Post# 1446996994

8-Nov-2015 9:36 pm


"ছেলে কি করে ? ছেলের কয়টা গাড়ি আছে? ছেলের কয়টা বাড়ি আছে? কয়টা ফ্যাক্টরি আছে? কত সম্পত্তি আছে?
বিয়ে করার জন্য এগুলোই চাহিদা থাকে!
ছেলে নামাজ পড়ে কি না,তার চরিত্র ভাল কি না, আল্লাহকে ভয় করে কি না,হালাল রোজগার করে কি না, এসব কেউ গুরুত্ব দেয় না!" -- নাজনিন আক্তার হ্যপির স্টেটাস।

নিজের পিঠে নিজেকে মারতে ইচ্ছে করছে। ফেসবুকের আর সবার মত এই আইডির ফলোয়ার আমি হয়েছিলাম জাস্ট তামাশা দেখার জন্য।

এখন দেখছি আল্লাহ তায়ালা আমার কাজকেই তামাশা বানিয়ে আমার দিকে ছুড়ে দিলেন।

    Comments:
  • মোহাম্মাদে আরাবী ﷺ ? মানে কি "আরব দেশের মুহাম্মদ" ﷺ ?

    আপনি দেখি আসাবিয়... থুক্কু :-P

  • না টার্মটা ভালো। যারা বলে "আরবদেশের ___ ___ এখানে চলবে না" তাদের মুখের উপর আমিও বলি "আমি বিশ্বাস করি আরব দেশের মরুভুমিতে জন্ম নেয়া এক ব্যক্তিকে যার নাম ছিলো মুহাম্মদ", উনার উপর সালাম।
  • রাজা-বাদশাহ = বর্তমান যুগে "মন্ত্রী-মিনিস্টর"।
  • মন্তাজের বউয়ের কাছ থেকে আমাদের শেখার কিছু অনেক আছে।

8-Nov-2015 9:36 pm

Published
8-Nov-2015