Post# 1447254698

11-Nov-2015 9:11 pm


"সে কোন বাটিতে দিয়াছিলা এমন চুমুক
নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীর অবশ,
অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।"

যখন ছাত্র ছিলাম তখনকার একটা জনপ্রীয় কবিতা। Hated it at that time.

এটা আরেকটা।

"ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কতো চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো,
কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
কেউ কথা রাখে নি, কেউ কথা রাখে না।"

Hated that one too. With a passion. :-P

রুচি আর পছন্দের কোনো পরিবর্তন হয়েছে এর মাঝে?

জানি না :-P

11-Nov-2015 9:11 pm

Published
11-Nov-2015