সংক্ষেপে: ছেলেদের বিয়ে দেবার জন্য বয়স হলো ২০ থেকে ২৪। মেয়েদের ১৬ থেকে ২২।
কোনো ক্ষেত্রেই যেন ২৫ পার না হয়।
https://www.youtube.com/watch?v=_iGukpNYWwQ
- Comments:
- ধরে নিয়েছি এই সরকার ফেসবুক আর খুলছে না। ফেসবুক খুলে দেয়া ক্ষমতা শক্ত করার ক্ষেত্রে কোনো কাজ করবে না, তাই কোনো ইনসেন্টিভও নেই। Brace yourself.
- হেকমতের সাথে এপ্রোচ করতে হবে।
- মন্ত্রী বলেছে প্রত্যেক নাগরীকের নিরাপত্তা না দিলে খুলবে না + পুলিশ বলছে প্রত্যেকের নিরাপত্তা দেয়া সম্ভব নয় = পারমানেন্ট ব্লক, আমি মনে করছি।
- তারা দিতে পারছে না লজ্জায়। টেকনিক্যল সমস্যার জন্য না। আর লজ্জাটা কেটে যেতে তাদের সময় লাগবে না। আওয়ামি যেহেতু।
- তাহলে সময় নস্ট করার কোনো কারন দেখছি না।