Post# 1447400794

13-Nov-2015 1:46 pm


খুতবা:
মাসলা মাসায়েল যখন শিখছিলাম তখন শিখেছিলাম জুম্মার দ্বিতীয় আজান হলো "ইদা নুদিয়া লি সালাহ..." --- ঐ আজান যেটার পর ব্যবসা বানিজ্য করা নিষিদ্ধ হয়ে যায়। কারন ওসমান রা: এর আগে পর্যন্ত এই আজানটাই শুধু মাত্র দেযা হতো। প্রথম আজানটা পরে চালু হয়েছিলো।

খুতবার আগে বাংলা বয়ান করা জায়েজ নাকি না জায়েজ এটা নিয়েও এক সময় তর্ক ছিলো। ৮০র দিকে ঢাকার মসজিদে বাংলা বয়ান অনেক মসজিদে হতো না।

কিন্তু এখন এমন দাড়িয়েছে যে বাংলা বয়ানটাই অনেকটা জুম্মা খুতবার মত হয়ে গিয়েছে। আরবী খুতবাটা সংক্ষিপ্ত এবং নিয়ম রক্ষার জন্য।

তাহলে কি আমি বাংলা বয়ানটাকে খুতবা ধরবো যেটা শুনা ওয়াজিব? নাকি দ্বিতীয় আজানের পরের আরবী খুতবা এখনো ওয়াজিব? বাংলাটা অপশনাল?

এটার উপর নির্ভর করে বাংলা বয়নের সময় সুরা কাহাফ পড়া বা নামাজ পড়া জায়েজ হবে কিনা। এবং জুম্মার প্রথম আজানকেই এই যুগে "ইদা নুদিয়া লিস সলাহ..." ধরা হবে কিনা।

উত্তরটা জানা নেই। তবে জানতে ইচ্ছে করছে খুব।

    Comments:
  • Allah destroys the race who's activities He no longer accepts.

    That we believe ourselves to be on the correct path is no guarantee that we actually are.

    Acceptance from Allah leads to Victory. Otherwise it's a losing war.

13-Nov-2015 1:46 pm

Published
13-Nov-2015