হানাফি ফিকাহতে কেনা বেচার মূল শর্ত হলো :
১
- যে কিনছে তাকে স্বেচ্ছায় কিনতে হবে। জোর করে তার কাছে বিক্রি করা যাবে না
- কি কিনছে সেটা এবং কত টাকায় কিনছে সেটা পরিস্কার হতে হবে। অস্পষ্ট বা "ভালোও হতে পারে মন্দও হতে পারে, আপনার কপাল" এরকম করে বিক্রি করা যাবে না।
তাই যদি হয় তবে আমি পুকুরের পানি লক্ষ টাকা বোতলে বিক্রি করতে পারি। যদি যে কিনছে সে স্বেচ্ছায় পুকুরের পানি জেনে লক্ষ টাকায় আমার কাছ থেকে কিনতে চায়।
২
"কিন্তু প্রফিটের তো একটা লিমিট আছে!"
"হুজুর মানুষ এত লাভ খান কেন? আল্লাহকে ভয় করেন।"
"এই সব বিক্রি করা জায়েজ?"
এই প্রশ্নগুলো এখানে প্রযোজ্য না। আমার বা আপনার পছন্দ হোক বা না হোক।
৩
"ভাই আমার কিনাই পড়ছে <এত> টাকা"
বিক্রি নাজায়েজ কারন যদি এটা মিথ্যা হয়ে থাকে।
"নিয়ে যান ভালো মাল।"
বিক্রি না জায়েজ যদি খারাপ মাল হয়। মিথ্যা বলে বিক্রি করছে।
"কিসের পানি আমি বলবো না, পছন্দ হলে নিন।"
না জায়েজ কারন পানি পুকুরের সেটা গোপন করছে।
"ভাই পুকুরের পানি বিক্রি করছি, লক্ষ টাকা বোতল। আপনার পছন্দ হলে নিন। পুরো টাকাটাই আমার লাভ।"
বিক্রি জায়েজ। :-)