Post# 1534958717

22-Aug-2018 11:25 pm


কালকে "ইয়ামুল কাররা"। যে দিন কোনো দোয়া ফিরিয়ে দেয়া হয় না। জিলহজ্জের ১১ তারিখ। ঈদের পরের তিন দিনের প্রথম দিন।

হাদিস : আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার দিন হলো কোরবানীর দিন। এর পর মর্যাদার ইয়ামুল কাররা। - আবু দাউদ।

আবু মুসা আশআরী রা: কোরবানীর ঈদের দিন খুতবাতে বলেন : "এর পর তিন দিন আসছে যেদিন গুলোর আল্লাহ তায়ালা নাম দিয়েছেন দোয়ার দিন, যখন কোনো দোয়া ফিরিয়ে দেয়া হয় না। তাই তোমরা তোমাদের চাওয়াকে আল্লাহর কাছে উচ্চ করো।" - তফসির তাবারি।

আকরামা বলেন "ইয়ামুত তাশরিকের দিনগুলোতে পছন্দনীয় দোয় হলো এটা :

রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আদাবান নার।

হে আল্লাহ আমাদের দুনিয়াতে ভালো দিন, আখিরাতে ভালো দেন।
আমাদের আগুনের শাস্তি থেকে বাচান।

- ইবনে রজব।

(নিচের আরবি লিফলেটের অনুবাদ)

22-Aug-2018 11:25 pm

Published
22-Aug-2018