Post# 1448625648

27-Nov-2015 6:00 pm


বর যাত্রা এসে পৌছানোর জন্য কিভাবে অপেক্ষা করতাম:

৮০': বারান্দা দিয়ে তাকিয়ে থাকতাম রাস্তা দিয়ে দূরে। প্রতিটা গাড়ি দেখলে মনে হতো এই এলো বুঝি। সত্যি সত্যি এসে পৌছলে উল্লাস।

২০০০: মোবাইল ফোনে খবর নিতাম তোমরা কোথায়? উল্লাসটা তখনো ছিলো, কিন্তু একটু ড্যম্প। সারপ্রাইজ ফ্যক্টরটা আর নেই বলে।

২০১০: এখন ট্রেকার দিয়ে গাড়ির পজিশন প্রতি মুহুর্তে চেক করি। প্রতিটা জ্যাম, কোথায় কতক্ষন দাড়ালো, এখন কোন রাস্তায়, সবকিছু। সারপ্রাইজ ফ্যক্টর জিরো। :-P

আজকে এক বর যাত্রার পৌছার জন্য অপেক্ষায় আছি।

27-Nov-2015 6:00 pm

Published
27-Nov-2015