ইন্দোনেশিয়ায় ভুমিকম্পের সময়ে ইমামের নামাজের ভিডিও ভাইরাল। শেখ ইয়াসির কাজিও শেয়ার করেছেন।
কিন্তু কোন ওয়াক্তের নাামাজ পড়ছিলেন? এর কোনো তথ্য নেই।
খুজলাম।
ভুমিকম্প হয়েছে সন্ধা ৫:৪৫ এ। সূর্যাস্ত সন্ধা ৬:১০ এ।
মানে কোনো নামাজেরই সময় না। আসরের জন্য মাকরুহ ওয়াক্ত। মাগরিবেরও সময় হয় নি।
Missing something? তবে?
- Comments:
- একটা ব্যখ্যা হতে পারে এটা মূল ভুমিকম্পের সময় না। বরং এর পরের আফটার শকগুলোর সময়।
- ^ ইন্দোনেশিয়া বিশাল দেশ এক মাথা থেকে অন্য মাথায় সময় অনেক পার্থক্য হবে।
- আমি যে সময়টা দিয়েছি এটা ভুমিকম্পের এলাকায়।
- ^ হুম। right. তাহলে ইশার নামাজ।