দেশের সবাই যে বেক্কল না তার প্রমান এই স্টেটাসটা। একজন হলেও কমন সেন্স আছে।
এতদিন দেখতাম শুধু আমিই চিল্লাচ্ছি প্লাসটিক চাল বলে কিছু নেই। প্লাসটিক ডিম বলেও কিছু নেই।
আর সবাই প্রমান নিয়ে আসতো "তাহলে এইডা কি বলবেন? দেখেন এই চালের ভিডিও" যেন আমি প্লাসটিক ওয়ালাদের এজেন্ট। টাকা খেয়ে তাদের পক্ষে সাফাই গাইছি।
আবার বলছি :
প্লাসটিক চাল বলে কিছু নেই। থাকলে দাম পড়বে আসল চাল থেকে বেশি।
প্লাসটিক ডিম বলে কিছু নেই। কখনো তৈরি হলে ১টা ডিমের দাম পড়বে লক্ষ থেকে কোটি টাকা।
প্লাসটিক চাল-ডিমের পক্ষে বাংলা মিডিয়ামে যত নিউজ পোষ্ট ভিডিও যা কিছু আছে সবই গুজব। আপনি আর আমি যতই অস্বিকার করে যা বিশ্বাস করতে চাই না কেন।
- Comments:
- FAQ : "তবে প্লাসটিক চাল আর আসল চাল বুঝবো কি করে?"
উত্তর : এতক্ষন ধরে আমি কি বললাম? আর আপনি কি বুঝলেন?