মিশরের এখন তালগোল পাকানো অবস্থা। স্পস্ট প্রমান ছিলো যে রাশিয়ান এয়ারলাইন বোমা বিস্ফোরনে পড়ে গিয়েছে। কিন্তু নিজেদের ইমেজ নস্ট হবে বলে মিশর সরকার এটা অস্বিকার করে ধামাচাপা দিতে চেয়েছে।
এখন সবকিছু যখন বেরিয়ে এসেছে এখন তারা খড়কুটু ধরে পরিত্রান খুজছে। এদিকে একের পর এক এয়ারলাইন তাদের মিশর ফ্লাইট বাতিল করছে। বিদেশিরা আটকা পড়েছে, টুরিস্টরা কানে ধরছে আর মিশরে আসবে না।
টুরিজমে বিশাল ধ্বস নামবে এখন। এবং টুরিজম হলো মিশরের জিডিপির ৫%। এম্পয়মেন্টের ১০%।