Post# 1533630020

7-Aug-2018 2:20 pm



যে কোনো ইশুর হাজার পক্ষ আছে। আমি সব পক্ষেরই যুক্তি শুনেছি। এর পর এক পক্ষের কথা গ্রহন করেছি। যেহেতু সব পক্ষের কথা একসাথে গ্রহন করা অসম্ভব। একটা অন্যটার বিপরিত বলে।

পরিনতি :
"আপনি অজ্ঞ, নিজের অজ্ঞতাকে জাহির করছেন।"
"সত্যকে অস্বিকারকারী সানজির ..."
"চোখে চশমা পড়ে থাকলে..."
"নিজের নফসের অনুসারী...."

যদি ভিন্ন পক্ষ নিতাম তাহলেও অন্য পক্ষ উপরের কথাগুলো বলতো।

  • "...আপনার ...এই কথা অধিকাংশ আলেম বলছে না কেন? শুধু আপনাদের কাছে শুনি কেন?"

    - "আমাদের দলিল হলো কোরআন হাদিস। কারো কথা কোনো দলিল না।"

    "হুম। তাহলে কোরআন পড়ে আপনি কি বুঝেছেন সেটা বললেন। এবার আমি নিজে পড়ে দেখি আমি কি বুঝি। আমি বুঝেছি <এই এই>"

    "আপনার এই ব্যখ্যা কোনো আলেম কখনো করে নি। আপনি নিজের মন মতো ব্যখ্যা করলে তো হবে না!"

    "এই মাত্র না বললেন, কারো কথা কোনো দলিল না?"

    7-Aug-2018 2:20 pm

  • Published
    7-Aug-2018