আমাদের অপু ভাই লিখেছেন ট্যক্সের টাকা যারা দেন তারা সরকারের পাপের ভাগী। আমাদের পুরানো বন্ধু এম মাহবুবুর রহমান কমেন্ট করেছেন ইমাম আওলাকির মতে এই ট্যক্স দাতারা combatant ক্যটাগরিতে পড়ে।
মনে হচ্ছে আমি ছাড়া অনলাইনের ইসলামিস্ট আর সবাই কেমন যেন একটা আইডোলজির দিকে সিফট করছেন যেটার ঘোড়া বহুদূর পর্যন্ত দৌড়ে যেতে পারে। আনচার্টেড টেরিটরিতে।
তবে কি আমি ভুল? জানি না। তবে এতটুকু বুঝতে পারছি এটা একটা "ফিতনা"। তাই আমার জন্য চুপ করে যাওয়া ভালো।
এখন থেকে এই টপিকের উপর আলোচনা বাদ দেবো? শুধু সাইন্স আর জোকস দেবো কমেন্টে?
জানি না। তবে ফিতনা: Increasing.
- Comments:
- "No team ever diagnoses itself as mediocre."
Habib 
 President of Facebook Commentators
- এটা প্রিন্ট করে দেয়ালে টাংগিয়ে রাখার পারমিশন আছে?
- মাছ ধরার সামর্থ যার আছে, সে "কেউ এখনো আমাকে শিখায় নি, তাই বসে আছি" এমনটা করে না।
একটা শ্রেনী সত্যি সত্যি চাকরি বা ব্যবসা করার যোগ্যতা রাখে না। তাদের সারা জীবন সাহায্য করে যেতে হয়।