হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম হত্যাকান্ড সম্বন্ধে ফায়সালা হবে।
সেদিন একজন লোক আরেকজন লোকের হাত ধরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করে বলবে, "হে আল্লাহ! এই লোকটি আমাকে হত্যা করেছে।"
আল্লাহ তাআলা ঐ লোককে বলবে, "তুমি তাকে কেন হত্যা করেছ?"
জবাবে সে বলবে, "ইয়া রব! অমুক লোকের সম্মান বৃদ্ধি করার জন্য আমি তাকে হত্যা করেছি।"
অতঃপর আল্লাহ তাআলা বলবেন, "নিঃসন্দেহে তুমি তোমার আমলকে বরবাদ করে দিয়েছ।"
তেমনিভাবে অন্য আরেকজন লোক আরেকজনকে পাকড়াও করে বলবে, "হে আল্লাহ! এই লোকটি আমাকে হত্যা করেছে।"
তাকে দেখে আল্লাহ তাআলা বলবেন, "তুমি তাকে কেন হত্যা করেছ?"
সে জবাবে বলবে, "হে আল্লাহ! আমি আপনার সম্মান বৃদ্ধি করার জন্য তাকে হত্যা করেছি।"
জবাবে আল্লাহ তাআলা বলবেন, "আমার সম্মানতো আগে থেকে বৃদ্ধি হয়ে আছে।"
________
আল ফিতান - নুয়াইম বিন হাম্মাদ। হাদিস: ৪৬৪
সহি জয়িফ তাহকিক করা হয় নি।
- Comments:
- Cheers (Y)