সৌদিতে চাদ দেখা গিয়েছে।
হজ্জ ২০ তারিখে।
সে ক্ষেত্রে বাংলাদেশেও ইনশাল্লাহ কালকে চাদ দেখা যাবে।
ঈদ হবে ইনশাল্লাহ ২২ তারিখে।
কালকে সন্ধার আগে চুল নখ কেটে ফেলতে হবে। এর পর ১০ দিন আর কাটা যাবে না। বিশেষ করে যারা কোরবানী দিবেন।
হানাফি মাজহাব মতে যদি বড় হয়ে যায় তবে কাটতে পারেন।
জিলহজ্জের প্রথম ১০ দিনের ফজিলত আর রোজা আরম্ভ হবে কালকে রাত থেকে ইনশাল্লাহ, যদি চাদ দেখা যায়।
- Comments:
- ^ আজকে সন্ধার পরে জানা যাবে। বাংলাদেশে সময়ে রাত ৮ টার পরে।
- ^ এখনো ঘোষনা আসে নি। lets wait.
- ^ মালশিয়া ইন্দোনেশিয়া সিংগাপুর হিসাব পদ্ধতি অনুসরন করে। দেখা পদ্ধতি না।