Facebook Posts - August 2018

1-Aug-2018 9:37 pm


এই সরকারের উপর আল্লাহ তায়ালার গায়েবি মদদের উপর একটা পোষ্ট দিতে চাচ্ছিলাম :


কিন্তু নিজেকে ঠেকিয়ে রেখেছি। কারন এর আগে এই রকম ভিন্ন একটা দলের উপর পোষ্ট দেবার পর আমাদের ফেসবুকিয় আন্ডারগ্রাউন্ড প্রোপাগান্ডা বাহিনির মাথা প্রায় খারাপ হবার জোগাড় হচ্ছিল। "কী? আমাদের শত্রু দলের উপর আল্লাহর মদদের পোষ্ট?"


On a side note, এদের সবাই এখন ব্লকড। সর্বশেষ প্রো-গনতন্ত্র পোষ্ট দেবার পর তাদের হামলিয়ে পড়ার কথা ছিলো। কিন্তু কোনো রিএকশন নেই। এটা দেখে মানে হচ্ছে ব্লকে কাজে দিচ্ছে :-)


তবে কি গায়েবি মদদের উপর একটা পোষ্ট দেয়া যায়? Thinking.

1-Aug-2018 9:37 pm

2-Aug-2018 2:34 pm


Tech Post,


প্রথমে ছিলো jquery. এটা ব্যবহার না করা ছিলো অপরাধ, "নির্বুদ্ধিতা"। "লাইব্রেরি ব্যবহার না করে সে নিজে নিজে কোড করে।"

এর পর Rails টিম jquery কে বাদ দেয়। সংগে সংগে সবার কথা "jquery ব্যবহার করা নির্বুদ্ধিতা", "এগুলো নিজে নিজেই লিখা যায়", "এত বড় লাইব্রেরি ব্যবহার করে পেইজ স্লো করার মানে নেই।"


এখন Javascript client side data binding দরকার। নিজেই লিখা যায়। লিখলাম অল্প। এর পর খুজে দেখলাম কি আছে।

পেলাম,
প্রথমে ছিলো Angular.
এর পর "এত বড় ফ্রেইমওয়ার্ক দরকার নেই" দাবি করে আসে React.
এখন Light weight মনা পাবলিকরা ব্যবহার করে Vue.js


এখনো বলা হচ্ছে এগুলো ব্যবহার না করা "নির্বুদ্ধিতা", "আপনার কোডে সবসময় bug থাকবে", "why reinvent the wheel?"

কিন্তু আমার কানে এসব পুরানো কথা।

Thinking what to do.

2-Aug-2018 2:34 pm

2-Aug-2018 4:15 pm


হানাফি ফিকাহতে কেনা বেচার মূল শর্ত হলো :

  • যে বিক্রি করছে তাকে স্বেচ্ছায় বিক্রি করতে হবে। জোর করে তার থেকে মাল নেয়া যাবে না।

    - যে কিনছে তাকে স্বেচ্ছায় কিনতে হবে। জোর করে তার কাছে বিক্রি করা যাবে না

    - কি কিনছে সেটা এবং কত টাকায় কিনছে সেটা পরিস্কার হতে হবে। অস্পষ্ট বা "ভালোও হতে পারে মন্দও হতে পারে, আপনার কপাল" এরকম করে বিক্রি করা যাবে না।

    তাই যদি হয় তবে আমি পুকুরের পানি লক্ষ টাকা বোতলে বিক্রি করতে পারি। যদি যে কিনছে সে স্বেচ্ছায় পুকুরের পানি জেনে লক্ষ টাকায় আমার কাছ থেকে কিনতে চায়।


    "কিন্তু প্রফিটের তো একটা লিমিট আছে!"
    "হুজুর মানুষ এত লাভ খান কেন? আল্লাহকে ভয় করেন।"
    "এই সব বিক্রি করা জায়েজ?"

    এই প্রশ্নগুলো এখানে প্রযোজ্য না। আমার বা আপনার পছন্দ হোক বা না হোক।


    "ভাই আমার কিনাই পড়ছে <এত> টাকা"
    বিক্রি নাজায়েজ কারন যদি এটা মিথ্যা হয়ে থাকে।

    "নিয়ে যান ভালো মাল।"
    বিক্রি না জায়েজ যদি খারাপ মাল হয়। মিথ্যা বলে বিক্রি করছে।

    "কিসের পানি আমি বলবো না, পছন্দ হলে নিন।"
    না জায়েজ কারন পানি পুকুরের সেটা গোপন করছে।

    "ভাই পুকুরের পানি বিক্রি করছি, লক্ষ টাকা বোতল। আপনার পছন্দ হলে নিন। পুরো টাকাটাই আমার লাভ।"

    বিক্রি জায়েজ। :-)

    2-Aug-2018 4:15 pm

  • 2-Aug-2018 11:23 pm


    Server process [daemon] লিখার সময় :

    ১। IO Non blocking হতে হবে। socket_read, write এ wait করা যাবে না।

    ২। main worker loop এ ছোট হলেও একটা sleep রাখতে হবে। যেমন sleep 100 mili seconds. তা না হলে 100% CPU usage এ উঠে যাবে। কিন্তু কিছু sleep দিলে CPU ধুম করে 2% এ নেমে যাবে।

    ৩। বড় সড় Error হলেও exit() করা যাবে না। ১ সেকেন্ড sleep করে আবার try করতে হবে। এভাবে loop এ যতক্ষন না কাজটা successfully শেষ হয়।

    যেমন bind with port 2030, বা malloc() বা অন্য কিছু যদি Fail করে। তবে try করে যেতে হবে। Log এ error message দিয়ে কিন্তু exit না করে।

    তাতে port বা memory কেউ কিছু সময় পরে free করে দিলে server নিজে নিজে চালু হয়ে যাবে। Restart করার দরকার নেই।

    2-Aug-2018 11:23 pm

    3-Aug-2018 12:27 pm


    আয়মান সাদিকের বিরুদ্ধে rage টা বুঝছি না। সে তার কাজ করছে, let him do it. এর বাইরে তাকে এটা বা ওটার পক্ষে বা বিপক্ষে স্ট্যান্ড নিতে হবে কেন সেটা হলো প্রশ্ন।
      Comments:
    • দোষ দেয়া যায় না। স্যারের সাথে তার পার্থক্য হলো স্যার চেতনার ব্যপারে প্রোএকটিভলি ভোকাল। "বমি করে দেন"। জায়গামত চুপ।

      আয়মান যদি সব জায়গায় চুপ থাকে তবে let him do what he is doing.

    • চেতনা-এন্টিচেতনা বোঝা যাবে আয়মানের ষ্ট্যন্ড দেখে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন তার বয়স খুবই কম।
    • ^ //শিক্ষক মানে এই না যে তাদের ক্লাসের বাহিরে ছাত্রদের প্রতি কোন দায়বদ্ধতা নেই//
      সে দায়িত্ব প্রাপ্ত বা বেতন ভুক্ত শিক্ষক না। যা করছে ফ্রি করছে। তাই যতটুকু করছে সেটাও তার দায়িত্বের বাইরে। এটা বুঝতে হবে।
    • ^ oh! correcting.

    3-Aug-2018 12:27 pm

    3-Aug-2018 3:01 pm


    when big planes swing like fighter planes.
    bonus : it's propeller driven.
    This post had an attachment, which is now missing

    3-Aug-2018 3:01 pm

    5-Aug-2018 2:24 am


    Looking forward.

    কালকে কি হবে? সাত দিন পরে? দুই মাস পরে? এক বছর পরে কি?

    কি হবে একটা কিছু ধারনা করে নেই। এর পর সেটা বলি। সেটা মিলে না। কারন আল্লাহ তায়ালা ইচ্ছে ভিন্ন এবং আমার ধারনার থেকে উন্নত।

    কিন্তু কি ভাবে, কেন, কোন পথে ঘটনা গড়াচ্ছে সেটা তখন ইন্টারেসটিং হয়ে যায়।

    এ থেকে প্রেডিকশন।

    5-Aug-2018 2:24 am

    5-Aug-2018 1:51 pm


    ১০% এ নেমে আসবে?
    নাকি ১০ গুন বাড়বে?

    Looking forward.

      Comments:
    • অথচ আমি ধারনা করেছিলাম গত ১০ বছর ধরে পাঠ্য বইয়ে চেতনা শিখতে শিখতে ছাত্ররা সবাই এখন চেতনা পন্থি সরকারের পক্ষে বড় হয়েছে।

      কমুনিষ্ট দেশগুলোতে যেমন ছেলে পেলেরা বড় হয় অন্ধ কমুনিষ্ট ভক্ত হিসাবে। দল সরকার যাই করুক। যতদিন "মজলুম মানুষের পক্ষে" ট্যগটা আছে। বাকি সব কিছু "সাম্রাজ্যবাদি আমেরিকার" অপপ্রচার।

    • জাফর ইকবাল মনে হয় এখনো পক্ষে। সরকারকে "লাভের গুড়" খাওয়া দলের পরিধি বাড়াতে হবে। এই গুড়টা আদায় করতে হবে বাকি জনগন থেকে। খাওয়ার দল এর পর নিজেদের গরজে প্রটেকশন দেবে।

      Divide and rule. বাকি সবাইকে চুষে এক দলকে খাওয়াও। খাওয়ার দল তোমার পক্ষে ফাইটার।

    5-Aug-2018 1:51 pm

    5-Aug-2018 3:25 pm


    সারা দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া এখন সময়ের দাবি।

    ডাউন থাকা সময়ে আমার ওয়েবসাইটগুলো কেউ যেন হ্যাক না করে সেই দোয়া। কারন চাইলেও তখন ফিক্স করতে পারবো না।

    > "সারা দেশের ইন্টারনেট নিশ্চই বন্ধ হবে না?"
    Dream on.

      Comments:
    • এর পরও শুধূ প্রশ্ন ফাস ঠেকানোর জন্য আধা ঘন্টা সারা দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন মন্ত্রী মহোদয় কিছু দিন আগে। অন টেষ্ট রাত ১০ টায়। Keep dreaming.
    • ^ প্রমান করে যে সময়ের দাবি পূরনে সরকার ত্বরিতকর্মা না।

    5-Aug-2018 3:25 pm

    6-Aug-2018 1:00 pm


    ইন্দোনেশিয়ায় ভুমিকম্পের সময়ে ইমামের নামাজের ভিডিও ভাইরাল। শেখ ইয়াসির কাজিও শেয়ার করেছেন।

    কিন্তু কোন ওয়াক্তের নাামাজ পড়ছিলেন? এর কোনো তথ্য নেই।

    খুজলাম।

    ভুমিকম্প হয়েছে সন্ধা ৫:৪৫ এ। সূর্যাস্ত সন্ধা ৬:১০ এ।
    মানে কোনো নামাজেরই সময় না। আসরের জন্য মাকরুহ ওয়াক্ত। মাগরিবেরও সময় হয় নি।

    Missing something? তবে?

      Comments:
    • একটা ব্যখ্যা হতে পারে এটা মূল ভুমিকম্পের সময় না। বরং এর পরের আফটার শকগুলোর সময়।
    • ^ ইন্দোনেশিয়া বিশাল দেশ এক মাথা থেকে অন্য মাথায় সময় অনেক পার্থক্য হবে।
    • আমি যে সময়টা দিয়েছি এটা ভুমিকম্পের এলাকায়।
    • ^ হুম। right. তাহলে ইশার নামাজ।

    6-Aug-2018 1:00 pm

    6-Aug-2018 8:03 pm


    "এখন কি করা?"

    কোরআন পড়েন। মুখস্ত করেন। কোনো একটা জামাত যেন মিস না হয়। রাতে নামাজ পড়েন। And stay fit. বেশি খাবেন না। লিফট বা গাড়িতে না উঠে পায়ে হাটেন।

    "কিন্তু ..."

    যতদিন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন বাধা ছাড়া, ততদিন কিছু করা যাবে না।

      Comments:
    • ^ Depends on what message one takes from what.
    • ^ ইলাবোরেট করলে ট্রল জমে যাবে তর্ক করার জন্য। যে যার ব্যখ্যা নিয়ে পুশ করতে থাকবে "এটাই কোরআনের কথা...."।

    6-Aug-2018 8:03 pm

    6-Aug-2018 9:57 pm


    Meanwhile Saudi severs diplomatic tie with Canada. Personals have 24 hours to leave Saudi.

    6-Aug-2018 9:57 pm

    7-Aug-2018 12:52 am


    SYND 18-12-71 INDIANS BOMB DACCA
    https://www.youtube.com/watch?v=FzzZE4VwjA8

    https://www.youtube.com/watch?v=FzzZE4VwjA8

      Comments:
    • ^ indeed. যখন ঐ পর্যায়ে যাবে তখন অনুমতি দেয়া আছে। পরে, তার আগে না।
    • আপনি জানেন?
    • আমি আপনার কাছে জানতে চাচ্ছি।
    • না। গল্প করার সময় নেই। ব্যস্ত আছি।

    7-Aug-2018 12:52 am

    7-Aug-2018 2:20 pm



    যে কোনো ইশুর হাজার পক্ষ আছে। আমি সব পক্ষেরই যুক্তি শুনেছি। এর পর এক পক্ষের কথা গ্রহন করেছি। যেহেতু সব পক্ষের কথা একসাথে গ্রহন করা অসম্ভব। একটা অন্যটার বিপরিত বলে।

    পরিনতি :
    "আপনি অজ্ঞ, নিজের অজ্ঞতাকে জাহির করছেন।"
    "সত্যকে অস্বিকারকারী সানজির ..."
    "চোখে চশমা পড়ে থাকলে..."
    "নিজের নফসের অনুসারী...."

    যদি ভিন্ন পক্ষ নিতাম তাহলেও অন্য পক্ষ উপরের কথাগুলো বলতো।

  • "...আপনার ...এই কথা অধিকাংশ আলেম বলছে না কেন? শুধু আপনাদের কাছে শুনি কেন?"

    - "আমাদের দলিল হলো কোরআন হাদিস। কারো কথা কোনো দলিল না।"

    "হুম। তাহলে কোরআন পড়ে আপনি কি বুঝেছেন সেটা বললেন। এবার আমি নিজে পড়ে দেখি আমি কি বুঝি। আমি বুঝেছি <এই এই>"

    "আপনার এই ব্যখ্যা কোনো আলেম কখনো করে নি। আপনি নিজের মন মতো ব্যখ্যা করলে তো হবে না!"

    "এই মাত্র না বললেন, কারো কথা কোনো দলিল না?"

    7-Aug-2018 2:20 pm

  • 7-Aug-2018 9:49 pm


    এলাকায় ঈদের জামাত শেষ হবার পর কোরবানী দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে থাকে তারও কোরবানী হবে যেহেতু জামাত হয়ে গিয়েছে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    7-Aug-2018 9:49 pm

    8-Aug-2018 1:46 am


    "চিটে আলাদা করা চলছে"


    "তবলিগে অনেক মানুষ জমে গিয়েছিলো। তাই ধান থেকে চিটে আলাদা করা চলছে।"

    প্রশ্ন হলো কোন দলকে আমি ধান ধরবো আর কাকে চিটে?


    যারা মোমবাতি নিয়ে ১৩ সালে শাহবাগে গিয়ে পুজো দিতো [মুসলিমরা "প্রার্থনা"] তারা এখন সরকার বিরোধি পোষ্ট দিচ্ছে।

    দল ভাগ হচ্ছে। কে ধান? কে চিটে?


    চেতনা কে আমি হকের মানদন্ড ধরি।

    সমস্যা হলো পুজারিরা দন্ড হাতে নিয়েই দিক বদলাচ্ছে।

    আমিও যদি সমান তালে দন্ডের বিপরিত দিকে থাকার চেষ্টা করি।
    তবে এর পর আমি কি ধানের সংগে থাকবো নাকি চিটে?

    8-Aug-2018 1:46 am

    8-Aug-2018 8:00 am


    "Power Worth Less Than Zero Spreads as Green Energy Floods the Grid"

    Indicates a future of rechargeable battery powers. As you can recharge almost for free.

    https://www.bloomberg.com/news/articles/2018-08-06/negative-prices-in-power-market-as-wind-solar-cut-electricity

    8-Aug-2018 8:00 am

    8-Aug-2018 3:07 pm

      Comments:
    • ^ যারা আরবী শিখছে তাদের প্রেকটিশের জন্য।

    8-Aug-2018 3:07 pm

    8-Aug-2018 9:05 pm


    আরেক ধাপ নিচে। এটা শেয়ার করলাম কারন বাড়ির পাশের মসজিদ। ওয়ার্ড কমিশনার হয়ে, থানা হয়ে, জিম্মাদারের কাছে চিঠি।

    প্রশ্ন আসে চিনলো কেমনে? এত দিন তবলিগের কাজে সরকার তো দূরের কথা, মিডিয়া পর্যন্ত ধারের কাছে ঘেষতে পারতো না।

    উত্তর পাওয়া যায় গত ৫ বছরের কাজে। যারা তাদেরকে ডেকে এনেছে।

    এটাই শেষ না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    8-Aug-2018 9:05 pm

    9-Aug-2018 6:05 pm


    নিচে মোবাইলের সিম রাখার একটা বাক্সের ছবি। বুয়েটের কোন ছাত্র নাকি আবিষকার করেছে। এটার অলটারনেট ব্যবহার হিসাবে ঔষধ রাখার জন্য আমার লাগবে। কোথায় পাওয়া যায় জানালে খুশি হবো।

      Comments:
    • বেআইনি জিনিস ধরে নিয়ে এগোরা ইতিমধ্যে এটা সরিয়ে না ফেললেই হলো। Mohammad Zahidul Alam
    • ^ দারাজে পাওয়া যায় নাকি দেখে, এখনই অর্ডার দিচ্ছি। বাজারে গুজব : এই আইটেম এই দেশে ব্যন করা হতে যাচ্ছে। তার আগেই কিনে রাখতে হবে।

    9-Aug-2018 6:05 pm

    9-Aug-2018 10:32 pm


    ইনশাল্লাহ,

    ১৩ই অগাষ্ট সোমবার : সৌদিতে জিলহজ্জ মাসের ১ তারিখ।
    ১৪ই অগাষ্ট মঙ্গলবার : বাংলাদেশে জিলহজ্জ মাসের ১ তারিখ।
    ২১শে অগাষ্ট মঙ্গলবার : সৌদিতে হজ্জ।
    ২২শে আগাষ্ট বুধবার : সৌদি, ভারত পাকিস্তান সহ বিশ্বের সব দেশে ঈদ।
    ২৩শে অগাষ্ট বৃহষ্পতিবার : বাংলাদেশে কোরবানীর ঈদ।

    গত রমজানের মত এবারও ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বে একই তারিখে জিলহজ্জ মাস আরম্ভ হবে। বাংলাদেশে হবে এর পর দিন।

    উল্লেখ্য, যেখানে আমি লিখেছি "মঙ্গলবার ১ তারিখ" সেখানে আরবি হিসাবে দিনটা আরম্ভ হবে আগের দিন সন্ধা থেকে, মানে সোমবার সন্ধা থেকে। এর আগে চুল নোখ কেটে ফেলতে হবে। ১০ দিন আর কাটা যাবে না।

    হানাফিতে এটা ওয়াজিব না, সুন্নাহ।
    সালাফি মতে সম্ভবতঃ ওয়াজিব, জানা নেই।

      Comments:
    • ^ রমজানের এক্সপেরিয়েন্স থেকে শিখে। "সৌদির চাদ ফেকটর" আছে এখানে যেটা বিবেচনায় নিচ্ছি এবার।
    • খুব সরু চাদ উঠবে। এত সরু যে ঢাকা থেকে ধুলা বালি মেঘের জন্য স্পষ্ট করে দেখা যাবে না। আকাশে মেঘ থাকার সম্ভাবনা বেশি। এর উপর আগের দিন সৌদিতে দেখা যায় নি। তাই দেশে ডিকলেয়ার করে দেবে "দেখা যায় নি"। রমজানে যেমন হয়েছিলো।

      পাকিস্তান, ইন্ডিয়া সে তুলনায় এখন বেশ এডভান্সড।

    • "ভারত পাকিস্তান এডভান্সড বলতে কি তারা টেলিস্কোপ ব্যবহার করে বলছেন? নাকি অন্য দেশের দেখা ফলো করে?"

      কোনোটাই না। তারা নিজের দেশের দেখা অনুসরন করে। এবং খালি চোখে দেখে। কিন্তু দেখার খবর খুব ভালো মত সিসটেমেটিকলি নেয়।

      বাংলাদেশে চাদ দেখা কমিটির সভাপতির চেয়ারে মন্ত্রী এসে বসেন। যদিও উনার সেখানে ঐ সময়ে কোনো দরকার নেই। আর অন্য সবাই উনার সেবায় ব্যস্ত থাকে। [ এগুলো গুজব। কান দেবেন না। ]

    9-Aug-2018 10:32 pm

    10-Aug-2018 4:04 pm


    YouTube দেখছিলাম।


    ডঃ জাকির নায়েক এক লেকচারে বলছিলেন বুখারি মুসলিমের ৯ টা হাদিস জোরে আমিন বলার কথা আছে।

    এর পর একজন আলেমের এক ওয়াজের ভিডিও। উনি কোরআন মাথায় নিয় প্রতিবাদ করলেন "আমি কোরআন মাথায় নিয়ে কসম খাচ্ছি। যদি আমার কথা মিথ্যা হয় তবে জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাকির নায়েক যে ৯ টা হাদিসের কথা বলেছেন সেগুলোতে জোরে আমিন বলার কথা নেই।"

    একেবারে চরম কসম। এরকম কসম খাওয়া থেকে আল্লাহ তায়ালা আমাকে হিফাজত করুন।

    এর পর বিভিন্ন জনের পক্ষে-বিপক্ষে হাজারো যু্ক্তির কাট পিস।


    তাই নিজে খুজে দেখলাম বুখারি-মুসলিমের হাদিসে কি আছে।

    لاَ تُبَادِرُوا الإِمَامَ
    إِذَا كَبَّرَ فَكَبِّرُوا
    وَإِذَا قَالَ وَلاَ الضَّالِّينَ ‏.‏ فَقُولُوا آمِينَ ‏.‏
    وَإِذَا رَكَعَ فَارْكَعُوا
    وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏.‏ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

    ফা কুলু আমিন। আমিন বলো। "জোরে" নেই, আছে "বলো"। কিন্তু আমার বিশ্বাস, "বলো" কথার সাথে "স্বশব্দে" ইমপ্লাইড। আস্তে বা মনে মনে বলো হলে বরং "আস্তে" কথাটা থাকতে হতো।


    এই শেষ? না। আরো দেখার বিষয় আছে।

    হাদিসের প্রথম অংশ চোখে পড়লো। আছে "ইদা কাব্বারা ফা কাব্বিরু" যখন ইমাম সাহেব তকবির বলেন তখন তোমরা তকবির বলো। কিন্তু হানাফি সালাফি উভয় পক্ষ সর্বসম্মত ভাবে আস্তে তকবির বলি। কেউ আপত্তি তুলে না। কেন?

    হয়তো এখানে "কুলু" শব্দটা নেই বলে। এজন্য? একটা ব্যখ্যা হতে পারে।

    এর পর শেষ অংশ চোখে পড়লো।

    وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏.‏ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

    যখন ইমাম সামিয়াল্লাহু লিমান হামিদা বলে, তখন "বলো" [কুলু] আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ।

    এর পরও সবাই এটা আস্তে বলে। আমিনের মত স্বশব্দে বলে না। এখানে তো কুলু আছে!


    তবে হাদিসের বিরোধিতা কোন পক্ষ করছে?

    ইমাম ফকিহদের কথা বাদ দিয়ে যে যা হাদিস থেকে বুঝে সেটা লিটারেল অনুসরন করলে প্রত্যেকের একটা কনজিসটেন্সি থাকতো। হয় কেউ সবগুলো জোরে। বা কেউ সবগুলো আস্তে বলতো। কারন "হাদিস থাকতে আলেমদের কথা কোনো দলিল না"।

    সেটা হয় নি। আমরা মূলতঃ হাদিসের রেফারেন্স দিয়ে নিজ নিজ আলেম-ইমামদের কথাকে অনুসরন করছি।


    "কিন্তু অন্য হদিসে স্পষ্টতঃই বলা আছে <এই কথা> যা থেকে বুঝা যায় <জোরে বা আস্তে> বলতে হবে।"

    প্রথমতঃ এখানে ড: জাকির নায়েক এই ৯ টা হাদিসের রেফারেন্স দিয়েছেন। অন্যগুলোর দেন নি। তাই আলোচনা শুধুমাত্র এই ৯ টা হাদিস নিয়েই। শুধু এগুলো থেকে কি বুঝা যায় সেটায় কনসেনট্রেট করলে ভালো হয়।

    দ্বিতীয়তঃ ভিন্ন কিতাবের অন্য হাদিস যদি রেফারেন্স হিসাবে নেই, তবে বিপরতি পক্ষের দলিলও দেখতে হবে। অন্য পক্ষেরও হয়তো অন্য হাদিস আছে যেখানে এক্সপ্লিসিটলি "আস্তে" আমিন বলার কথা আছে।


    মাজহাবের ইমামদের মত কি?

    হানাফি-মালেকিতে আস্তে আমিন বলতে হবে।
    আর হাম্বলি-শাফিতে জোরে।

    আমার কাছে সবগুলোই ঠিক। সমস্যা হয় যখন উল্টো মতকে আমরা বেঠিক বলতে থাকি। "দলিল নেই।"


    ব্যক্তিগত ভাবে আমি আহলে হাদিস মসজিদে একেবারে আস্তে আমিন বলি।
    আর রেগুলার হানাফি মসজিদে পড়ার সময় একটু শব্দ করে।

    ট্রল মন আমার।

    এই প্রসংগে আরো কিছু কথা ছিলো। কিন্তু এখানে কাট করলাম।

      Comments:
    • ^ শুধু আমিন না, প্রথম তকবিরও মনে মনে বলে। রাববানা লাকাল হামদও মনে মনে। এগুলো সব এক ক্যটাগরিতে পড়ছে। আমিন আলদা না।

      কিন্তু সত্যিকারে আস্তে কিরাতের জায়গায়ও যদি কেউ ঠোট বা জিহ্বা না নেড়ে একেবারে মনে মনে কিরাত পড়ে, তবে তার নামাজ হবে না। হানাফি মাজহাবে। সে জন্য যারা জানে, তারা কেউ এরকম করে না।

      এই জিনিসটা সবার আগে ঠিক করা দরকার।

    • এই গ্রুপের লোকদের আমি আল্লাহর সোপার্দ করে দিয়েছি। তাদের যুক্তি কাউন্টার করে লাভ নেই। কারন তাদের নেক আমল, আর গুনাহ থেকে বাচার চেষ্টা আপনার থেকে অনেক বেশি। এরা আপনার চৌদ্দ গুষ্টির পাপ বের করে দেখিয়ে দিতে পারবে আপনি কত নিচু। কেন আপনার কথা অনুসরনীয় না। তাদের কথা অনুসরনীয়।

      সমস্যা হলো অতি সঠিক হওয়ার চেষ্টা, তাদেরকে খাওয়ারিজির দিকে নিয়ে গিয়েছে। এটা নতুন কিছু না। রাসুল্লাহ সা: এর যুগ থেকেই ছিলো।

      যুক্তি দিয়ে তাদের কাউন্টার করতে পারবেন না। সাহাবায়ে কিরামগনও পারেন নি। বরং এদের থেকে দূরে থাকাটা বাঞ্চনিয়। আমি তাই করি।

    10-Aug-2018 4:04 pm

    11-Aug-2018 4:43 pm


    গ্লোবাল পন্থি যারা আছেন তাদের আজকে সন্ধ্যার আগে চুল নোখ কেটে ফেলতে হবে। কারন আজকে সন্ধ্যায় সৌদিতে চাদ দেখার চেষ্টা হবে। আমাদের সময়ে রাত ১০ টায় তাদের সন্ধা হবে। তাই রাত ১০টার আগে খবর নিয়ে লাভ নেই।

    যদি দেখা যায় তবে হজ্জ হবে ২০ তারিখে আর বাংলাদেশে ঈদ হবে ২২ তারিখ বুধবার।

    না দেখা গেলে হজ্জ আর বাংলাদেশে ঈদের তারিখ ১ দিন পরে হবে।

    বাংলাদেশে চাদ দেখার ৮০% নির্ভর করেছে সৌদিতে আজকে চাদ দেখার ডিকলারেশন আসে কিনা সেটার উপর।

      Comments:
    • ^ সৌদিের দুই দিন পরে এই দেশে ঈদ রমজান বা কোরবানী বহু বার হয়েছে। ৮০/৯০ এর দিকে এটা খুবই কমন ছিলো। এখন বরং কমেছে।

    11-Aug-2018 4:43 pm

    11-Aug-2018 10:47 pm


    সৌদিতে চাদ দেখা গিয়েছে।

    হজ্জ ২০ তারিখে।
    সে ক্ষেত্রে বাংলাদেশেও ইনশাল্লাহ কালকে চাদ দেখা যাবে।

    ঈদ হবে ইনশাল্লাহ ২২ তারিখে।

    কালকে সন্ধার আগে চুল নখ কেটে ফেলতে হবে। এর পর ১০ দিন আর কাটা যাবে না। বিশেষ করে যারা কোরবানী দিবেন।

    হানাফি মাজহাব মতে যদি বড় হয়ে যায় তবে কাটতে পারেন।

    জিলহজ্জের প্রথম ১০ দিনের ফজিলত আর রোজা আরম্ভ হবে কালকে রাত থেকে ইনশাল্লাহ, যদি চাদ দেখা যায়।

      Comments:
    • ^ আজকে সন্ধার পরে জানা যাবে। বাংলাদেশে সময়ে রাত ৮ টার পরে।
    • ^ এখনো ঘোষনা আসে নি। lets wait.
    • ^ মালশিয়া ইন্দোনেশিয়া সিংগাপুর হিসাব পদ্ধতি অনুসরন করে। দেখা পদ্ধতি না।

    11-Aug-2018 10:47 pm

    12-Aug-2018 7:31 pm


    চাদ দেখা গিয়েছে। বাংলাদেশে জিলহজ্জ মাস আরম্ভ হয়েছে আজকে সন্ধ্যা থেকে।

    ঈদ বুধবার।

    12-Aug-2018 7:31 pm

    13-Aug-2018 12:05 am


    আজকে স্বরন করি :

    ঐ লোককে, যে নিজের পরিবারের ভরন পোষনের জন্য সকাল থেকে সন্ধা পর্যন্ত পরিশ্রম করে। এর পরও নিয়মিত নামাজ পড়ে। তার রবের হককে পূর্ন করে। অভিযোগ ছাড়া, অসন্তুষ্টি ছাড়া।

    ঐ ছেলেকে যে দেখছে তার চারিপাশের অন্যরা বড় বড় স্বপ্ন নিযে স্কুলে পড়ে। কিন্তু সে দ্বিনকে ধারন করে মাদ্রাসায় পড়ে। এখলাসের সাথে, আখিরাতের আশায়। এই দ্বিনের শিক্ষাকে বহন করে নিয়ে যায় পরবর্তি যুগের মানুষের জন্য।

    স্বরন করি সেই বৃদ্ধকে।
    যে বহু বছর ধরে আপনার ইবাদত করেছে।
    এখন ক্লান্ত হয়ে অপেক্ষা করছে আপনার সাক্ষাতের জন্য।

    আমাদের মাঝে,
    কেউ অতিরিক্ত করে। সে আপনার সন্তুষ্টির জন্য করে।
    কেউ কম করে। সে আপনার ক্ষমার আশা করে।

    আজকের দিনে স্বরন করি সেই রাসুলকে,
    যাকে আপনি এই কথাগুলো জানিয়ে পাঠিয়েছেন আমাদের জানানোর জন্য।
    অথচ মৃত্যুর পর আমরা কোথায় যাবো আমরা কেউ জানতাম না।

    উনার উপর সালাম।

    ভুল করলেও আবার আপনার কাছে ফিরে এসে দাড়াই।
    কারন সিমানার বাইরে আপনি ছাড়া আর কেউ নেই।
    সময়ের বাইরে আপনি ছাড়া আর কেউ নেই।
    সবচেয়ে উপরে আপনি ছাড়া আর কেউ নেই।

    আমাদের উপর রহম করুন।

      Comments:
    • পুরানো প্রতারনা। হুবহু এই ঘটনা আগেও দেখেছি। এজন্য নিজের বাসার মোবাইল নম্বরটা কাউকে দেবেন না। মোবাইল রিচার্জ করার সময় খাতায় নম্বর লিখতে দেবেন না। আপনার বন্ধুর নম্বর তার ছেলের থেকেই হয়তো নিয়েছে কোনো ভালো মানুষি ভান করে।
      অপরিচিত কেউ হাসি মুখে খাতির পাতাতে আসলে তাকে অবিশ্বাস করবেন।

    13-Aug-2018 12:05 am

    14-Aug-2018 12:17 am


    যেই মালিকের উনি আসলেই গোলাম, উনার কাছে আজকে চলে গিয়েছেন আমাদের পরিচিত "গোলাম ***"।

    সেখানে নোবেল নেই, তবে পুরষ্কার আছে।
    লবি নেই, সুপারিশকারি আছে।

    তবে যাওয়ার আগে দেখার বিষয়, কাকে বন্ধু বানিয়ে গেলাম।
    কারন দুনিয়ার লবিদের সেখানে মূল্য নেই।
    আবার সেখানকার প্রভাবশালীদের, দুনিয়াতে কদর নেই।

      Comments:
    • আমার উত্তর মুছে দিয়েছি। করনীয় কি?
    • তর্ক করতে চাচ্ছেন ধারনা করেই মুছে দিয়েছিলাম। জাজাকাল্লাহ।

    14-Aug-2018 12:17 am

    15-Aug-2018 1:47 pm


    হিন্দুদের আমরা হিন্দু বলেই পরিচয় দিতাম ৮০ এর দিকে। কারো কোনো আপত্তি ছিলো বলে জানি না।


    এর পর এই ১০ বছর ধরে প্রচার পেলো হিন্দু টার্মটা মুসলিমদের দেয়া যারা শত্রুপক্ষ ছিলো। বরং তাদের আসল পরিচয় "সনাতন" ধর্মাবলম্বি। এই নামেই তারা পরিচিত হতে চায়।

    আপত্তি নেই। যে যেই নামে কমফোর্টেব্যেল। তাদের সনাতন ধর্মাবলম্বি বলেই ডাকবো।


    মনে পড়ে স্কুলে হিন্দু ধর্মাবলম্বি ছিলো কয়েকজন ফ্রেন্ড। আমরা যখন ইসলামিয়াত পড়তাম তখন তারা পড়তো "হিন্দু ধর্ম" বই। বইটার নাম সনাতন ধর্ম ছিলো না।

    এর পর ইদানিং বিজেপির নেতাদের বক্তিতা দেখছিলাম। তারা বলছে তাদের দেশকে ইন্ডিয়া বা ভারত না, বরং "হিন্দুস্তান" নামে পরিচিত করতে চায়।

    এখন আমি কনফিউড। "হিন্দু" নামটা না মুসলিমরা দিয়েছিলো?


    সামনে কিছু পোষ্ট দেয়ার ইচ্ছে। হিন্দু বলবো নাকি সনাতন?
    Whatever.

    15-Aug-2018 1:47 pm

    16-Aug-2018 6:39 am


    বাসার দারোয়ানের রেগুলার কাজ এখন তিনটা :

    - পানির মটর চালানো।

  • সিড়ির সুইচ অফ করা।
  • গেট বন্ধ করা।

    প্রথম দুইটা কাজ এখন অটোমেট করে দেয়া হয়েছে।

    এখন শেষ কাজ - গেইট বন্ধ করা - অটোমেট করতে পারলে দারোয়ানের আর কাজ নেই। অটোমেশনের কারনে আরেকজন লোক রিডান্ডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ।

    #HabibAutomation

    16-Aug-2018 6:39 am

  • 16-Aug-2018 9:28 pm


    "এরপরও দারোয়ানের দরকার আছে। বাড়ির সিকিউরিটির ব্যাপার, কে আসছে, কে যাচ্ছে, গেইটের সামনে কে আড্ডা দিচ্ছে, কোন ভাড়াটিয়া কীরকম।"


    সিকিউরিটির জন্য একসেস কন্ট্রোল ডোর। কার্ড-ফিংগারপ্রিন্ট দিয়ে ঢুকবে। অতিথি এসে কলিং বেল চাপলে ফ্লেটে পিবিএক্স ফোন বাজবে। ফ্লেট কর্তা কথা বলে সুবিধা মনে করলে ফোনের আরেকটা বাটন চাপ দিয়ে নিচের ডোর লক খুলে দেবে।

    এখানে গার্ডের নামে মিডলম্যন দরকার নেই।


    "কে আসছে কে যাচ্ছে, এটাতে চোখ রাখার জন্য?"

    মোড়ে মোড়ে সিসি ক্যমেরা। রেকর্ড হয়ে থাকবে।

    "কিন্তু ক্যমেরা দেখে কি বুঝা যায়?"

    ক্যমেরার মুভমেন্টগুলো দিয়ে গ্রাফ তৈরি করতে হবে। এক নজর দেখলেই যেন বুঝা যায় সারা দিনে কে কোথা থেকে কোথায় গিয়েছে। গ্রাফের কোনো পয়েন্টে ক্লিক করলে ঐ সময়ের ফুটিং প্লেব্যক করে দেখাবে।

    "কিন্তু চোর অসলে ধরবে কে?"

    রাতে সেনসিটিভ জায়গায় যদি চোর আসে তবে লাইট সব অন হয়ে যাবে। স্পিকারে আগন্তুককে সতর্ক করবে। এর পরও সরে না গেলে লাল আলোর সাইরেন এলার্ম বাজবে।


    অভারঅল আপনার গার্ড আপনার প্রতি বিশ্বস্ত থাকবে না। যে ভাড়াটিয়া তাকে মাসে ২০০ টাকা দেবে তার গোলাম হয়ে থাকবে। আপনি যদিও ১২ হাজার টাকা বেতন দেন, এটাকে সে ধরবে "প্রাপ্য", উপরি না। সে কাজ করবে উপরির জন্য। প্রাপ্য এমনি পাবে।


    "ইলেক্ট্রনিক্স বাইপাস করা যায়। একজন সত্যিকারে লোক দরকার।"

    গার্ডকেও বাইপাস করা যায়। সে কাহিল হয়। ঘুমিয়ে পড়ে। প্রতারকরা কথা বলে তাকে কনভিন্স করে সিকিউরিটি বাইপাস করতে পারে। চোর তাকে কমিশন সাধলে রাতা রাতি সে চোরের পক্ষে কাজ করবে। তাকে তথ্য দিবে কোন ভাড়াটিয়া ঈদে বাড়ি গিয়েছে, ফ্লাট খালি। তার রাগ আছে, অসন্তুষ্টি আছে। রেগে গেলে সে আপনার বিরুদ্ধে কাজ করবে।

    ইলেকট্রনিক্স এগুলো বুঝে না।


    প্রথমে গার্ড রেখেছিলাম এক সিকিউরিটই কম্পানি থেকে। মাসে ১৮ হাজার টাকা দুইজন। ফলাফল : গ্যরেজ থেকে দুটো সাইকেল চুরি। এর পর এক গার্ডের মোবাইল ফোন নিয়ে পালায়ন। এই সব কিছু দুই মসের মাধ্যে।

    এর পর অটোমেশন। খরচ নেমে এসেছে মাসে ১৮শ টাকায়। সিকিউরিটি কভারেজ গার্ডের থেকে ভালো।

    16-Aug-2018 9:28 pm

    18-Aug-2018 1:41 pm


    মহসিনা আপুর উপলক্ষে মিষ্টি।

    // মিষ্টি বিতরনে আমি ফার্ষ্ট। এর পর যারা করবে সবাই সেকেন্ড। :-)

    // বাচ্চাদের আপু। :-)

    18-Aug-2018 1:41 pm

    18-Aug-2018 6:19 pm


    "A million candles burning for the help that never came
    You want it darker?
    We kill the flame."

    18-Aug-2018 6:19 pm

    18-Aug-2018 9:34 pm


    First batch of unposted memes.


    That would be the real garbage collector.for my code.


    I pity the fool who waste their time with "decent debuggers".


    Being able to recall factoids and numbers doesn't mean one is smart.


    Zen


    wondering...

    18-Aug-2018 9:34 pm

    19-Aug-2018 5:44 pm


    আরাফার দিনের সবচেয়ে উত্তম দোয়া। এবং সবচেয়ে উত্তম দোয়া যা রাসুলুল্লাহ সা: এবং উনার আগের নবীরা বলেছেন :

    লা ইলাহা ইল্লাল্লাহু - ওয়াহদাহু লা শারিকালাহু।
    লাহুল মুলক - ওয়ালাহুল হামদ
    ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

    (উনি সব কিছুর উপর ক্ষমতাবান - শেষ লাইনের অর্থ)

      Comments:
    • Dog saliva is impure as per Hanafi fiqh, but it doesn't break the Udu. You merely have to wash off the impurity. Like what you would have done if any other impurity touched you. Your udu is valid this whole time.

    19-Aug-2018 5:44 pm

    20-Aug-2018 3:53 pm


    গরুর দাম : গত দুই দিন ছিলো চরমে। আকাশ চুম্বি। গত বছর যে গরুর দাম ছিলো ৫০ এ বছর সেটা বিক্রি হয়েছে ৭০-৮০তে।

    আজকে গরুর দাম ধুম করে কমে এসেছে। গত বছরের কাছা কাছি। এবং আজকে থেকে বিক্রি আরম্ভ হয়েছে।

      Comments:
    • FAQ : "আমরা কোরবানির দাম তুলনা করি না... ... কারন ...."
      উত্তর : ওহ! আচ্ছা। :-)

    20-Aug-2018 3:53 pm

    20-Aug-2018 8:08 pm


    কিছু সদুপদেশ আর আমার এক্সপেরিয়েন্স :

    "কোরবানীর গোস্ত ফ্রিজে না জমিয়ে গরিবদের মাঝে বিতরন করে দেন"

    কত কয়েক বছর ধরে যতজন গরিবদের গোস্ত দিয়েছি সবাই বলেছে "আমার গোস্ত এখন আপনাদের ফ্রিজে রেখে দেন, আমি পরে নিয়ে যাবো।"

    এর মাঝে একজনের গোস্ত তাকে আজকে ফিরত দেয়া হয়েছে জোর করে। এক কোরবানীর গোস্ত পরের কোরবানীতে।

    "... দামে জিতার প্রতিযোগিতায় আল্লাহর সন্তুষ্টি লুপ্ত ..."

    ঠকে কিনতে উপদেশ দিচ্ছেন?

    "কাউকে গরুর দাম বলবেন না, ...."

    গরু কিনে ফিরার সময় যারা দাম জিজ্ঞাসা করে, তারা আপনার তাকওয়া মাপার জন্য করে না। বরং গরুর বর্তমান বাজার দর জানার জন্য করে।

    আসল কথা হলো এই ধরনের উপদেশগুলো হল নসিহা মূলক কথা। এর মাঝে যার যেটা ভালো লাগবে করবে।

    খারাপ হলো এই উপদেশগুলোকে এবসুলেট ধরে নিয়ে এগুলো দিয়ে অন্যেকে মাপা।

    20-Aug-2018 8:08 pm

    21-Aug-2018 4:24 am


    আজকে ফজর থেকে তকবির পড়তে হবে।

    (collected)

    মঙ্গলবার ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আছর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষ-মহিলা, মুকীম-মুসাফির, একাকি নামায পড়া ব্যক্তি ও জামাতে নামায পড়া ব্যক্তি – সকলের উপরেই ওয়াজিব। তাকবীরে তাশরীক এই-

    الله أكبر، الله أكبر، لا إله إلاالله والله أكبر، الله أكبر ولله الحمد
    বাংলা উচ্চারণ: ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ’ বলা ওয়াজিব।

    কতবার পড়বেন?

    পূর্ণ তাকবিরে তাশরিক তিনবার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায়নি। ফিকহবিদরাও তিনবার বলার প্রতি গুরুত্ব দেননি। অবশ্য কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই তিনবার বলে তবে সেটাকে বিদআত বলাও উচিত নয়। (আলআওসাত, হাদীস: ২১৯৮; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস: ৫৬৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫)

    এই তাকবির তিনবার বলা সুন্নত বা মুস্তাহাব নয়। সাহাবায়ে কেরাম (রা.) কীভাবে তাশরিকের দিনগুলোতে তাকবির বলতেন, তা হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে একাধিকবার তাকবিরের কথা উল্লেখ নেই। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস: ৫৬৯৮, ৫৬৯৯; আলআওসাত, হাদীস: ২১৯৮, ২২০০)

    তাকবির সম্পর্কে আরো কিছু মাসআলা

    ১. ইমাম তাকবির বলতে ভুলে গেলে ও মুক্তাদির তাকবির বলা ওয়াজিব। (ফাতওয়ায়ে শামী ১ম খণ্ড ৭৭৭ পৃষ্ঠা)

    ২. পুরুষেরা তাকবির উচ্চ-মধ্যম স্বরে আর নারীরা অনুচ্চস্বরে বলবে। পুরুষ উচ্চস্বরে না পড়ে আস্তে আস্তে পড়লে ওয়াজিব আদায় হবে না।

    ৩. মাসবুক তার নামায আদায় করে তাকবির বলবে। (ফাতাওয়ায়ে শামী ১ম খণ্ড-৭৮৬পৃষ্ঠা )

    ৪. যদি মুসল্লি ফরয নামাযের পর তাকবির বলতে ভুলে যায় এবং কিছু কাজ করে ফেলে যার দ্বারা নামায নষ্ট হয়ে যায় (যেমন মসজিদ থেকে বের হয়ে যাওয়া, অথবা ভুলে বা ইচ্ছায় কথা বলা অথবা ইচ্ছা করে অজু ভঙ্গ করা), তবে তার উপর থেকে তাকবির বলা রহিত হয়ে যাবে। (ফাতাওয়া শামী ১ম খণ্ড, ৭৮৬ পৃষ্ঠা)

    21-Aug-2018 4:24 am

    21-Aug-2018 11:31 am


    Collected quote :

    "পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় -- প্রবাদটা মিথ্যা। আমি খুব কম পাগলকেই সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখেছি। আর ছাগল যে সব কিছু খায় না, সেটা কোরবানীর ছাগল কিনার পর প্রমান পেলাম।"

    21-Aug-2018 11:31 am

    21-Aug-2018 11:43 am


    Collected quote :

    "ছেলে কি করে?"

    "Cloud computing"

    "এটা কি ধরনের কাজ?"

    "সারা দিন বসে বসে মেঘ গুনে।"

    21-Aug-2018 11:43 am

    21-Aug-2018 2:27 pm


    খবর : "গ্রেনেট হামলার অস্থায়ি বেদিতে ___ শ্রদ্ধা নিবেদন"


    অস্থায়ি বেদিকে স্থায়ি বেদিতে পরিবর্তিত করার দাবি জানাচ্ছি।
    বেদি এখন দুটো ২১শে ফেব্রুয়ারির বেদি, আর ২১শে অগাষ্টের বেদি।


    "আপনারা এই যে গরু কোরবানী দিচ্ছেন, বেদিতে দিচ্ছেন না?"
    কোরবানী দিচ্ছি ইনশাল্লাহ। কিন্তু ঠিক বেদিতে না। বাড়ির গ্যরেজে।

    "হিন্দুরাতো বেদিতে বলি দেয়।"
    Indeed.


    পর-ধর্ম-সহিষ্নুতার বড্ড অভাব আমাদের মাঝে। আমরা সব কিছু ইসলাম দিয়ে মাপতে চাই।

    আচ্ছা কোন ধর্মের কোন অনুসারী বেদিতে কি করলো, তাতে আমার কি?

    Tolerance, এটা শেখার জিনিস।

    21-Aug-2018 2:27 pm

    21-Aug-2018 4:26 pm


    Collected quote :

    "মনের পশু কোরবানী দিতে চাহিয়াও দিতে পারিলাম না।

    প্রথমত: মনের পশুর হাট খুঁজিয়া পাই নাই।
    দ্বিতীয়ত: কী প্রকারে মনের পশুর গোশত তিন ভাগে বন্টন করিব স্থির করিতে পারি নাই।
    তৃতীয়ত: মনের পশুর বিরিয়ানী, কালিয়া, রন্ধন প্রণালীও খুঁজিয়া পাই নাই।

    পরিশেষে বাপ-দাদার গরুতেই ফিরিয়া আসিলাম।"

    21-Aug-2018 4:26 pm

    21-Aug-2018 4:33 pm


    প্রশ্ন : "কুরবানীর গোস্ত গরীবকে না দিলে কুরবানী হবে না?"

    জনাব, যাদি কোরবানির গোস্ত নিজে এবং আত্বীয়দের মাঝেই বন্টন করা হয়,তাহলে কি কুরবানী হবে? আমাদের মসজীদের ইমাম জুমার বয়ানে বললেন সামান্য পরিমান ও গোস্ত যদি মিসকিন না পায় তাহলে কুরবানী হবে না। উনার কথাটি কি সঠিক?

    উত্তর :

    بسم الله الرحمن الرحيم

    কুরবানীর গোস্ত নিজের জন্য পুরোটা রাখাও জায়েজ। পুরোটা আত্মীয়দের দিয়ে দেয়াও জায়েজ। পুরোটা গরীবদের দান করাও জায়েজ।

    আবার কিছু নিজের জন্য, কিছু গরীবের জন্য ও কিছু আত্মীয়দের জন্য দেয়াও জায়েজ।

    তবে মুস্তাহাব হল, তিন ভাগের এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়দের জন্য এবং এক ভাগ গরীবদের দান করা।

    কিন্তু গরীবদের বিলকুল দান না করলে কুরবানীই হবে না বলা সঠিক নয়। ভুল কথা।

    তবে ঈদের আনন্দ ভাগ করতে গরীবদের দান করা থেকে বিরত থাকা উচিত নয়।

    وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقْرِبَائِهِ وَأَصْدِقَائِهِ وَيَدَّخِرَ الثُّلُثَ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْهَا، وَلَوْ حَبَسَ الْكُلَّ لِنَفْسِهِ جَازَ لِأَنَّ الْقُرْبَةَ فِي الْإِرَاقَةِ وَالتَّصَدُّقِ بِاللَّحْمِ تَطَوُّعٌ (رد المحتار، كتاب الاضحية-9/474، زكريا، بدائع الصنائع-4/224، زكريا، الفتاوى السراجية-389

    والله اعلم بالصواب
    উত্তর লিখনে
    লুৎফুর রহমান ফরায়েজী

    পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
    উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
    উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

    21-Aug-2018 4:33 pm

    21-Aug-2018 6:05 pm


    আরাফার দিনের রোজা :

    "কোন দিন রাখবো? ২০ তারিখ যেদিন সৌদিতে হজ্জ হচ্ছে সে দিন নাকি ২১ তারিখ যেদিন এ দেশে ৯ই জিলহজ্জ সেদিন?"

    সালাফি [এদেশের] : যে দিন সৌদিতে হজ্জ সে দিন।
    হানাফি : এ দেশে যে দিন ৯ই জিলহজ্জ সে দিন। ২১শে অগাষ্ট।
    সালাফি [সৌদি] : যার দেশে যে দিন ৯ই জিলহজ্জ সেদিন।

    বেসিক্যলি জিলহজ্জের প্রথম ১০ দিনের প্রতিদিনই রোজা রাখা সোয়াবের। তাই দুই দিনই রাখলে সমস্যা দেখি না। প্লাস যে কোনো মাসে শুধু ১ দিন রোজা রাখা খারাপ। ২ দিন রাখতে হয়। এ ভাবে ২ দিন পূর্ন হলো।

    সোয়াব : গত একবছর আর সামনের এক বছরের গুনাহ মাফের আশা করা যায়।

    21-Aug-2018 6:05 pm

    21-Aug-2018 7:54 pm


    অবশেষে ইমোশোনাল কথার মাঝে solid একটা reference.

    Lets hope for the best.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ^ এটা শেয়ার করার আগে আমিও এই হিসাবটা করেছিলাম। ১০ বছরের কিছু বেশি হয়।
      Lets watch.
    • ^ correlate করতে পারাটা ফরজ, নফল, মুস্তাহাব কিছু না। বরং অপ্রয়োজনীয় একটা কাজ। যার সাথে দ্বিনের কোনো সম্পর্ক নেই।
    • ^ ভুল বুঝছেন। পোষ্টটা সিলেকটেড একটা ছোট গ্রুপের জন্য ছিলো।

    21-Aug-2018 7:54 pm

    21-Aug-2018 11:30 pm


    এই বছর হজ্জের দ্বিতীয় সবচেয়ে বড় ঘটনা।

    আর কিছু কইলাম না। কারন, "নিজের ভালো পাগলও বুঝে।"

    আমি বুঝি। নিচের ভিডিওর শায়েখ apparently বুঝেন না।

    Keep watching.

    video:/img/photos_and_videos/videos/39625657_2140216666217289_6172963753588424704_n_10155730305868176.mp4

      Comments:
    • ^ saudi internal politics. এর সাথে হাজ্জিদের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।

    21-Aug-2018 11:30 pm

    22-Aug-2018 5:48 am


    ঈদের দিনের সুন্নাহ সমুহ। হাদিস থেকে কোট করে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    22-Aug-2018 5:48 am

    22-Aug-2018 5:48 pm


    রাসুলুল্লাহ সা: বলেছেন :

    "নামাজের একামত আরম্ভ হলে তোমরা ছুটো ছুটি করে এসো না। বরং শান্ত হয়ে আসো। এর পর যতটুকু পাও পড়, আর যা ছুটে যায় পূর্ন করো। তোমাদর মাঝে যে নামাজের জন্য আসছে, সে নামাজের মধ্যেই আছে।"

    - মুসলিম।

    এই হাদিসে অনেকগুলো অজানা শব্দ আছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    22-Aug-2018 5:48 pm

    22-Aug-2018 9:52 pm


    Revert :


    ৪-৫ বছর আগে কথা উঠেছিলো প্রতি পরিবার থেকে ১টা কোরবানি দিতে হবে। ছাগল হোক আর গরু। মানে গরু শেয়ারে দেয়া যাবে না। অনেকের মাঝে শায়েখ মতিউর রহমান মাদানী একই কথা বলতেন। এর মাঝে কতটুকু আসলে বলেছিলেন, কতটুকু বলেন নি সেটা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু আমি উনাদের কথা শুনে এই বুঝেছিলাম যা উপরে লিখলাম।


    আজকে ইউটুব দেখছিলাম।

    এ বছরের বয়ান, শায়েখ মতিউর রহমান মাদানি উল্টো এক হাত নিলেন যারা বলেন ভাগে কোরবানী দেয়া যাবে না, তাদের উপর। মানে উনার মতে ৭ ভাগে ৭ পরিবার কোরবানী দেয়া যাবে, যেহেতু চার মাজহাবে এই কথা বলা আছে। নিজে সন্দেহে পড়ে গেলাম -- এতদিন তাহলে কি শুনছিলাম?


    Feeling like, এখানেও একটা revert ঘটছে। ২০ রাকাত থেকে - ৮ রাকাত - থেকে আবার ২০ রাকাত স্টাইলের।

    আর ইদানিং মাজহাবের এত উল্লেখ কেন?

    22-Aug-2018 9:52 pm

    22-Aug-2018 10:59 pm


    এই মহিলা হজ্জে উনার সেন্ডেল হারিয়ে ফেলেন। উনার ছেলে কার্ডবোর্ড দিয়ে একটা সেন্ডেল তৈরি করে দেন মায়ের জন্য। প্রচন্ড গরম রাস্তার উপর দিয়ে হেটে ফিরতে যেন পারেন।

    এটা দেখে এক সৌদি পুলিশ নিজের জুতা খুলে উনাকে দিয়ে দেন।

    "সব পুলিশ খারাপ না" কথাটা সত্য। কারন ভিন দেশে ভালো পুলিশ আছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    22-Aug-2018 10:59 pm

    22-Aug-2018 11:25 pm


    কালকে "ইয়ামুল কাররা"। যে দিন কোনো দোয়া ফিরিয়ে দেয়া হয় না। জিলহজ্জের ১১ তারিখ। ঈদের পরের তিন দিনের প্রথম দিন।

    হাদিস : আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার দিন হলো কোরবানীর দিন। এর পর মর্যাদার ইয়ামুল কাররা। - আবু দাউদ।

    আবু মুসা আশআরী রা: কোরবানীর ঈদের দিন খুতবাতে বলেন : "এর পর তিন দিন আসছে যেদিন গুলোর আল্লাহ তায়ালা নাম দিয়েছেন দোয়ার দিন, যখন কোনো দোয়া ফিরিয়ে দেয়া হয় না। তাই তোমরা তোমাদের চাওয়াকে আল্লাহর কাছে উচ্চ করো।" - তফসির তাবারি।

    আকরামা বলেন "ইয়ামুত তাশরিকের দিনগুলোতে পছন্দনীয় দোয় হলো এটা :

    রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
    ওয়াফিল আখিরাতি হাসানা
    ওয়াকিনা আদাবান নার।

    হে আল্লাহ আমাদের দুনিয়াতে ভালো দিন, আখিরাতে ভালো দেন।
    আমাদের আগুনের শাস্তি থেকে বাচান।

    - ইবনে রজব।

    (নিচের আরবি লিফলেটের অনুবাদ)

    22-Aug-2018 11:25 pm

    23-Aug-2018 7:03 am


    সুফিয়ান বিন হাসিন বলেন :

    এক লোকের কাছে আমি ইয়াস বিন মুয়াবিয়াকে আক্রমন করে কথা বলি।

    সে আমার মুখের দিকে তাকায়, এবং জিজ্ঞাসা করে :

    : তুমি রোমে যুদ্ধ করেছো?

    বললাম : না।

    : সিন্ধ, হিন্দ, তুর্কে?

    : না।

    : তুমি কি রোম, সিন্ধ, হিন্দ, তুরস্ককে নিরাপত্তা দিয়ে রেখেছো? কিন্তু তোমার মুসলিম ভাই তোমার থেকে নিরাপদ না?

    বলেন : এর পর আমি আর আক্রমনাত্মক কথা বলি নি।

    - আল বিদায়া ওয়ান নিহায়া, ১৩ - ১২১

      Comments:
    • ^ আরবিটা সঠিক। আপনার বাংলা ভুল, আর আমার বাংলাও ভুল।

    23-Aug-2018 7:03 am

    23-Aug-2018 12:47 pm


    Collected quote :

    "যে সকল লোক কোরবানীর পশু সোসাল মিডিয়ায় দেখলে সমালোচনা করে। হাজ্জিদের সেল্ফি তোলা দেখলে নেগেটিভ মন্তব্য করে। এরাই মসজিদে বাচ্চাদের দুস্টামি দেখলে কষে বকা দেয়। তাকওয়া পুলিশ।"

    23-Aug-2018 12:47 pm

    23-Aug-2018 1:35 pm


    মেদ ভুড়ি কি করি?

    মানে গরুর চর্বি আর ভুড়ি নিয়ে করবো সেটা।

      Comments:
    • ^ disagree. কারন তাকওয়া পুলিশি করার ব্যপার না। শুধু মাত্র স্পষ্ট এবং প্রকাশ্য হারাম পুলিশি করার ব্যপার।
      একজনের তাকওয়ার ব্যপার নিয়ে অবাঞ্চিত অপরিচিত কেউ তাকে গাইড করতে থাকলে বরং ফিতনা ছড়াবে।
    • কিছু করার নেই|

    23-Aug-2018 1:35 pm

    23-Aug-2018 10:48 pm



    দোয়ালিন নাকি জোয়ালিন এটা নিয়ে নাকি এক কালে এদেশে ফাইট হতো। এটা আমি দেখি নি। আমার আগের।

    এর পর বিটিভি আসলো। সৌদির নামাজ প্রচার হলো। দোয়ালিন শুনে সবাই এক মত হয় কোনটা ঠিক। এই অংশটা দেখেছি।


    দ্বোয়ালিনই যদি ঠিক হয় তবে জোয়ালিন আসলো কোথা থেকে?

    উর্দু থেকে। উর্দুর হরফগুলো আরবীর মত কিন্তু উচ্চারন কিছুটা ভিন্ন। আমাদের দেশে এক সময় উর্দু শিখে এর পর আরবীতে যেতো সবাই যে কারনে। দ্বোয়ালিন উর্দুতে পড়তে গেলে জোয়ালিন পড়তে হবে।


    "তাহলে যারা জোয়ালিন পড়তো তারা ভুল?"

    ঠিক তা না। আরবী অক্ষরগুলোর উচ্চারনের ভিন্নতার একটা লেভেল পর্যন্ত টলারেট করা হয়। আলেমগন আরো ভালো বলতে পারবেন। দ্বোয়ালিন জোয়ালিন দুটোই ঠিক এই ফতোয়া দিয়ে গিয়েছিলেন মাওলানা মহিউদ্দিন সাহেব।


    ত্বোয়া ط আর জোয়া ظ এর পার্থক্য বুঝলাম। এর পর দাল د আর জাল ذ এর পার্থক্যের ব্যপারে কি করনীয়?

    দালিকা নাকি জালিকা?

    দ্বন্ধটা এখন আর উচ্চারনে না। সবাই এখন জানে উচ্চারন কেমন হবে। পার্থক্য এখন বাংলায় লিখার স্টাইল নিয়ে।

    জালেম নাকি দালিম?


    টলারেন্স। এগুলো নিয়ে দ্বন্ধের কিছু নেই।
    সঠিক উচ্চারনের জন্য কারি/আলেম বা ইউটুব দেখেন।

    লিখা? সবগুলোই ঠিক।

    23-Aug-2018 10:48 pm

    24-Aug-2018 6:08 am


    চারিদিকে হাজার হাজার মতাদর্শ। হাজার হাজার উপদেশ দাতা। ফিতনার সময় যেহেতু তাই মত-পথের শেষ নেই।

    আপনি যে মতের উপর আছেন সেটার উপর আপনি থাকেন।

    আমার স্টেটাসের কমেন্টে আমাকে উপদেশ দিয়ে লাভ নেই। হয় আপনার উপদেশ ঠিক ধরে আমি গ্রহন করবো [মাত্র ৫% পসিবিলিটি] নয়তো উপদেশদাতার আইডি ব্লক করে দেবো [৯৫% কেইসে]।

    দুটোর একটা হবে। Take your risk.

    24-Aug-2018 6:08 am

    24-Aug-2018 6:23 pm


    ইমাম ইবনে কুদামা বলেন [উনি হাম্বলি মাজহাবের ইমাম ছিলেন]

    আগে কোনো লোক ঘর থেকে বের হবার সময় স্ত্রী-পরিবার বলে দিতো :
    খবরদার হারাম কামাই থেকে।
    আমরা ক্ষুধার উপর ধর্য্য ধরতে পারবো,
    আগুনের উপর পারবো না।

    24-Aug-2018 6:23 pm

    25-Aug-2018 7:07 am


    কি ভাবে আল্লাহর কাছে চাবো?
    ________
    উম্মে সুলাইম রা: রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বলেন :

    : ইয়া রাসুলুল্লাহ! আমাকে এমন দোয়া শিক্ষা দিন যা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো।

    উনি ﷺ বললেন :
    ১০ বার সুবহানাল্লাহ বলো, ১০ বার আলহামদুলিল্লাহ বলো, ১০ বার আল্লাহু আকবার বলো এর পর তোমার যা দরকার চাও। তাহলে আল্লাহ বলবেন : করে দিয়েছি, করে দিয়েছি।

    - আত-তারগিব ১৫৬৬

    25-Aug-2018 7:07 am

    25-Aug-2018 1:37 pm


    যেভাবে কাবা ঘরের গিলাফ বদলানো হয়। পুরানো গিলাফ না খুলে।

    এইভাবে বদলানোর জন্য আগের দিন গিলাফের দড়ি কেটে রাখা হয়েছিলো, যে কারনে অপ্রত্যাশিত ঝড়ে গিলাফ উড়ে গিয়েছিলো।

    স্বাভাবিক ভাবে কাবা ঘরকে উন্মুক্ত রাখা হয় না, গিলাফ বদলানোর সময়ও না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    25-Aug-2018 1:37 pm

    25-Aug-2018 3:36 pm


    যে বলবে :

    "আস্তাগফিরুল্লাহ!
    আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইউম
    ওয়া আতুবু ইলাইহি।"

    তার গুনাহসমুহ মাফ করে দেয়া হবে
    যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলিয়ে আসে।

    অর্থ :
    আমি আল্লাহর কাছে মাফ চাই।
    যে আল্লাহ ছাড়া আর ইলাহ নেই।
    যে আল্লাহ চিরজিবি, চিরস্থায়ী।
    উনার কাছে তৌবা করলাম।

    - আবু দাউদ।

    25-Aug-2018 3:36 pm

    25-Aug-2018 5:37 pm


    আজকে সূর্য ডুবার সাথে সাথে এই বছরের :

    - ইয়াউমুত তাশরিক শেষ।

  • প্রতি নমাজের পরে জোরে তকবির বলা শেষ।
  • হজ্জ শেষ। হাজীদের শেষ দল শেষ দিন পাথর মেরে মিনা থেকে ফিরে আসবে। গতকালই এসেছে কারন ১ দিন এগিয়ে।
  • রাতকে আগের দিনের সংগে যুক্ত করা হতো এই ৫ দিন। এটা শেষ।
  • রোজা রাখার নিষিদ্ধ দিনগুলো শেষ। কালকে থেকে রোজা রাখা যাবে।

    আর কয়েকদিন পর হিজরি বছরও শেষ। এর পর ১৪৪০ আরম্ভ হবে।

    সব কিছুর শেষ আছে।
    জান্নাতিদের জন্য জান্নাতের দিন কখনো শেষ হবে না।

    25-Aug-2018 5:37 pm

  • 26-Aug-2018 2:37 pm


    দেশের সবাই যে বেক্কল না তার প্রমান এই স্টেটাসটা। একজন হলেও কমন সেন্স আছে।
    এতদিন দেখতাম শুধু আমিই চিল্লাচ্ছি প্লাসটিক চাল বলে কিছু নেই। প্লাসটিক ডিম বলেও কিছু নেই।

    আর সবাই প্রমান নিয়ে আসতো "তাহলে এইডা কি বলবেন? দেখেন এই চালের ভিডিও" যেন আমি প্লাসটিক ওয়ালাদের এজেন্ট। টাকা খেয়ে তাদের পক্ষে সাফাই গাইছি।

    আবার বলছি :

    প্লাসটিক চাল বলে কিছু নেই। থাকলে দাম পড়বে আসল চাল থেকে বেশি।
    প্লাসটিক ডিম বলে কিছু নেই। কখনো তৈরি হলে ১টা ডিমের দাম পড়বে লক্ষ থেকে কোটি টাকা।

    প্লাসটিক চাল-ডিমের পক্ষে বাংলা মিডিয়ামে যত নিউজ পোষ্ট ভিডিও যা কিছু আছে সবই গুজব। আপনি আর আমি যতই অস্বিকার করে যা বিশ্বাস করতে চাই না কেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • FAQ : "তবে প্লাসটিক চাল আর আসল চাল বুঝবো কি করে?"

      উত্তর : এতক্ষন ধরে আমি কি বললাম? আর আপনি কি বুঝলেন?

    26-Aug-2018 2:37 pm

    26-Aug-2018 10:03 pm


    খবর : আহমদিরা পরিচয় গোপন করে হজ্জ পালন করছে।

    Q. "যে সকল আহমদি মির্জা গোলাম আহমদকে নবী বলে বিশ্বাস করে না বরং মুজাদ্দেদ মনে করে, তাদের ব্যপারে আপনার মত কি?"

    Well, এই প্রশ্ন আপাততঃ বাদ দিন। শেষ যুগে দাজ্জাল আসবে সেটা জানেন তো? আচ্ছা যারা দাজ্জালকে নবী বা খোদা বলে বিশ্বাস করবে না, কিন্তু মোজাদ্দেদ মনে করে দাজ্জালের ফলোয়ার হবে, তাদের ব্যপারে আপনার মত কি?

    26-Aug-2018 10:03 pm

    27-Aug-2018 11:05 pm


    Saudi King Salman, father of MbS has stopped Aramco IPO after talking with bankers. That's a Big news.

    27-Aug-2018 11:05 pm

    28-Aug-2018 12:33 am


    Was wondering around youtube for arabic resources.

    শুনতে জিহাদি নশিদের মত হলেও নিচেরটার অর্থ বের করলাম শিয়াদের গান। "ওহাবিদের" বিরুদ্ধে।

    https://www.youtube.com/watch?v=tOVf1nemGss

    আর নিচেরটা নাত-তে-রাসুল এর মত শুনালেও এটা আসলে "মুহাম্মদ" বিন সালমানের জন্য গান। নামের প্রথমে "মুহাম্মদ" আছে বলে।

    https://www.youtube.com/watch?v=R2JpnwsCqYE

    সতর্ক : দুটোতেই মিউজিক আছে।

    28-Aug-2018 12:33 am

    28-Aug-2018 5:50 am


    "যে লাইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে" - এই হাদিস আর "উম্মাহ ৭৩ ভাগ হবে, এক ভাগ ছাড়া সবাই জাহান্নামি" - এই হাদিসের মাঝে মিল করবো কি করে? জিজ্ঞাসা করা হয়েছে সাউদি শায়েখ সালেহ আল-ফাউজানকে।

    বললেন, ৭২ ভাগিরা কাফের না। তারা জাহান্নামে গেলেও এর পর সেখান থেকে বের হয়ে এক সময় জান্নাতে যাবে। মানে দেরিতে জান্নাতে যাবে। এভাবে দুটো হাদিসই ঠিক।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ^ দেখলাম। কিছু করতে বলছেন এটা নিয়ে? নাকি শুধু পড়ার জন্য?
    • ^ দুই কিতাবে একই হদিস ভিন্ন কথায় আছে। এটাকে অবাক করার বিষয় মনে করছেন কেন?

    28-Aug-2018 5:50 am

    29-Aug-2018 12:36 am


    The Curse টাইটেলে একটা পোষ্ট দিতে চাইছিলাম। কিন্তু ৫৭ ধারার ভয়ে এ দেশে বসে শুধু সৌদির বিন সালমানের বিরুদ্ধে পোষ্ট দেয়া নিরাপদ। আর সৌদিতে থাকলে বিন সালমানের বদলে বরং এদেশের।

    শেষে শুধু কিকি পোষ্ট দিলাম।
    Keep safe.

    video:/img/photos_and_videos/videos/40119003_279488196210803_8405854162004213760_n_10155746706928176.mp4

      Comments:
    • FAQ: "কিসের safe? কাপুরুষ মরে বার বার..."
      মানে kiki ভিডিও বানিয়ে পোষ্ট করতে চাইলে safely বানাইয়েন। অনেকে আহত হচ্ছে যেহেতু। :-)

    29-Aug-2018 12:36 am

    31-Aug-2018 2:37 pm


    রাসুলুল্লাহ ﷺ [উনার উপর সালাম] বলেছেন :

    রাতে এমন একটা ঘন্টা আছে যে সময় কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়ার বা আখিরাতের ভালো কিছু চাইলে আল্লাহ তায়ালা তাকে দিয়ে দেন, যাই চাক। এরকম প্রতি রাত।

    - সহি মুসলিম।

      Comments:
    • ঐ সময়ের ঘন্টা [সা'] সম্ভবত আমাদের বর্তমান ঘড়ির ২৪ মিনিটের সমান ছিলো। ৬০ ঘন্টায় ১ দিন। আলেমরা ভালো বলতে পারবেন।

    31-Aug-2018 2:37 pm