Post# 1448806797

29-Nov-2015 8:19 pm


ফ্রেন্ডস ওনলি আপডেট। সামনের দিনগুলো আরো চ্যলেঞ্জিং হবে। তাই পাবলিক পোস্টে সমসাময়িক বিষয় নিয়ে কথা কম বলবো চিন্তে করছি।

২০১৩ তে হিফাজতের সম্মেলনের সময় আমাদের এক ফেসবুকিয় আলেম সম্মেলন থেকে ফিরার সময় নিজের পকেট থেকে কোরআন শরিফটা বের করে রেন্ডম একটা পাতা খুলে দেখেছিলেন কি আসে। উনি এরকম মাঝে মাঝে করতেন।

তখন আসলো সুরা বাকারার এই আয়াতটি:

"তোমাদের কি মনে কর জান্নাতে ঢুকে যাবে? অথচ তোমাদের উপর ঐ রকম বিপদ আসে নাই, যেরকম বিপদ তোমাদের আগে যারা মারা গিয়েছে তাদের উপর এসেছিলো?

তাদের উপর এসেছিলো বিপদ আর কষ্ট এমন ভাবে যে তারা কাপতে আরম্ভ করেছিলো। এমন কি তাদের রসুল ও ঈমানদাররা বলছিলো "কখন আল্লাহর সাহায্যে আসবে?"

শুনে নাও! আল্লাহর সাহায্যে কাছেই।"
_______
আল্লাহর সাহায্য আসবে ঠিক। কিন্তু তার আগের বিপদ এখনও সম্পুর্ন হয় নি। বাকি আছে। Me thinks.

    Comments:
  • কোনো ব্যপারে যখন আমি ডিসিশনে নিতে পারি না তখন আমি এরকম করি। রেক থেকে কোরআন শরিফের একটা অনুবাদ নিয়ে, রেন্ডম একটা পেজ খুলে যে আয়াত আসে তার অর্থ দেখে করনীয় বের করার চেষ্টা করি।

29-Nov-2015 8:19 pm

Published
29-Nov-2015