Post# 1535413806

28-Aug-2018 5:50 am


"যে লাইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে" - এই হাদিস আর "উম্মাহ ৭৩ ভাগ হবে, এক ভাগ ছাড়া সবাই জাহান্নামি" - এই হাদিসের মাঝে মিল করবো কি করে? জিজ্ঞাসা করা হয়েছে সাউদি শায়েখ সালেহ আল-ফাউজানকে।

বললেন, ৭২ ভাগিরা কাফের না। তারা জাহান্নামে গেলেও এর পর সেখান থেকে বের হয়ে এক সময় জান্নাতে যাবে। মানে দেরিতে জান্নাতে যাবে। এভাবে দুটো হাদিসই ঠিক।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • ^ দেখলাম। কিছু করতে বলছেন এটা নিয়ে? নাকি শুধু পড়ার জন্য?
  • ^ দুই কিতাবে একই হদিস ভিন্ন কথায় আছে। এটাকে অবাক করার বিষয় মনে করছেন কেন?

28-Aug-2018 5:50 am

Published
28-Aug-2018