কি ভাবে আল্লাহর কাছে চাবো?
________
উম্মে সুলাইম রা: রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বলেন :
: ইয়া রাসুলুল্লাহ! আমাকে এমন দোয়া শিক্ষা দিন যা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো।
উনি ﷺ বললেন :
১০ বার সুবহানাল্লাহ বলো, ১০ বার আলহামদুলিল্লাহ বলো, ১০ বার আল্লাহু আকবার বলো এর পর তোমার যা দরকার চাও। তাহলে আল্লাহ বলবেন : করে দিয়েছি, করে দিয়েছি।
- আত-তারগিব ১৫৬৬