দাড়ির উপর ট্যক্স:
৭০, ৮০র দশকে কমুনিস্ট প্রোপাগান্ডার অংশ হিসাবে সোভিয়েত ইউনিয়ন থেকে ছোটদের বাংলা গল্পের বই ছাপিয়ে বিতরমন করা হতো। আমি এই বইগুলোর খুব ভক্ত ছিলাম। কম দামে কেনা যেতো ভালো প্রিন্টের বই।
সে রকম একটা বইয়ে পড়েছিলাম ছেলেদের দাড়ি রাখা বন্ধ করার উদ্যেশ্য কমুনিস্ট সরকার একসময় গ্রামের দাড়ি ধারীদের উপর ট্যক্স ধরা আরম্ভ করে। তার পরও কিছু লোক দাড়ি রাখে। এর পরের বছর ট্যক্স কয়েকগুন বাড়িয়ে দেয়া হয়। এর পর সবাই দাড়ি কেটে ফেলে।
যেটা সে বইটাতে বলা হয় নি সেটা হলো এই দাড়ি ধারীরা ছিলো মুসলিম। এটা আমি পরে জেনেছি।
কমুনিস্ট রাশিয়ার মত দাড়ির উপর বাৎসরিক ট্যক্স এই দেশে নেই। তবে দাড়ি থাকলে পুলিশ ধরে থানায় নিয়ে যায়। এর পর টাকা দিয়ে ছেড়ে আসতে হয়।
এই টাকা দেয়াটাকে দাড়ির উপর ট্যক্স বলা যায় কিনা, সেটা আমি জানি না।
- Comments:
- সেন্ট্রাল আফ্রিকায় মুসলিমদের শহরের রাস্তায় দেখলে জীবন্ত পুড়িয়ে তাদের গোস্ত চিবিয়ে খাচ্ছে। নেটে সার্চ করলে ছবি পাবেন।