এবং আল্লাহ তায়ালা নাজিলও করলেন সেরকম যেটা উনি বলেছিলেন। এটা দেখে উনি ইসলাম ত্যগ করে বেরিয়ে গেলেন এই বলে যে তাহলে এটা মানুষের কথা, আল্লাহ কথা হতে পারে না।

    এটা ছিলো আল্লাহ তরফ থেকে উনার উপর পরিক্ষা, ফিতনা। শুধু মাত্র উনার উপর পরিক্ষা, যেটাতে উনি উত্তির্ন হতে পারেন নি। আর এরকম পরিক্ষা প্রত্যেকের জীবনেই আসে, যত বড় ওলি আওলিয়া হোক না কেন। এক জনের পরিক্ষা অন্য জনকে বিচলিত করে না। শুধু মাত্র যার উপর আসে তাকে বিচলিত করে।

    এজন্য ঈমানকে আমি অন্ধ বিশ্বাসের দিকে নিয়ে যেতে পছন্দ করি। কোনো যুক্তি দরকার নেই, এখানে কোনো শর্ত নেই। যত বিরোধি যুক্তি আছে, যত বিপরিত যুক্তি চোখে পড়ে সব হলো আল্লাহর তরফ থেকে আমার উপর পরিক্ষা, ফিতনা।

    এবং আল্লাহ তায়ালা যেন আমাদের পথ দেখানোর পরে আমাদের অন্তরকে বিপথগামি না করেন। আমিন।

    28-Nov-2015 12:27 pm

    28-Nov-2015 8:46 pm


    চার বছর আগের পোস্ট :-P Time flies.

    28-Nov-2015 8:46 pm

    28-Nov-2015 8:58 pm

    28-Nov-2015 10:08 pm


    "When the inhabitants of Syria become corrupt, then there is no good in it for you."
  • Tirmidi

    "If the people of Syria went astray, then there would be no goodness amongst you."

  • Masnad Ahmed

    Syria is now in one of its worst state, in history.

      Comments:
    • The word used in Arabic is "Fasad"

      إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلاَ خَيْرَ فِيكُمْ

      Fasad = Mess up, In-fight, trouble, disturbance.

    • *Asar, Magrib and Esha.

    28-Nov-2015 10:08 pm

  • 29-Nov-2015 12:22 pm


    Zombie survival guide. How to open a Tuna can bare hands :-P

    https://www.youtube.com/watch?v=oH2NahLjx-Y

      Comments:
    • তবলিগের কাজও কি নিয়ন্ত্রিত করে দিতে পারে বলে মনে করেন?

    29-Nov-2015 12:22 pm

    29-Nov-2015 2:17 pm


    What I believed about a nuclear war:

    80s: Civilization is going to end with nuclear dust! No bunker can save any of us!

    90s: False alarm :-D People just wasted billions of dollars building nuclear weapons which are now being disassembled. We shall be living happily ever after, as Communism has fell.

    2010s: OK. Maybe not so sure :-P

    29-Nov-2015 2:17 pm

    29-Nov-2015 2:40 pm


    দাড়ির উপর ট্যক্স:

    ৭০, ৮০র দশকে কমুনিস্ট প্রোপাগান্ডার অংশ হিসাবে সোভিয়েত ইউনিয়ন থেকে ছোটদের বাংলা গল্পের বই ছাপিয়ে বিতরমন করা হতো। আমি এই বইগুলোর খুব ভক্ত ছিলাম। কম দামে কেনা যেতো ভালো প্রিন্টের বই।

    সে রকম একটা বইয়ে পড়েছিলাম ছেলেদের দাড়ি রাখা বন্ধ করার উদ্যেশ্য কমুনিস্ট সরকার একসময় গ্রামের দাড়ি ধারীদের উপর ট্যক্স ধরা আরম্ভ করে। তার পরও কিছু লোক দাড়ি রাখে। এর পরের বছর ট্যক্স কয়েকগুন বাড়িয়ে দেয়া হয়। এর পর সবাই দাড়ি কেটে ফেলে।

    যেটা সে বইটাতে বলা হয় নি সেটা হলো এই দাড়ি ধারীরা ছিলো মুসলিম। এটা আমি পরে জেনেছি।

    কমুনিস্ট রাশিয়ার মত দাড়ির উপর বাৎসরিক ট্যক্স এই দেশে নেই। তবে দাড়ি থাকলে পুলিশ ধরে থানায় নিয়ে যায়। এর পর টাকা দিয়ে ছেড়ে আসতে হয়।

    এই টাকা দেয়াটাকে দাড়ির উপর ট্যক্স বলা যায় কিনা, সেটা আমি জানি না।

      Comments:
    • সেন্ট্রাল আফ্রিকায় মুসলিমদের শহরের রাস্তায় দেখলে জীবন্ত পুড়িয়ে তাদের গোস্ত চিবিয়ে খাচ্ছে। নেটে সার্চ করলে ছবি পাবেন।

    29-Nov-2015 2:40 pm

    29-Nov-2015 7:21 pm


    আমির খান দেশ ছাড়লেন। প্রেডিকটেবলি উগ্র হিন্দুবাদিদের জয়জয়কার এখন চারদিকে। হিন্দুস্তানই হোক বা বাংলা।

    "প্রেডিকটেবলি" কারন এখানে সারপ্রাইজিং কোনো এলিমেন্ট নেই।

    29-Nov-2015 7:21 pm

    29-Nov-2015 8:19 pm


    ফ্রেন্ডস ওনলি আপডেট। সামনের দিনগুলো আরো চ্যলেঞ্জিং হবে। তাই পাবলিক পোস্টে সমসাময়িক বিষয় নিয়ে কথা কম বলবো চিন্তে করছি।

    ২০১৩ তে হিফাজতের সম্মেলনের সময় আমাদের এক ফেসবুকিয় আলেম সম্মেলন থেকে ফিরার সময় নিজের পকেট থেকে কোরআন শরিফটা বের করে রেন্ডম একটা পাতা খুলে দেখেছিলেন কি আসে। উনি এরকম মাঝে মাঝে করতেন।

    তখন আসলো সুরা বাকারার এই আয়াতটি:

    "তোমাদের কি মনে কর জান্নাতে ঢুকে যাবে? অথচ তোমাদের উপর ঐ রকম বিপদ আসে নাই, যেরকম বিপদ তোমাদের আগে যারা মারা গিয়েছে তাদের উপর এসেছিলো?

    তাদের উপর এসেছিলো বিপদ আর কষ্ট এমন ভাবে যে তারা কাপতে আরম্ভ করেছিলো। এমন কি তাদের রসুল ও ঈমানদাররা বলছিলো "কখন আল্লাহর সাহায্যে আসবে?"

    শুনে নাও! আল্লাহর সাহায্যে কাছেই।"
    _______
    আল্লাহর সাহায্য আসবে ঠিক। কিন্তু তার আগের বিপদ এখনও সম্পুর্ন হয় নি। বাকি আছে। Me thinks.

      Comments:
    • কোনো ব্যপারে যখন আমি ডিসিশনে নিতে পারি না তখন আমি এরকম করি। রেক থেকে কোরআন শরিফের একটা অনুবাদ নিয়ে, রেন্ডম একটা পেজ খুলে যে আয়াত আসে তার অর্থ দেখে করনীয় বের করার চেষ্টা করি।

    29-Nov-2015 8:19 pm

    29-Nov-2015 9:47 pm


    পারমানবিক বোমা দুই ধরনের আছে। একটা হলো "স্ট্রেটেজিক" অন্যটাকে বলে "ট্যকটিক্যল"।

    Strategic হলো একটা শহরকে ধ্বংশ করে দেবার মত বড় বোমা। যুদ্ধের সময় এগুলো ব্যবহার হয় না। শুধুমাত্র এক দেশ অন্য দেশকে ভয় দেখানোর জন্য এগুলো তৈরি করে রাখে।

    আর Tactical হলো যুদ্ধের ময়দানে ব্যবহার করার জন্য ছোট পারমানবিক বোমা।

    এই মুহুর্তে পাকিস্তানের আছে ১৩০ টা পারমানবিক বোমা। ইন্ডিয়ার ১২০ টি।
    রাশিযা আর আমেরিকার প্রত্যকের রেডি অবস্থায় রকেটের সাথা লাগানো আছে ২০০০ করে। এর বাইরে আরো আছে ৬০০০ প্রত্যেকের।

    29-Nov-2015 9:47 pm

    30-Nov-2015 4:36 am


    একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে মুমিনদের উদাহরন লতা গাছের মত। বাতাস আসলে এলিয়ে পড়ে আবার সোজা হয়। আর কাফিরদের উদাহরন শক্ত কান্ডের গাছের মত। বাতাসে কিছু হয় না। কিন্তু শেষে প্রচন্ড ঝড়ে গোড়া সহ উপড়ে পড়ে।

    ছোটবেলায় যখন পড়েছিলাম তখন অর্থটা বুঝতে পারছিলাম না। এখন বুঝছি যে মুমিনদের উপর ছোট ছোট বিপদ আসতে থাকবে। একবার লতিয়ে পড়বে আবার সোজা হবে।

    আর কাফিরদের খারাপ কাজের জন্যও কোনো বিপদ আসবে না। কিন্তু শেষে একটা বিশাল কোনো বিপদ এসে তাদের উপড়ে ফেলবে।

    আমরা আমাদের হাতের কামই ভোগ করছি। মাঝে মাঝে। সোজা হই, আবার এলিয়ে পড়ি।

    আর ঐ দিকে বহু মুসলিমদের রক্ত কাফেরদের হাতে জমা হয়ে গিয়েছে। তাদের সময় একদিন আসবে।

    Waiting.

    30-Nov-2015 4:36 am

    30-Nov-2015 12:37 pm


    নেপাল:
    নেপাল ফিরত একজন বললো। অবরোধের পর জিনিষ পত্রের দাম খুব বেশি বাড়ে নি। তবে তেল গ্যস বন্ধ। গাড়ি কম চলছে এবং যেগুলো চলছে সেগুলো ব্লেক মার্কেট থেকে তেল কিনে চালাচ্ছে। ভাড়া অনেক বেশি। বাসায় এখন লাকড়ি দিয়ে রান্না করছে সবাই।

    30-Nov-2015 12:37 pm

    30-Nov-2015 12:56 pm

    30-Nov-2015 2:57 pm


    অত্যান্ত নরম দিলের কোনো আল্লাহর বান্দা বা বান্দি। হয়তো মরুভুমির মাঝে কোনো কুড়ে ঘড়ে থাকে। অধিকাংশ সময় ইবাদত করে আর রাসুলুল্লাহ ﷺ এর উপর সালাত সালাম পাঠায়।

    তার উপর বিপদ আসে। অনেক বেশিই আসে। সে বুঝতে পারে এগুলো আল্লাহর তরফ থেকে পাঠানো। হাসে, ধর্য্য করে। অতি কষ্টে পড়লে ভ্রু কুচকে।

    এ ধরনের মানুষের কাহিনী অমি অনেক পড়েছি। চিন্তে করতাম আমি যদি এদের মত হতে পারতাম!

    তার পরও বিপদ আসলে আমি বিচলিত হয়ে যাই। বিপদ আসার আগেই ভ্রু কুচকে ফেলি। কতটুকু কষ্ট ধর্য্য ধরে সহ্য করাতে পারবো তার পরিধিও অনেক কম।

    ধাক্কা খেয়ে বুঝতে পারি আমি তাদের মত না। আল্লাহ তায়ালা উনার নেক বান্দাদের সম্মান আরো বৃদ্ধি করুন।

      Comments:
    • একটা মেইল সার্ভার মেন্টেন করা ওয়েব সার্ভার মেন্টেন করার থেকে ১০ গুন বেশি কঠিন। স্পেম ঠেকাতে হবে, অন্য মেইলারলা আপনার সার্ভার ব্লক করে দিলে এগুলো যোগাযোগ করে খুলতে হবে, এরকম অনেক ঝামেলা।

      থার্ড পার্টিতে গেলে সে তুলনায় ঝামেলা কম।

    30-Nov-2015 2:57 pm

    30-Nov-2015 5:06 pm


    এই বছর নভেন্বর ৩১ দিনে। আর ডিসেম্বর ৩০ দিনে। বাংলাদেশ সরকারের ক্যলেন্ডার।

    30-Nov-2015 5:06 pm

    30-Nov-2015 6:16 pm


    ধর্য্য:

    আবুল হাসান সেরাজ বর্ননা করেন: একবার মক্কায় তোয়াফ করার সময় এক মেয়ের চেহারার আমার নজরে পড়ে। তার চেহারা এত উজ্জল ছিল যে আমার জীবনে এরকম আমি দেখি নি। আমি তাকে গিয়ে বললাম, "তোমার চেহারা এত উজ্জল যে তোমার জীবনে মনে হয় কোনো কস্ট নেই।"

    সে বললো "আপনি কি বলছেন? দুঃখের সাগরে আমি ডুবে আছি। এবং এই দুঃখ শেয়ার করার মত আমার কেউ নেই।"

    জিজ্ঞাসা করলাম, "কেন? কি হয়েছে তোমার?"

    বললো "আমার স্বামী এই কোরবানিতে একটা ছাগল কোরবানী করেছিলো। আমার দুই ছেলে খেলার সময় কিভাবে কোরবানী করেছে দেখানোর সময় একজন অন্যজনকে মেরে ফেলে। ভয়ে অন্যজন পাহাড়ে লুকায়। তাকে বাঘে খেয়ে ফেলে। আমার স্বামি তাকে খুজতে গিয়ে পানির পিপাসায় মারা যায়। আমার কোলে আমার তৃতীয় ছেলে ছিলো। স্বামীর খোজে আমি ছেলেকে রেখে দরজার কাছে যাই। এই সময় ছেলে চুলার কাছে গিযে হাড়ি টান দিয়ে গরম পানিতে পুড়ে মারা যায়।

    আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছিলো। সে স্বামির বাড়িতে এই সব দুর্ঘটনার কথা শুনে বেহুশ হয়ে মারা যায়।

    এই সবকিছুর পরে আল্লাহ তায়ালা শূধু মাত্র আমাকেই জীবিত রেখেছেন। সবর আর বে-সবরের মাঝে আকাশ পাতাল পার্থক্য। আমার কস্ট যদি পাহাড়ের উপর পড়তো তবে সেটাও টুকরো হয়ে যেতো। কিন্তু আমি ধর্য্য ধরে চোখে পানিকে সামলিয়েছি।

    আমার চোখের পানি গোপনে আমার অন্তরের উপর ফোটায় ফোটায় পড়ে।"

    ___________
    ফাজায়েলে হজ্জে বর্নিত কাহিনী। এটা সহি না নাসহি সেটা ভিন্ন কথা। তবে আমার ধর্য্য এখনো বসা থেকে উঠে দাড়াতে পারে নি।

    আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করুন। আর হাশরের মাঠে যাদের পথ ধরে আমরা চলছি তাদের সাথে মিলিয়ে দিন।

    30-Nov-2015 6:16 pm