একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে মুমিনদের উদাহরন লতা গাছের মত। বাতাস আসলে এলিয়ে পড়ে আবার সোজা হয়। আর কাফিরদের উদাহরন শক্ত কান্ডের গাছের মত। বাতাসে কিছু হয় না। কিন্তু শেষে প্রচন্ড ঝড়ে গোড়া সহ উপড়ে পড়ে।
ছোটবেলায় যখন পড়েছিলাম তখন অর্থটা বুঝতে পারছিলাম না। এখন বুঝছি যে মুমিনদের উপর ছোট ছোট বিপদ আসতে থাকবে। একবার লতিয়ে পড়বে আবার সোজা হবে।
আর কাফিরদের খারাপ কাজের জন্যও কোনো বিপদ আসবে না। কিন্তু শেষে একটা বিশাল কোনো বিপদ এসে তাদের উপড়ে ফেলবে।
আমরা আমাদের হাতের কামই ভোগ করছি। মাঝে মাঝে। সোজা হই, আবার এলিয়ে পড়ি।
আর ঐ দিকে বহু মুসলিমদের রক্ত কাফেরদের হাতে জমা হয়ে গিয়েছে। তাদের সময় একদিন আসবে।
Waiting.