Post# 1534319231

15-Aug-2018 1:47 pm


হিন্দুদের আমরা হিন্দু বলেই পরিচয় দিতাম ৮০ এর দিকে। কারো কোনো আপত্তি ছিলো বলে জানি না।


এর পর এই ১০ বছর ধরে প্রচার পেলো হিন্দু টার্মটা মুসলিমদের দেয়া যারা শত্রুপক্ষ ছিলো। বরং তাদের আসল পরিচয় "সনাতন" ধর্মাবলম্বি। এই নামেই তারা পরিচিত হতে চায়।

আপত্তি নেই। যে যেই নামে কমফোর্টেব্যেল। তাদের সনাতন ধর্মাবলম্বি বলেই ডাকবো।


মনে পড়ে স্কুলে হিন্দু ধর্মাবলম্বি ছিলো কয়েকজন ফ্রেন্ড। আমরা যখন ইসলামিয়াত পড়তাম তখন তারা পড়তো "হিন্দু ধর্ম" বই। বইটার নাম সনাতন ধর্ম ছিলো না।

এর পর ইদানিং বিজেপির নেতাদের বক্তিতা দেখছিলাম। তারা বলছে তাদের দেশকে ইন্ডিয়া বা ভারত না, বরং "হিন্দুস্তান" নামে পরিচিত করতে চায়।

এখন আমি কনফিউড। "হিন্দু" নামটা না মুসলিমরা দিয়েছিলো?


সামনে কিছু পোষ্ট দেয়ার ইচ্ছে। হিন্দু বলবো নাকি সনাতন?
Whatever.

15-Aug-2018 1:47 pm

Published
15-Aug-2018