Post# 1533832354

9-Aug-2018 10:32 pm


ইনশাল্লাহ,

১৩ই অগাষ্ট সোমবার : সৌদিতে জিলহজ্জ মাসের ১ তারিখ।
১৪ই অগাষ্ট মঙ্গলবার : বাংলাদেশে জিলহজ্জ মাসের ১ তারিখ।
২১শে অগাষ্ট মঙ্গলবার : সৌদিতে হজ্জ।
২২শে আগাষ্ট বুধবার : সৌদি, ভারত পাকিস্তান সহ বিশ্বের সব দেশে ঈদ।
২৩শে অগাষ্ট বৃহষ্পতিবার : বাংলাদেশে কোরবানীর ঈদ।

গত রমজানের মত এবারও ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বে একই তারিখে জিলহজ্জ মাস আরম্ভ হবে। বাংলাদেশে হবে এর পর দিন।

উল্লেখ্য, যেখানে আমি লিখেছি "মঙ্গলবার ১ তারিখ" সেখানে আরবি হিসাবে দিনটা আরম্ভ হবে আগের দিন সন্ধা থেকে, মানে সোমবার সন্ধা থেকে। এর আগে চুল নোখ কেটে ফেলতে হবে। ১০ দিন আর কাটা যাবে না।

হানাফিতে এটা ওয়াজিব না, সুন্নাহ।
সালাফি মতে সম্ভবতঃ ওয়াজিব, জানা নেই।

    Comments:
  • ^ রমজানের এক্সপেরিয়েন্স থেকে শিখে। "সৌদির চাদ ফেকটর" আছে এখানে যেটা বিবেচনায় নিচ্ছি এবার।
  • খুব সরু চাদ উঠবে। এত সরু যে ঢাকা থেকে ধুলা বালি মেঘের জন্য স্পষ্ট করে দেখা যাবে না। আকাশে মেঘ থাকার সম্ভাবনা বেশি। এর উপর আগের দিন সৌদিতে দেখা যায় নি। তাই দেশে ডিকলেয়ার করে দেবে "দেখা যায় নি"। রমজানে যেমন হয়েছিলো।

    পাকিস্তান, ইন্ডিয়া সে তুলনায় এখন বেশ এডভান্সড।

  • "ভারত পাকিস্তান এডভান্সড বলতে কি তারা টেলিস্কোপ ব্যবহার করে বলছেন? নাকি অন্য দেশের দেখা ফলো করে?"

    কোনোটাই না। তারা নিজের দেশের দেখা অনুসরন করে। এবং খালি চোখে দেখে। কিন্তু দেখার খবর খুব ভালো মত সিসটেমেটিকলি নেয়।

    বাংলাদেশে চাদ দেখা কমিটির সভাপতির চেয়ারে মন্ত্রী এসে বসেন। যদিও উনার সেখানে ঐ সময়ে কোনো দরকার নেই। আর অন্য সবাই উনার সেবায় ব্যস্ত থাকে। [ এগুলো গুজব। কান দেবেন না। ]

9-Aug-2018 10:32 pm

Published
9-Aug-2018