পারমানবিক বোমা দুই ধরনের আছে। একটা হলো "স্ট্রেটেজিক" অন্যটাকে বলে "ট্যকটিক্যল"।
Strategic হলো একটা শহরকে ধ্বংশ করে দেবার মত বড় বোমা। যুদ্ধের সময় এগুলো ব্যবহার হয় না। শুধুমাত্র এক দেশ অন্য দেশকে ভয় দেখানোর জন্য এগুলো তৈরি করে রাখে।
আর Tactical হলো যুদ্ধের ময়দানে ব্যবহার করার জন্য ছোট পারমানবিক বোমা।
এই মুহুর্তে পাকিস্তানের আছে ১৩০ টা পারমানবিক বোমা। ইন্ডিয়ার ১২০ টি।
রাশিযা আর আমেরিকার প্রত্যকের রেডি অবস্থায় রকেটের সাথা লাগানো আছে ২০০০ করে। এর বাইরে আরো আছে ৬০০০ প্রত্যেকের।