সুফিয়ান বিন হাসিন বলেন :
এক লোকের কাছে আমি ইয়াস বিন মুয়াবিয়াকে আক্রমন করে কথা বলি।
সে আমার মুখের দিকে তাকায়, এবং জিজ্ঞাসা করে :
: তুমি রোমে যুদ্ধ করেছো?
বললাম : না।
: সিন্ধ, হিন্দ, তুর্কে?
: না।
: তুমি কি রোম, সিন্ধ, হিন্দ, তুরস্ককে নিরাপত্তা দিয়ে রেখেছো? কিন্তু তোমার মুসলিম ভাই তোমার থেকে নিরাপদ না?
বলেন : এর পর আমি আর আক্রমনাত্মক কথা বলি নি।
- আল বিদায়া ওয়ান নিহায়া, ১৩ - ১২১
- Comments:
- ^ আরবিটা সঠিক। আপনার বাংলা ভুল, আর আমার বাংলাও ভুল।