Post# 1448612072

27-Nov-2015 2:14 pm


রাসুলুল্লাহ ﷺ এর মৃত্যুর পর পরই মুসাইলামা নামে একজন দাবী করে তার উপর এখন ওহী নাজিল আরম্ভ হয়েছে। সে ছিলো মিথ্যাবাদী।

আল্লাহ তায়ালা হক আর বাতিলের মাঝে পার্থক্য দেখানোর জন্য এটা করেছেন। পাশাপাশি দুটোকে রেখে, যেখানে একটা সত্য অন্যটা মিথ্যা। পার্থক্যটা এর পর স্পস্ট।

এর পর যুগ যুগ ধরে এই উম্মাহর উপর যখনই কোনো সত্য কিছু আসবে তখনই ঐ সত্যের ভান ধরে একটা মিথ্যা দাড়িয়ে যাবে। মানুষকে কনফিউজড করার জন্য।

মাহদির পক্ষে যখন আকাশ থেকে ঘোষনা হবে "ইনি মাহদি তাকে অনুসরন কর" তার সংগে সংগে মাটি থেকে এরকম আরেকটা ঘোষনা হবে। "অন্য একজন মাহদি তাকে অনুসরন কর।" প্রথমটা ফিরিস্তার পক্ষ থেকে অন্যটা শয়তানের।

সেরকম, মসিহ ঈসা আ: আসার কিছু দিন আগে মসিহ দাজ্জাল এসে ঘোষনা দেবে আমিই ঈসা। দাজ্জাল হলো মিথ্যা মসিহ। ঈসা হলেন সত্য। দুজনই পাশা পাশি আসবে।

এটা মুমিন আর মুনাফিকদের মাঝে পার্থক্য করার জন্য। আন্তরিক আর কপটদের মাঝে একটা দাগ টানার জন্য।

আল্লাহ তায়ালা আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন। আর আমরা উনার দিকেই ফিরে যাবো।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

27-Nov-2015 2:14 pm

Published
27-Nov-2015