Post# 1447115350

10-Nov-2015 6:29 am


মগ বলতে বার্মিজদের বুঝাতো। মগের মুল্লুক মানে বার্মা। মগের মুল্লুকে এবছর থেকে গনতন্ত্র চালু হলো।

বৃটিশ আমলে সম্ভবতঃ ১৮৬০ সালের দিকে বাংলাকে দুইভাগে ভাগ করা হয় ধর্মের উপর। কলকাতা সাইডটা হলো হিন্দুদের পশ্চিম বাংলা। আর রাজশাহী থেকে এই দিকটাতে মুসলিমদের পূর্ব বাংলা।

মগের মুল্লুকে গণতন্ত্র আসলেও, আমাদের পূর্ব বাংলায় গনতন্ত্র সরিয়ে এখন ফ্যসিবাদ এসেছে।

অভিযোগ করছি না। আল্লাহ তায়ালা যে প্রশ্নপত্র দিয়ে যে এলাকার মানুষকে যখন পরিক্ষা করতে চান উনি করেন। "প্রশ্ন কেন কঠিন হলো" এই অভিযোগ না করে পরিক্ষার উত্তর লিখার দিকে মনোনিবেশ করা উচিৎ।

    Comments:
  • আমি ধরে নিচ্ছি আমর পরিবার ছাড়া আর কারো কাজের দায়িত্ব আমার উপর নেই।

10-Nov-2015 6:29 am

Published
10-Nov-2015