Post# 1534097150

13-Aug-2018 12:05 am


আজকে স্বরন করি :

ঐ লোককে, যে নিজের পরিবারের ভরন পোষনের জন্য সকাল থেকে সন্ধা পর্যন্ত পরিশ্রম করে। এর পরও নিয়মিত নামাজ পড়ে। তার রবের হককে পূর্ন করে। অভিযোগ ছাড়া, অসন্তুষ্টি ছাড়া।

ঐ ছেলেকে যে দেখছে তার চারিপাশের অন্যরা বড় বড় স্বপ্ন নিযে স্কুলে পড়ে। কিন্তু সে দ্বিনকে ধারন করে মাদ্রাসায় পড়ে। এখলাসের সাথে, আখিরাতের আশায়। এই দ্বিনের শিক্ষাকে বহন করে নিয়ে যায় পরবর্তি যুগের মানুষের জন্য।

স্বরন করি সেই বৃদ্ধকে।
যে বহু বছর ধরে আপনার ইবাদত করেছে।
এখন ক্লান্ত হয়ে অপেক্ষা করছে আপনার সাক্ষাতের জন্য।

আমাদের মাঝে,
কেউ অতিরিক্ত করে। সে আপনার সন্তুষ্টির জন্য করে।
কেউ কম করে। সে আপনার ক্ষমার আশা করে।

আজকের দিনে স্বরন করি সেই রাসুলকে,
যাকে আপনি এই কথাগুলো জানিয়ে পাঠিয়েছেন আমাদের জানানোর জন্য।
অথচ মৃত্যুর পর আমরা কোথায় যাবো আমরা কেউ জানতাম না।

উনার উপর সালাম।

ভুল করলেও আবার আপনার কাছে ফিরে এসে দাড়াই।
কারন সিমানার বাইরে আপনি ছাড়া আর কেউ নেই।
সময়ের বাইরে আপনি ছাড়া আর কেউ নেই।
সবচেয়ে উপরে আপনি ছাড়া আর কেউ নেই।

আমাদের উপর রহম করুন।

    Comments:
  • পুরানো প্রতারনা। হুবহু এই ঘটনা আগেও দেখেছি। এজন্য নিজের বাসার মোবাইল নম্বরটা কাউকে দেবেন না। মোবাইল রিচার্জ করার সময় খাতায় নম্বর লিখতে দেবেন না। আপনার বন্ধুর নম্বর তার ছেলের থেকেই হয়তো নিয়েছে কোনো ভালো মানুষি ভান করে।
    অপরিচিত কেউ হাসি মুখে খাতির পাতাতে আসলে তাকে অবিশ্বাস করবেন।

13-Aug-2018 12:05 am

Published
13-Aug-2018