মিশরে সমস্যা বাড়ছে। ট্রেন্ডটা সেভ করে রাখলাম। মিশর ডাইরেক্ট বা ইনডারেক্ট সৌদি অনুদান নিয়ে চলে। মুরসির সময় অনুদান বন্ধ রাখার কারনে জিনিস পত্রের দাম বেড়ে যায়। জনগন বিরক্ত হয়। এর পর মুরসির পতন হয়।
কিন্তু এখন তেলের দাম পড়ে যাবার কারনে সৌদি অনুদান শুকিয়ে যাচ্ছে। মিশরের দেউলিয়া হবার আশংকা বাড়ছে। এখন তিন মাস আমদানি খরচ চালানোর মত টাকা আছে শুধু।
http://money.cnn.com/2015/11/02/investing/egypt-cash-crunch-oil/