Post# 1447939191

19-Nov-2015 7:19 pm


আজকে সারা দিনে Proxy server setup করলাম।

Desktop এ Use proxy server এ গিয়ে Automatically load Proxy setting from URL: এ গিয়ে এই URL টা বসাতে হবে।

http://habibur.com/proxy/

এর পর ফেসবুক ব্রাউজ করতে থাকলে অটমেটিক প্রক্সি দিয়ে যাবে। অন্য সাইটগুলো ডাইরেক্ট লিংক হবে [প্রক্সি বাই পাস করে]

ডেস্কটপ/ল্যপটপে এটা কাজ করবে। Android এ Auto Proxy এর সাপোর্ট নেই।

চেক করে দেখেছি কাজ করে। এটা এখন ওপেন প্রক্সি। মানে যে কেউ ইউজ করতে পারবে।

iOS এ:

Settings -> WiFI -> যে কানেকশনটা ব্যবহার করছেন সেটা টাচ করতে হবে -> Proxy -> Auto -> URL: এখানে লিখতে হবে "http://habibur.com/proxy/"

OSX এ:

Apple -> System Preference -> Network -> WiFI -> Proxies -> Automatic Proxy Configuration চেক করার পর একটা বক্স আসবে -> Proxy configuration file URL: লিখতে হবে "http://habibur.com/proxy/"

19-Nov-2015 7:19 pm

Published
19-Nov-2015