আয়মান সাদিকের বিরুদ্ধে rage টা বুঝছি না। সে তার কাজ করছে, let him do it. এর বাইরে তাকে এটা বা ওটার পক্ষে বা বিপক্ষে স্ট্যান্ড নিতে হবে কেন সেটা হলো প্রশ্ন।
- Comments:
- দোষ দেয়া যায় না। স্যারের সাথে তার পার্থক্য হলো স্যার চেতনার ব্যপারে প্রোএকটিভলি ভোকাল। "বমি করে দেন"। জায়গামত চুপ।
আয়মান যদি সব জায়গায় চুপ থাকে তবে let him do what he is doing.
- চেতনা-এন্টিচেতনা বোঝা যাবে আয়মানের ষ্ট্যন্ড দেখে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন তার বয়স খুবই কম।
- ^ //শিক্ষক মানে এই না যে তাদের ক্লাসের বাহিরে ছাত্রদের প্রতি কোন দায়বদ্ধতা নেই//
সে দায়িত্ব প্রাপ্ত বা বেতন ভুক্ত শিক্ষক না। যা করছে ফ্রি করছে। তাই যতটুকু করছে সেটাও তার দায়িত্বের বাইরে। এটা বুঝতে হবে। - ^ oh! correcting.