এই মহিলা হজ্জে উনার সেন্ডেল হারিয়ে ফেলেন। উনার ছেলে কার্ডবোর্ড দিয়ে একটা সেন্ডেল তৈরি করে দেন মায়ের জন্য। প্রচন্ড গরম রাস্তার উপর দিয়ে হেটে ফিরতে যেন পারেন।
এটা দেখে এক সৌদি পুলিশ নিজের জুতা খুলে উনাকে দিয়ে দেন।
"সব পুলিশ খারাপ না" কথাটা সত্য। কারন ভিন দেশে ভালো পুলিশ আছে।