কিছু সদুপদেশ আর আমার এক্সপেরিয়েন্স :
"কোরবানীর গোস্ত ফ্রিজে না জমিয়ে গরিবদের মাঝে বিতরন করে দেন"
কত কয়েক বছর ধরে যতজন গরিবদের গোস্ত দিয়েছি সবাই বলেছে "আমার গোস্ত এখন আপনাদের ফ্রিজে রেখে দেন, আমি পরে নিয়ে যাবো।"
এর মাঝে একজনের গোস্ত তাকে আজকে ফিরত দেয়া হয়েছে জোর করে। এক কোরবানীর গোস্ত পরের কোরবানীতে।
"... দামে জিতার প্রতিযোগিতায় আল্লাহর সন্তুষ্টি লুপ্ত ..."
ঠকে কিনতে উপদেশ দিচ্ছেন?
"কাউকে গরুর দাম বলবেন না, ...."
গরু কিনে ফিরার সময় যারা দাম জিজ্ঞাসা করে, তারা আপনার তাকওয়া মাপার জন্য করে না। বরং গরুর বর্তমান বাজার দর জানার জন্য করে।
আসল কথা হলো এই ধরনের উপদেশগুলো হল নসিহা মূলক কথা। এর মাঝে যার যেটা ভালো লাগবে করবে।
খারাপ হলো এই উপদেশগুলোকে এবসুলেট ধরে নিয়ে এগুলো দিয়ে অন্যেকে মাপা।