Post# 1534953134

22-Aug-2018 9:52 pm


Revert :


৪-৫ বছর আগে কথা উঠেছিলো প্রতি পরিবার থেকে ১টা কোরবানি দিতে হবে। ছাগল হোক আর গরু। মানে গরু শেয়ারে দেয়া যাবে না। অনেকের মাঝে শায়েখ মতিউর রহমান মাদানী একই কথা বলতেন। এর মাঝে কতটুকু আসলে বলেছিলেন, কতটুকু বলেন নি সেটা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু আমি উনাদের কথা শুনে এই বুঝেছিলাম যা উপরে লিখলাম।


আজকে ইউটুব দেখছিলাম।

এ বছরের বয়ান, শায়েখ মতিউর রহমান মাদানি উল্টো এক হাত নিলেন যারা বলেন ভাগে কোরবানী দেয়া যাবে না, তাদের উপর। মানে উনার মতে ৭ ভাগে ৭ পরিবার কোরবানী দেয়া যাবে, যেহেতু চার মাজহাবে এই কথা বলা আছে। নিজে সন্দেহে পড়ে গেলাম -- এতদিন তাহলে কি শুনছিলাম?


Feeling like, এখানেও একটা revert ঘটছে। ২০ রাকাত থেকে - ৮ রাকাত - থেকে আবার ২০ রাকাত স্টাইলের।

আর ইদানিং মাজহাবের এত উল্লেখ কেন?

22-Aug-2018 9:52 pm

Published
22-Aug-2018