বাচ্চাগুলো এসে জিজ্ঞাসা করলো "বাবা, কালকে কি স্কুল হবে?" যদি বলি "না।" তাহলে তারা হাত তুলে নাচতে থাকবে। আগে স্কুলে ফোন করলে বলে দিতো কালকে স্কুল হবে কি হবে না। কিন্তু এখন পলিটিক্যলি সেইফ থাকার জন্য সরাসরি বলে না। বলে "হরতাল হলে স্কুল বন্ধ থাকবে।"।
তাই ইমরান সরকারের দিকে তাকিয়ে ছিলাম জানতে কালকে বাচ্চাদের স্কুল হবে কি হবে না।
হরতাল নিশ্চিৎ হয়ে বললাম, "কালকে বন্ধ।" এবং বাচ্চাগুলো তাদের রুটিন মত হো...ও....ও আরম্ভ করেছে।
হরতাল ডাকার দরকার পড়লো কেন? শাহবাগের কি হলো? সেখানে অন্দোলন ও মিটিং এর কি হয়েছে? সেগুলো জমছে না কেন? রিসেন্টলি কেউ ট্রাই করেছিলো?
মনে পড়লো ট্রাই করেছিলো। মানুষ্যবিহীন ময়দানে ছয়টা মাইক ছয়টা বেনারের আন্ডারে তিন দিন বাজার পর পুলিশ সবগুলো তুলে দিয়েছিলো।
জায়গাটার নাম আর প্রজন্ম চত্বর হতে পারলো না। লোকগুলোর নাম বরং শাহবাগী হয়ে গেলো।
And quiet flows the Don.