আরাফার দিনের রোজা :
"কোন দিন রাখবো? ২০ তারিখ যেদিন সৌদিতে হজ্জ হচ্ছে সে দিন নাকি ২১ তারিখ যেদিন এ দেশে ৯ই জিলহজ্জ সেদিন?"
সালাফি [এদেশের] : যে দিন সৌদিতে হজ্জ সে দিন।
হানাফি : এ দেশে যে দিন ৯ই জিলহজ্জ সে দিন। ২১শে অগাষ্ট।
সালাফি [সৌদি] : যার দেশে যে দিন ৯ই জিলহজ্জ সেদিন।
বেসিক্যলি জিলহজ্জের প্রথম ১০ দিনের প্রতিদিনই রোজা রাখা সোয়াবের। তাই দুই দিনই রাখলে সমস্যা দেখি না। প্লাস যে কোনো মাসে শুধু ১ দিন রোজা রাখা খারাপ। ২ দিন রাখতে হয়। এ ভাবে ২ দিন পূর্ন হলো।
সোয়াব : গত একবছর আর সামনের এক বছরের গুনাহ মাফের আশা করা যায়।
- Comments:
- https://islamqa.info/en/140011